Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বলেছি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অণিমা
(p. 14) aṇimā (-মন্) বি. 1 সূক্ষ্মতা, অণুত্ব; 2 যোগবলে শরীরকে অনুতুল্য সূক্ষ্ম করার শক্তি (এই দৈবী শক্তির বলেই দেবগণ সকলের অলক্ষ্যে সর্বত্র ভ্রমণ করতে পারেন)। [সং. অণু+ইমন্]। 4)
অবল
(p. 46) abala বিণ. বলহীন, দুর্বল ('অনাথের নাথ হও হে, অবলের বল': রবীন্দ্র)। বি. বরুণ গাছ। [সং. ন + বল]। 5)
অম্ল
(p. 59) amla বি. 1 রসবিশেষ; 2 টক স্বাদ; 3 দ্রাবক, acid; 4 অম্বল বা টকের ঝোল। বিণ. টকো, টক স্বাদযুক্ত। [সং. অম্ + ল]। ̃ .জান দ্র অক্সিজেন। ̃ তা বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)। ̃ .পিত্ত বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়। ̃. মধুর বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত; টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)। ̃. মিতি বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি. প.)। ̃ .রাজ বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)। ̃ .শূল বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা। অম্লাধিক্য বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি। 13)
অশ্ব-ত্থামা
(p. 66) aśba-tthāmā বি. (মহা.) কুরুপক্ষের যোদ্ধা; দ্রোণাচার্যের পুত্র (জন্মমুহূর্তে অশ্বের মতো ডেকে উঠেছিলেন বলে তাঁর এই নাম)। [সং. অশ্ব + স্হা + মন্]। অশ্বত্থামা হত ইতি গজঃ সত্যের আবরণে মিথ্যা (মহাভারতে যুধিষ্ঠিরের একবারমাত্র মিথ্যাভাষণের উল্লেখ আছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি প্রকাশ্যে বলেন যে অশ্বত্থামা হত হয়েছেন, অবশ্য নিম্নস্বরে তিনি একথাও বলেন যে এই অশ্বত্থামা একটি হাতির নাম। কিন্তু দ্রোণাচার্য ধরে নিলেন যে তাঁর পুত্র অশ্বত্থামার কথাই বলা হয়েছে)। 19)
আউশ, আউস, আশু1
(p. 77) āuśa, āusa, āśu1 বি. বর্ষাকালে উত্পন্ন মোটা ধানবিশেষ। (এই আশু শব্দটি বিশেষপ্রকার ধানের নাম, এর শীঘ্র অর্থের কোনো সম্পর্ক নেই। তথাপি সাধারণভাবে মনে করা হয় যে আউশ ধান শীঘ্র বা আশু ফলে বলেই একে আশু ধান বলে)। [ সং. আ + √ বৃষ্?]। 27)
আচ্ছা
(p. 85) ācchā অব্য. সম্মতিসূচক বা স্বীকারসূচক শব্দ (আচ্ছা, তাই হবে); ধরা যাক (আচ্ছা তাই যেন হল)। বিণ. ক্রি-বিণ. 1 বেশ, ভালো, উত্তম, খুব (আচ্ছা সেজেছে, আচ্ছা বলেছ ভাই); 2 (ব্যঙ্গে) বিলক্ষণ (আচ্ছা সাধুর পাল্লায় পড়েছ); 3 চমত্কার (আচ্ছা বুদ্ধি বটে তোমার, আচ্ছা কথা শুনিয়ে দিলাম)। [সং. অস্তু ? অচ্ছ?]। 14)
উদ্দেশ
(p. 128) uddēśa বি. 1 লক্ষ্য (তোমাকে উদ্দেশ করে বলেছে); 2 খোঁজ, সন্ধান (নিখোঁজ ছেলের উদ্দেশে, নিরুদ্দেশ); 3 মতলব, উদ্দেশ্য (কী উদ্দেশে এখানে এসেছ?); 4 বার্তা, সংবাদ (ওখানে গিয়ে একবার তার উদ্দেশ নিয়ো); 5 স্মরণ (দেবতার উদ্দেশে নিবেদন)। [সং. উত্ + √ দিশ্ + অ]। ̃ ক বিণ. উদ্দেশকারী। 2)
ঋষি1
(p. 141) ṛṣi1 বি. 1 মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি; 2 শাস্ত্রজ্ঞ তপস্বী; 3 বেদ মন্ত্রের সংকলয়িতা যোগী। [সং.√ ঋষ্ + ই]। ̃ কল্প বিণ. ঋষির তুল্য। ̃ তা বি ঋষির গুণ। ̃ প্রোক্ত বিণ. ঋষির দ্বারা উক্ত, ঋষি বলেছেন এমন, আর্ষ (ঋষিপ্রোক্ত বাণী)। ̃ শ্রাদ্ধ বি. মৃত ঋষির শ্রাদ্ধকার্য - এতে কেবল কলাপাতাই কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না। 18)
কদাপি
(p. 160) kadāpi অব্য. 1 কখনো (একথা কদাপি ঠিক নয়; কদাপি এ কাজ কোরো না); 2 কোনো-এক সময়ে (যদি কদাপি সে একথা বলেও থাকে)। [সং. কদা + অপি]। 33)
কে1
(p. 205) kē1 সর্ব. 1 কোন ব্যক্তি (কে বলেছে ?); 2 কোন সম্বন্ধযুক্ত ব্যক্তি (সে তোমার কে ?); 3 অনির্দিষ্ট কোনো ব্যক্তি (কে একজন লোক, কে ভালো কে মন্দ)।[সং. কিম্]। কে কে সর্ব. কারা, কোন কোন ব্যক্তি (আমার সঙ্গে কে কে যাবে ?)। কেবা (বর্ত. অপ্র.) সর্ব. বোধহয় কেউ না (কেবা জানে)। 14)
কৈবল্য
(p. 207) kaibalya বি. 1 কাবলের ভাব [কেবল দ্র]; 2 মোক্ষ; 3 (যোগদর্শনে) চিত্তের ধর্ম-অধর্ম সংস্কার দগ্ধ হওয়ার ফলে প্রাকৃতির প্রভাব বা সংসার থেকে মুক্তি। [সং. কেবল + য]। ̃. দায়িণী বি. (স্ত্রী.) (কৈবল্য দান করেন বলে) আদ্যাশক্তি, পরমা শক্তি, ঈশ্বরী। ̃. ধাম বি. মোক্ষধাম অর্থাত্ স্বর্গ। 47)
ক্যাপ-সুল
(p. 210) kyāpa-sula বি. 1 (উদ্ভি.) শুষ্ক বীজকোষ; 2 মহাকাশযানের অংশবিশেষ ; 3 ওষুধ-পোরা আধারবিশেষ; 4 ট্যাবলেটবিশেষ (ক্যাপসুল খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল)। [ইং. capsule]। 123)
খাবল
(p. 226) khābala বি. 1 হাতের খাবায় যতটা নেওয়া যায় (এক খাবল ভাত); 2 থাবা; কামড় (বাঘটা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে খাবল দিল)। [সং. কবল]। খাবলা বি. খাবল (এক খাবলা ভাত)। ক্রি. খাবল দিয়ে ধরা, কামড়ানো (খাবলেছে)। খাবলানো বি. খাবল দিয়ে ধরা; কামড়; কামড়ে এক অংশ তুলে নেওয়া। বিণ. খাবল দিয়ে ধরা হয়েছে এমন; কামড়ানো হয়েছে এমন (খাবলানো মাংস)। ক্রি. খাবল দেওয়া। 62)
খালাস
(p. 226) khālāsa বি. 1 মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া); 2 (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); 3 দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ; 4 বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; 5 ছাড়ানো (মাল খালাস করা)। বিণ. 1 খালি, শূন্য (ঘর খালাস করা); 2 দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম); 3 প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]। 84)
খেয়াল
(p. 232) khēẏāla বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে। 37)
গনা, গণা
(p. 240) ganā, gaṇā ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ̃ গনতি, ̃ গুনতি, ̃ গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন। 8)
গিলা2, গেলা
(p. 250) gilā2, gēlā ক্রি. 1 গলাধঃকরণ করা (ট্যাবলেট গেলা); 2 পান করা (জল গেলা); 3 সেবন করা (গাদা গাদা ওষুধ গেলা) ; 4 (মন্দার্থে) খাওয়া (গাণ্ডেপিণ্ডে গেলা, এখন এই ভাতগুলো গেলো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গৃ (গিলনে) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 গলাধঃকরণ করানো ; 2 পান করানো; 3 সেবন করানো; 4 খাওয়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
গুব-লেট
(p. 253) guba-lēṭa বি. বিণ. ভেস্তে যাওয়া; ভেস্তে গেছে এমন (সব গুবলেট করে দিয়ো না, সব গুবলেট হয়ে গেছে)। [দেশি]। 9)
গোলক-ধাঁধা
(p. 256) gōlaka-dhān̐dhā বি. 1 যে বেষ্টনীর মধ্যে ক্রমাগত ঘুরেও বাইরে যাবার পথ খুঁজে পাওয়া যায় না; 2 গুরু মীননাথকে উদ্ধার করার জন্য শিষ্য গোরখনাথ যেসব কথা বলেছিলেন, সেইরকম ধাঁধা; 3 (আল.) জটিল সমস্যা। [হি. গোরখধান্ধা]। 141)
ছুবলা, ছোবলা
(p. 304) chubalā, chōbalā ক্রি. ছোবল দেওয়া, ছোবল মারা (সাপে ছুবলেছে)। [বাং. ছোবল + আ]। ̃ নো ক্রি. ছোবল মারা। বি. বিণ. উক্ত অর্থে। 112)
জ্বলা
(p. 331) jbalā ক্রি. 1 পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); 2 প্রদীপ্ত হওয়া ('সেখানে দুচোখে জ্বলে তারা': বিষ্ণু); 3 আলোকদান করা (বাতি জ্বলে); 4 জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); 5 জ্বালা করা (বুক জ্বলে গেল); 6 অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। বি. উক্ত সব অর্থে। বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]। 30)
জ্বলিত
(p. 331) jbalita বিণ. 1 জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; 2 প্রকাশিত; 3 দীপ্ত; 4 দগ্ধ। [সং. √ জ্বল্ + ত]। 32)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
থামা
(p. 392) thāmā ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 36)
দুর্জন
(p. 414) durjana বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us