Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

থামা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  থামা এর বাংলা অর্থ হলো -

(p. 392) thāmā ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)।
বি. বিণ. উক্ত সব অর্থে।
[ সং. √ স্তন্ভ্ + বাং. আ]।
নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা।
বি. বিণ. উক্ত সব অর্থে।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


থ1
থারি
(p. 392) thāri বি. ছোট থালা (তাদের হাতে ফাগের থারি)। [ সং. স্হালী]। 39)
থুড়া, থোড়া
(p. 394) thuḍ়ā, thōḍ়ā ক্রি. 1 কুঁচি কুঁচি করে কাটা; 2 প্রহারে জর্জরিত করা; 3 (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]। 6)
থোপ
(p. 394) thōpa বি. গুচ্ছ, ছোট স্তূপ (থোপে থোপে ঘাস রাখা হয়েছে)। [সং. স্তূপ]। 33)
থর-হরি
(p. 392) thara-hari বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]। 15)
থক-থক
(p. 392) thaka-thaka বি. অব্য. 1 কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); 2 ক্ষত ইত্যাদির বিস্তৃতিরসাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)। থক-থকে বিণ. 1 (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)। 6)
থর-থর
(p. 392) thara-thara অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)। বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)। ক্রি-বিণ. থরথর করে ('রাই কাঁপে থরথর': চণ্ডী)। [দেশী]। থর-থরানি বি. থরথর করে কাঁপুনি। থর-থরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে। 14)
থর
(p. 392) thara বি. 1 স্তর, থাক (থরে থরে সাজানো); 3 লোল মাংস (পেটে থর নেমেছে)। [সং. স্তর]। থরে-বিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে ('সকলি দিলাম তুলে থরে-বিথরে': রবীন্দ্র)। 13)
থিক-থিক
থাম
থম-থম
(p. 392) thama-thama অব্য. 1 নিস্তব্ধতাভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); 2 জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থম-থমে বিণ. 1 নিস্তব্ধভীতিজনক; 2 গম্ভীর। 12)
থাপ্পড়, থাপড়
(p. 392) thāppaḍ়, thāpaḍ় বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]। থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ক্রি. চড় মারা। থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা। বি. উক্ত অর্থে। 32)
থিতা
(p. 392) thitā ক্রি. থিতানো। [তু. সং. স্হিত]। ̃ নো, থিতোনো ক্রি. 1 (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; 2 (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। বি. বিণ. উক্ত দুই অর্থে। 43)
থোড়া2
(p. 394) thōḍ়ā2 বিণ. সামান্য, অল্প ('মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে': রবীন্দ্র)। [হি. থোড়া]। ̃ ই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)। 30)
থান1
(p. 392) thāna1 বি. 1 অখণ্ড কাপড়, একবারে বোনা বস্ত্রখণ্ড (জামার থান); 2 পাড়হীন সাদা ধুতি (তিনি থান পরেন)। বিণ. 1 অখণ্ড, গোটা (থান ইট); 2 পাড়হীন (থান ধুতি)। [হি.]। 27)
থান2
(p. 392) thāna2 বি. 1 পীঠস্হান (পিরের থান); 2 ঠাঁই, স্হান, নিকট ('ধর্মথানে পাইব মুকতি': শূ. পু.)। [সং. স্হান]। 28)
থোকা
(p. 394) thōkā বি. গোছা, গুচ্ছ, স্তবক (থোকা থোকা ফুল)।[বাং. থোক + আ]। 28)
থামা
(p. 392) thāmā ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 36)
থাবড়ি
(p. 392) thābaḍ়i বি. সমস্ত শরীর এলিয়ে ভূমিতে পাছার ভর রাখা (থাবড়ি দিয়ে বসা)। [দেশি]। 33)
থোক
(p. 394) thōka বি. 1 মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব); 2 দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি); 3 থোকা, গুচ্ছ, রাশি (এক থোক ফুল)। [হি. থোক (=lump) সং. স্তবক]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708598
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620172

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us