Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফুটো। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অস্ফুট
(p. 73) asphuṭa বিণ. 1 ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); 2 অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); 3 অস্পষ্ট ('কোলাহলের অস্ফুট ধ্বনি': রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। ̃ বাক, ̃ বাক্ বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে ক্রি-বিণ. অস্পষ্টভাবে ('অস্ফুটে বারংবার কহিতে লাগিল': শরত্)। 47)
আফুটন্ত, আফুটা, আফোটা
(p. 97) āphuṭanta, āphuṭā, āphōṭā বিণ. 1 অপরিস্ফুট, অবিকশিত; 2 সিদ্ধ হয়নি বা ফোটানো এমন (আফোটা) চাল)। [বাং. আ + ফুট্ + অন্ত (শতৃ), আ]। 33)
ইঞ্চি
(p. 114) iñci বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; 1 ফুটের 1/12 অংশ। [ইং. inch]। 3)
কর্ণ৩
(p. 167) karṇa3 বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]। ̃ কুহর, ̃ বিবর, ̃ রন্ধ্র বি. কানের ছিদ্র বা ফুটো। ̃ গোচর বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)। ̃ পট, ̃ পটহ বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়। ̃ পথ বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর। ̃ পাত বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)। ̃ বেধ বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ। ̃ মল বি. কানের ময়লা, কানের খোল। ̃ মূল বি. কানের গোড়া। ̃ শূল বি. কানের প্রদাহ বা যন্ত্রণা। কর্ণাভরণ বি. কানের গয়না। 54)
কানা2
(p. 181) kānā2 বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ̃ কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ̃ মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্হায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাত্ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার। 27)
কুমুদ, (কাব্যে) কুমুদী
(p. 198) kumuda, (kābyē) kumudī বি. 1 লালপদ্ম; 2 শ্বেতপদ্ম; 3 শালুক, সুঁদি; 4 দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ। [সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]। কুমুদ-নাথ, কুমুদ-বান্ধব বি. চাঁদ। কুমুদ-বতী, কুমুদ্বতী বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)। কুমুদিনী বি. 1 কুমুদের ঝাড়; 2 কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী। কুমুদ্বান (দ্বত্) বিণ. কুমুদশোভিত (স্হান)। 10)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
চাল2
(p. 281) cāla2 বি. 1 বাঁশ টিন খড় তৃণ ইত্যাদির তৈরি কাঁচা ঘরের আচ্ছাদন বা ছাদ (ঘরের চাল ফুটো হয়েছে); 2 প্রতিমার পিছনের গোল করে আঁকা চিত্র বা পট (চালচিত্র)। [সং. √চল্ + অ]। ̃ কুমড়ো বি. ছাঁচি কুমড়ো। ̃ চিত্র বি. প্রতিমার পিছনে স্হাপিত চিত্রিত গোলাকার পট। ̃ চুলা (কথ্য) ̃ চুলো বি. আশ্রয় ও অন্নসংস্হান-কুঁড়েঘরের চাল এবং রান্নার চুলো বা উনুন অর্থে (এমন চালচুলোহীন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেবে?)। চাল কেটে উঠানো ক্রি. উদ্বাস্তু করা। চালের বাতা - বাতা দ্র। 162)
চোঁচ
(p. 294) cōn̐ca বি. তীক্ষ্ণাগ্র কাঁটার মতো বাঁশের পাত বা আঁশ (পায়ে চোঁচ ফুটে গেছে)। [হি. চোঁচ সং. চঞ্চু]। 100)
ছিদ্র
(p. 304) chidra বি. 1 ছেঁদা, ফুটো (ছিদ্র দিয়ে জল ঢুকছে); 2 দোষত্রুটি (পরের ছিদ্র খোঁজা); 3 চক্ষু-কর্ণ-নাসিকা ইত্যাদি দেহস্হ বিবর (নবচ্ছিদ্র দেহ)। [সং. √ ছিদ্ + র]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল পরের দোষ দেখে এমন। ছিদ্রানু-সন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর। ছিদ্রানু-সন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত। ছিদ্রিত বিণ. 1 ছিদ্রযুক্ত; 2 বিদ্ধ; 3 ছিদ্র করা হয়েছে এমন। 67)
ছেঁদা
(p. 304) chēn̐dā বি. ছিদ্র, ফুটো (কলসির ছেঁদা)। [সং. ছিদ্র]। 130)
ধরা2
(p. 432) dharā2 ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা গ্রহণ করা (কলমটা ধরো); 2 পরিধান করা, পরা (নতুন বেশ ধরেছে); 3 গ্রেপ্তার করা (চোর ধরা); 4 অবলম্বন করা (অস্ত্র ছেড়ে কলম ধরা); 5 ভর দেওয়া (লাঠি ধরে চলা, আমাকে ধরে ধরে চলো); 6 অনুসরণ করা (ভিন্ন পথ ধরা); 7 হস্তচ্যুত না করা, জমিয়ে রাখা (বাজার চড়বে, মাল ধরে রাখো); 8 থামা (এই ট্রেন এ স্ট্রেশনে ধরবে না, বৃষ্টি ধরেছে); 9 আক্রমণ করা (রোগে ধরেছে); 1 নষ্ট করা, কাটা (কপিতে পোকা ধরেছে); 11 উচ্চারণ করা (ঈশ্বরের নাম ধরা); 12 ধরনা দেওয়া, হত্যা দেওয়া (তারকেশ্বরের দোর ধরা); 13 রক্ষা করা, বাঁচানো (এই দুর্দিনে প্রাণ ধরাই কঠিন, প্রাণে ধরে দিতে পারে না); 14 বসে যাওয়া, রুদ্ধ হওয়া (ঠাণ্ডায় গলা ধরেছে); 15 জন্মানো (গাছে ফল ধরা); 16 স্হান দেওয়া, বহন করা (পেটে ধরা); 17 লালন করা (বুকে ধরে ব়ড় করা); 18 ছাপ বা ছোপ লাগা (রং ধরা, নোনা ধরা); 19 অনুরোধ বা অনুনয়বিনয় করা, শরণাপন্ন হওয়া (অফিসারকে ধরলেই উদ্ধার পাবে); 2 যন্ত্রণা হওয়া (মাথা ধরা); 21 অবশ হওয়া, দুর্বল বোধ করা (পা ধরে আসছে); 22 কার্যকর হওয়া (ওষুধ ধরেছে); 23 আরম্ভ করা (একটা গান ধরো); 24 খুঁজে বার করা (ভুল ধরা, খুঁত ধরা); 25 নির্ধারণ বা স্হির করা (দাম ধরা); 26 রান্নার সময় পুড়ে ওঠা (তরকারিটা ধরে গেছে, দুধটা ধরে গেছে); 27 জ্বলে ওঠা (উনুন ধরেছে); 28 আগুন লাগা (কয়লাটা ধরে উঠেছে); 29 অনুভূত হওয়া, আচ্ছন্ন হওয়া (ভয় ধরেছে, শীত ধরেছে); 3 নাগাল পাওয়া (চাঁদ ধরা); 31 বিবেচনা করা, গণ্য করা (তাকে আমি মানুষের মধ্যেই ধরি না); 32 যথাসময়ে পাওয়া (ট্রেন ধরতে পারব?); 33 স্হান সংকুলান হওয়া (এই ঘরে এত লোক ধরবে?); 34 প্রকাশ পাওয়া, ফুটে ওঠা, সূচনা হওয়া (চুলে পাক ধরেছে); 35 কু-অভ্যাস করা (সিগারেট ছেড়ে পান ধরেছে); 36 অনুমান করা (লেখাটা কার তা ধরা শক্ত); 37 ভেবে নেওয়া, কল্পনা করা (ধরে নাও আমি যাব না); 38 গ্রাহ্য করা (ও ছেলেমানুষ, ওর কথা ধরা উচিত নয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে (ধামাধরা, মাছধরা জাল, ধরা কথা, মরচেধরা লোহা, তোমার ধরা মাছ)। [সং. √ ধৃ + বাং. আ]। ̃ কাট বি. কঠোর নিয়মানুবর্তিতা, বাঁধাবাঁধি (পথ্যের ধরাকাট)। ̃ ছোঁয়া বি. 1 কাছে আসা; নাগাল (সে এখন তোমাদের ধরাছোঁয়ার বাইরে); 2 বুঝতে পারা, বোধগম্যতা, বোঝাবুঝি (বিষয়টা আমার ধরাছোঁয়ার বাইরে)। ̃ ধরি বি. 1 সনির্বন্ধ অনুরোধ, পীড়াপীড়ি; 2 ধরপাকড়, গ্রেপ্তার (ব্যাপক ধরাধরি চলছে); 3 সকলে মিলে বয়ে নেওয়া (ধরাধরি করে তাকে উঠোনে এনে বসানো হল)। ̃ নো ক্রি. 1 ধৃত বা গ্রেপ্তার করানো (চোর ধরানো); 2 লাগানো (ছবিতে রং ধরানো, দেওয়ালে সিমেণ্ট ধরানো); 3 যথাসময়ে পাইয়ে দেওয়া (ট্রেন ধরানো); 4 জ্বালানো (উনুন ধরানো); 5 কু-অভ্যাস করানো (মদ ধরানো); 6 বুঝিয়ে বা দেখিয়ে দেওয়া (ভুল ধরানো); 7 অবলম্বন করানো (পথ ধরানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধা বিণ. নির্দিষ্ট (ধরাবাঁধা নিয়ম নেই)। ধরিয়ে দেওয়া ক্রি. বি. 1 গ্রেপ্তারে সাহায্য করা, গ্রেপ্তার করানো, ধরানো; 2 বুঝিয়ে দেওয়া (অঙ্কটা একটু ধরিয়ে দাও)। ধরে পড়া, ধরে বসা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা (একটা চাকরির জন্যে ধরে পড়েছে)। 13)
নাসা
(p. 454) nāsā বি. 1 নাসিকা, নাস ('নাসায় অগ্নি স্ফুরিছে যাহার': প্রেমেন্দ্র); 2 নাকের ভিতরের ব্রণ। [সং. √ নাস্ + অ + আ (স্ত্রী)]। ̃ রন্ধ্র বি. নাকের ভিতরের শ্বাসপ্রশ্বাসের ছিদ্রদ্বয়, নাকের ফুটো। 95)
নোনা2
(p. 481) nōnā2 বিণ. লবণাক্ত (নোনা জল)। বি. মাটির যে লবণজাতীয় উপাদান প্রাচীর দেওয়াল প্রভৃতির উপর ফুটে ওঠে (দেওয়ালে নোনা লাগা)। [বাং. নুন + আ]। 15)
পরি-স্ফুট
(p. 499) pari-sphuṭa বিণ. 1 স্পষ্টভাবে প্রকাশিত (পরিস্ফুট চন্দ্রালোক); 2 বিকশিত; 3 সুস্পষ্ট (এই ঘটনা থেকে তার মনোভাব পরিস্ফুট হল)। [সং. পরি + √ স্ফুট্ + অ]।
প্রস্ফুট, প্রস্ফুটিত
(p. 552) prasphuṭa, prasphuṭita বিণ. 1 পূর্ণ বিকশিত, সম্পূর্ণরূপে ফুটেছে এমন (প্রস্ফুটিত জ্যোত্স্না, প্রস্ফুটিত ফুল); 2 সম্পূর্ণ প্রকাশিত বা ব্যক্ত। [সং. প্র + √ স্ফুট্ + অ, ত]। প্রস্ফুটন বি. প্রস্ফুটিত হওয়া, ফোটা; প্রকাশ বা বিকাশ। 30)
ফুঁড়া, ফোঁড়া
(p. 565) phun̐ḍ়ā, phōn̐ḍ়ā ক্রি. বি. 1 বিদ্ধ করা বা ভেদ করা (তিরটা তার শরীর ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে ওঠা); 2 ছেঁদা করা (দেওয়াল ফুঁড়ে উই বেরোচ্ছে)। বিণ. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ফুড় সং. √ স্ফুট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। বিণ. উক্ত উভয় অর্থে। ̃ ফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)। 41)
ফুট ফুট2
(p. 567) phuṭa phuṭa2 বি. স্বচ্ছতা উজ্জ্বলতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (জ্যোত্স্না ফুট ফুট করছে)। [সং. স্ফুট্]। ফুট-ফুটে বিণ. 1 অত্যন্ত স্বচ্ছ বা উজ্জ্বল; 2 ধবধবে (ফুটফুটে জ্যোত্স্না); 3 ফরসা ও সুশ্রী ('মুখখানি তার ফুটফুটে': স. দ.)। 4)
ফুট2
(p. 565) phuṭa2 বিণ. 1 বিকশিত (আধফুট হাসি); 2 বিদীর্ণ। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + অ]। 54)
ফুটন
(p. 565) phuṭana বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া (ফুলের ফুটন দেখি); 2 (তরল পদার্থের) জ্বাল পাবার সময় বুদবুদযুক্ত হওয়া; 3 ফুটে ওঠা। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + অন]। 58)
ফুটন্ত
(p. 565) phuṭanta বিণ. 1 আগুনের তাপ ফুটছে এমন (ফুটন্ত দুধ); 2 প্রস্ফুটিত হচ্ছে এমন (ফুটন্ত গোলাপ)। [বাং. √ ফুট্ + অন্ত]।
ফুটা1, (কথ্য) ফুটো
(p. 567) phuṭā1, (kathya) phuṭō বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)। বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত ('এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে': রবীন্দ্র)। [বাং. ফুট4 + আ]। 6)
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফুটানি, (কথ্য) ফুটুনি
(p. 567) phuṭāni, (kathya) phuṭuni বি. 1 অশোভন বাবুগিরি বা জাঁক (হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে); 2 অশোভন অহংকার বা বড়াই (অত ফুটানি কোরো না, তোমার ক্ষমতা জানা আছে)। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + আনি]। ̃ রাম বি. 1 হামবড়া বা দেমাকি লোক; 2 অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us