Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শঙ্ক]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাতর
(p. 2) akātara বিণ. 1 কাতর নয় এমন; 2 ব্যাকুলতাশূন্য; 3 নিঃশঙ্ক; 4 সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)। অকাতরে ক্রি-বিণ. 1 অক্লেশে, অনায়াসে (অকাতরে দান করা); 2 অকুণ্ঠচিত্তে; 3 অবাধে (অকাতরে ঘুমাছে)। 35)
অকুতো-ভয়
(p. 3) akutō-bhaẏa বিণ. কিছুতেই ভয় নেই এমন, সম্পূর্ণ নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন। [সং. ন+কুতঃ+ভয়]। ̃ তা বি. নির্ভীকতা, শঙ্কাহীনতা। অকুতো-ভয়ে ক্রি-বিণ. নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে। 15)
অনঘ
(p. 21) anagha বিণ. 1 পাপহীন, নিষ্পাপ; 2 বিপদ বা বিপদের আশঙ্কা নেই এমন; 3 দুঃখহীন। [সং. ন+অঘ]। 16)
অনিষ্ঠ
(p. 25) aniṣṭha বি. 1 ক্ষতি, অপকার; 2 অমঙ্গল। বিণ. চাওয়া হয়নি এমন, অবাঞ্ছিত। [সং. ন + ইষ্ট]। ̃ কর, ̃ কারী (-রিন্), ̃ জনক, ̃ দায়ক বিণ. ক্ষতিকর। অনিষ্ঠাচরণ বি. ক্ষতিসাধন। অনিষ্ঠাশঙ্কা বি. ক্ষতি বা অমঙ্গল হওয়ার ভয়। 60)
অবি-শঙ্ক
(p. 49) abi-śaṅka বিণ. শঙ্কাহীন, ভয়হীন, নির্ভীক। [সং. ন + বিশঙ্কা]। অবি-শঙ্কিত বিণ. ভয়হীন, নির্ভীক (অবিশঙ্কিত চিত্তে)। 20)
অভি-শঙ্কা
(p. 50) abhi-śaṅkā বি. 1 আশঙ্কা, ভয়; 2 সন্দেহ; 3 ভূল, ভ্রান্তি। [সং. অভি + শঙ্কা]। অভি-শঙ্কিত বিণ. আশঙ্কিত, ভীত; ভ্রান্ত। অভি-শঙ্কী (-ঙ্কিন্) বিণ. অবিশ্বাসী, সন্দিগ্ধ। 127)
অশঙ্ক
(p. 65) aśaṅka বিণ. শঙ্কা নেই এমন, ভয়হীন; উদ্বেগ নেই এমন। [সং. ন + শঙ্কা]। ̃ নীয় বিণ. শঙ্কা বা ভয়ের অযোগ্য; ভয় পাওয়ার মতো নয় এমন। অশঙ্কিত বিণ. ভয় পায়নি এমন, শঙ্কিত নয় এমন। 14)
আতঙ্ক
(p. 85) ātaṅka বি. শঙ্কা, ভয়। [সং. আ.+ √ তন্ক্ (=দুর্দশা) + অ]। ̃ বাদী বি. বিণ. সন্ত্রাসবাদী। আতঙ্কিত বিণ. ভীত, শঙ্কিত। 109)
আশঙ্কনীয়
(p. 108) āśaṅkanīẏa বিণ. আশঙ্কার যোগ্য, ভয়প্রদ, যাতে ভয় হয়। [সং. আ + √ শঙ্ক্ + অনীয়]। 12)
আশঙ্কা
(p. 108) āśaṅkā বি. 1 ভয়, শঙ্কা; 2 সংশয়। [সং. আ + শঙ্কা]। আশঙ্কিত বিণ. আশঙ্কা করা হয়েছে এমন; ভীত, ত্রস্ত (আশঙ্কিত হয়ো না, আমরা তো আছি)। 13)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
উদ্বিগ্ন
(p. 128) udbigna বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উত্কণ্ঠিত; শঙ্কিত। [সং. উত্ + √ বিজ্ + ত]। 20)
গৌরী
(p. 261) gaurī বি. 1 গৌরবর্ণা নারী; 2 দুর্গা; 3 অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা। বিণ. গৌরবর্ণা। [সং. গৌর + ঈ]। ̃ দান বি. 1 অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; 2 (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান। ̃ পট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট। ̃ শংকর, ̃ শঙ্কর বি. 1 দুর্গা ও শিব ; 2 হিমালয়ের চূড়াবিশেষ। 33)
গ্রন্হাবলি
(p. 261) granhābali বি. 1 গ্রন্হসমূহ, বহু বই; বইপত্র; 2 কোনো লেখকের রচিত বিভিন্ন গ্রন্হের একত্র সংকলন বা সংগ্রহ (শরত্চন্দ্রের গ্রন্হাবলি, তারাশঙ্করের গ্রন্হাবলি)। [সং. গ্রন্হ + আবলি]। 46)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
জীবনাশঙ্কা
(p. 326) jībanāśaṅkā বি. প্রাণের ভয়, মৃত্যুভয়, মারা যাবার ভয় (এই রোগে জীবনাশঙ্কা নেই)। [সং. জীবন + আশঙ্কা]। 24)
ডর
(p. 354) ḍara বি. ভয়, শঙ্কা। [হি. ডর-তু. সং. দর]। ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া। ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)। বি. বিণ. উক্ত অর্থে। 21)
ডাকা
(p. 355) ḍākā ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। বি. উক্ত সব অর্থে। বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ̃ ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ̃ নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)। 18)
তরাস
(p. 367) tarāsa বি. ভয়, শঙ্কা ('চমকি উঠিছে হরিণী তরাসে': রবীন্দ্র)। [সং. ত্রাস]। 121)
ত্রাস
(p. 387) trāsa বি. ভয়, শঙ্কা। [সং. √ ত্রস্ + অ]। ̃ জনক বিণ. ভীতিজনক, ভয়ংকর। ̃ ন বি. ভীতিসঞ্চার। ত্রাসিত বিণ. ভীত করা হয়েছে এমন, আতঙ্কিত, যাকে ভয় দেখানো হয়েছে এমন। স্ত্রী. ত্রাসিতা। 88)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
নব2
(p. 447) naba2 (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ̃ গুণ দ্র নবলক্ষণ। ̃ গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ̃ দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ̃ দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ̃ ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ̃ পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ̃ রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচিরাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ̃ রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ̃ রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ̃ ল বিণ. নবীন, নতুন। ̃ লক্ষণ, ̃ গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ̃ শায়ক, (কথ্য) ̃ শাক, (কথ্য) ̃ শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। 3)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535004
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140538
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730797
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942991
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696697
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us