Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাবত্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

এযাবত্
(p. 148) ēyābat অব্য. ক্রি-বিণ. এখন পর্যন্ত, আজ পর্যন্ত (এযাবত্ সে এই নিয়মই মেনে চলেছে)। [বাং. এ + সং. যাবত্]। 25)
কায়েম
(p. 181) kāẏēma বিণ. 1 দৃঢ়, মজবুত; 2 স্হায়ী, পাকা (চাকরিতে কায়েম হওয়া); 3 যথাবত্, যেমন আছে তেমনি (কায়েম থাকা)। [আ. কায়িম্]। কায়েমি বিণ. স্হায়ী (কায়েমি বন্দোবস্ত); সুদৃঢ়; বহুকাল যাবত্ বিনা বাধায় চলছে এমন (কায়েমি অধিকার, কায়েমি স্বার্থ)। 122)
চিরানুরক্ত
(p. 290) cirānurakta বিণ. আজন্ম বা দীর্ঘকাল যাবত্ ভক্ত বা অনুরক্ত। [সং. চির2 + অনুরক্ত]। 44)
চিরাভ্যস্ত
(p. 290) cirābhyasta বিণ. দীর্ঘকাল যাবত্ যা অভ্যাস করা হচ্ছে (চিরাভ্যস্ত আরাম)। [সং. চির2 + অভ্যস্ত]। 46)
চিরায়ত
(p. 290) cirāẏata বিণ. বহুকাল যাবত্ প্রতিষ্ঠিত বা প্রচলিত (চিরায়ত প্রথা, চিরায়ত সমাজব্যবস্হা)। [সং. চির2 + আয়ত (=বিস্তৃত)]। 48)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
তাবত্
(p. 375) tābat বিণ. 1 সমুদয় (একথা তাবত্ লোকে জানে); 2 তত্সমুদয়, সেইপরিমাণ, অত (যাবত্ উপার্জন তাবত্ ব্যয়)। অব্য. সেই পর্যন্ত, তদবধি, ততক্ষণ (যাবত্ সে না আসে, তাবত্ অপেক্ষা করো)। সর্ব. সমস্ত লোক (এদেশের তাবতের মুখেই এই কথা)। [সং. তদ্ + বত্]। 36)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
ফেরার
(p. 569) phērāra বিণ. পলায়িত; আত্মগোপনকারী (বহুদিন যাবত্ সে ফেরার হয়েছে)। [আ. ফিরার]। ফেরারি বিণ. পালিয়ে বেড়াচ্ছে এমন, পলাতক (ফেরারি আসামি)। 11)
বনিয়াদ, বনেদ
(p. 575) baniẏāda, banēda বি. ভিত, ভিত্তি; মূল (শক্ত বনিয়াদ, শিক্ষার বনিয়াদ)। [ফা. বুনিয়াদ]। বনিয়াদি বিণ. 1 সুপ্রতিষ্ঠিত, দীর্ঘকাল যাবত্ সম্মানিত; 2 প্রাচীন ও সম্ভ্রান্ত (বনিয়াদি চালচলন); 3 ভিত্তিস্বরূপ (বনিয়াদি) শিক্ষা)। বনেদি বিণ. বনিয়াদি -র রূপভেদ (বনেদি বংশ)। 77)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বাস্তু
(p. 605) bāstu বি. 1 বাসস্হান, বাসগৃহ; 2 ভিটা; 3 স্হায়ী বসতজমি বা বসতবাড়ি। [সং. √ বস্ + তু]। ̃ ক বি. বেথুয়া বা বেথো শাক। ̃ কর্ম বি. বাসগৃহ নির্মাণ। ̃ কার বি. গৃহাদির নির্মাতা বা গৃহনির্মাণের পরিকল্পনারচয়িতা, civil engineer.(বি. প.)। ̃ ঘুঘু (আল.) অতি দুষ্ট ও ধূর্ত লোক; স্হায়ী আ়ড্ডা গেড়ে বসেছে এমন বদমাশ ও ধূর্ত লোক। ̃ ত্যাগী বি. গৃহত্যাগী, যে গৃহ ছেড়ে গেছে। ̃ দেবতা, ̃ পুরুষ বি. গৃহ বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে উপাসিত দেবতা। ̃ পূজা বি. সাধারণত পৌষ-সংক্রান্তির দিনে অনুষ্ঠিত বাস্তুশুদ্ধির পূজা। ̃ ভিটা বি. যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্হাপিত। ̃ শিল্প বি. গৃহনির্মাণশিল্প। ̃ সাপ বি. যে সাপ দীর্ঘকাল যাবত্ কোনো বাস্তুভিটায় নিরুপদ্রবে বাস করে আসছে। ̃ হারা বিণ. বি. গৃহহীন; উদ্বাস্তু। 31)
বিদগ্ধ
(p. 614) bidagdha বিণ. 1 পণ্ডিত, বিদ্বান; 2 রসজ্ঞ, রসিক; 3 নিপুণ। [সং. বি (=বিশেষরূপে) + দগ্ধ (=ভস্মীভূত অজ্ঞান যার, এই অর্থে)। বিদগ্ধা বিণ. বিদগ্ধ -র স্ত্রীলিঙ্গে। বি. রসগ্রহণে সমর্থা বা সুরসিকা নায়িকা। ̃ সমাজ বি. পণ্ডিতমহল; রসিকজনসমূহ। বৈদগ্ধ্য বি. পাণ্ডিত্য, বিদ্যাবত্তা; রসজ্ঞতা। 3)
বৈদুষ্য
(p. 644) baiduṣya বি. বিদ্যাবত্তা। তু. বিণ. বি. স্ত্রী. বিদূষী. [সং. বিদ্বস্ + য]। 30)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যাবচ্চন্দ্র-দিবাকর
(p. 726) yābaccandra-dibākara ক্রি-বিণ. যতকাল চন্দ্র ও সূর্য থাকবে ততকাল, চিরকাল। [সং. যাবত্ + চন্দ্র + দিবাকর]। 34)
যাবজ্জীবন
(p. 726) yābajjībana ক্রি-বিণ. যতদিন জীবন থাকবে ততদিন, চিরজীবন, আমরণ (যাবজ্জীবন কারাদণ্ড)। [সং. যাবত্ + জীবন]। 35)
যাবতীয়
(p. 726) yābatīẏa বিণ. যত-কিছু, সমস্ত (যাবতীয় কাজকর্ম)। [সং. যাবত্ + ঈয়]। 37)
যাবত্
(p. 726) yābat ক্রি-বিণ. 1 যতক্ষণ, যতদিন পর্যন্ত, যে-পর্যন্ত (যাবত্ চন্দ্রসূর্য থাকবে); 2 পর্যন্ত, ধরে (এ যাবত্, বহুদিন যাবত্)। বিণ. যত, যা কিছু, সমুদয় (যাবত্ সুখদুঃখের কাহিনি)। [সং. যদ্ + বত্]। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535169
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us