Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সুখে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসুখ
(p. 72) asukha বি. 1 সুখের অভাব; অশান্তি; 2 রোগ, ব্যাধি, পীড়া, অসুস্হতা। [সং. ন + সুখ]। ̃ কর, ̃ দায়ক, অসুখাবহ বিণ. অশান্তিজনক। ̃ বিসুখ বি. রোগ-বালাই, রোগ-জ্বালা ইত্যাদি। অসুখী বিণ. সুখ নেই এমন, দুঃখিত। 14)
আঁধার
(p. 80) ān̐dhāra বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া 9)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
কাবু
(p. 181) kābu বিণ. 1 দুর্বল (অসুখে ভুগে কাবু হয়েছে); 2 পরাস্ত, জব্দ (এতদিনে তাকে কাবু করা গেছে); 3 বশীভূত (এত সহজে আমাকে কাবু করতে পারবে না)। [তুর. কা'বু]। 78)
কারণ2
(p. 185) kāraṇa2 বি. 1 হেতু, নিমিত্ত (তার আগমনের কারণ কী); 2 প্রয়োজন, উদ্দেশ্য (বিনা কারণেই এই কাজ করেছে?); 3 মূল, বীজ; যা থেকে বা যার সহযোগে কোনো কার্য উত্পন্ন হয়; যা থেকে কোনো বিষয় উদ্ভূত হয় (ধর্ম সুখের কারণ)। অব্য. যেহেতু (সে আজ আসেনি কারণ তার ছেলে অসুস্হ)। [সং. √ কৃ + ণিচ্ + অন]। &tilde ; জল, ̃ বারি বি. শাস্ত্রোক্ত জল যা থেকে জীবের বা সর্বভূতের সৃষ্টি হয়। ̃ শরীর বি. বেদান্ত-উক্ত সূক্ষ্ম দেহবিশেষ। কারণিক বিণ. কারণসম্বন্ধীয়; কারণ অনুসন্ধানকারী; পরীক্ষক; বিচারক। কারণী-ভূত বিণ. কারণস্বরূপ; কারণরূপে কল্পিত বা উপস্হাপিত। 9)
কিল
(p. 191) kila বি. 1 বদ্ধ মুষ্টি; 2 মুষ্ট্যাঘাত, ঘুসি। [দেশি]। কিল খেয়ে কিল চুরি করা আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে। ̃ গুঁতো বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)। কিলা-কিলি, কিলো-কিলি বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি। কিলানো ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)। বি. মুষ্টিপ্রহার। কিলিয়ে কাঁঠাল পাকানো ক্রি. বি. 1 কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা; 2 কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা। 3)
ঘুচা, ঘোচা
(p. 269) ghucā, ghōcā বি. ক্রি. 1 লোপ পাওয়া, বিনষ্ট হওয়া (সম্পর্ক ঘুচেছে); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (সুখের দিন ঘুচেছে); 3 দূর হওয়া, শেষ হওয়া (দৈন্য ঘোচা, দ্বিধা ঘোচা)। [বাং. √ঘুচ্ + আ]। ̃ নো বি. ক্রি. 1 দূর করা (আমি তোমার দুঃখ ঘোচাব); 2 নষ্ট বা রহিত করা (মাতব্বরি ঘুচিয়ে দেব) ; 3 (উচ্ছিষ্ট বা ময়লা) পরিষ্কার করা। বিণ. উক্ত সব অর্থে। 24)
ঢুল
(p. 361) ḍhula বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)। [হি. √ ঢুল প্রাকৃ. √ ডোল সং. √ দুল্]। ̃ ঢুল, ̃ ঢুলে, ঢুলু-ঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর ('চোখদুটি তার ঢুলঢুলে': স. দ.; ঢুলুঢুলু চোখ)। ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া ('শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু': বিহারী)। ̃ নি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)। ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)। বি. উক্ত অর্থে। ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। বি. বিণ. উক্ত অর্থে।
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
দীপ্তি
(p. 408) dīpti বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। ̃ মান (মত্), (বর্জি.) ̃ মান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী ̃ মতী। ̃ হীন বিণ. দীপ্তি নেই এমন ('কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে': রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল। 68)
ধীরোদাত্ত
(p. 433) dhīrōdātta বিণ. বি. 1 সুখে-দুঃখে অবিচলিত; 2 (অল.) নিরহংকার, আশ্রিতজনপালক ও বিনয়ী নায়কবিশেষ। [সং. ধীর + উদাত্ত]। 106)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নির্বিকার
(p. 468) nirbikāra বিণ. 1 বিকারহীন, পরিবর্তনহীন; 2 মানসিক চাঞ্চল্যহীন, নির্লিপ্ত, উদাসীন (সুখে দুঃখে নির্বিকার)। [সং. নির্ + বিকার]। 100)
পরমানন্দ
(p. 488) paramānanda বি. গভীর আনন্দ ('সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ': রবীন্দ্র)। [সং. পরম + আনন্দ]। 171)
পরি-পূর্তি
(p. 499) pari-pūrti বি. সম্পূর্ণতা (সুখের পরিপূর্তি)। [সং. পরি + পূর্তি]। 5)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
বঞ্চা
(p. 575) bañcā ক্রি. (প্রধানত কাব্যে) 1 প্রতারিত করা; 2 বিরহিত বা বিহীন করা; 3 কাটানো, যাপন করা ('সুখে বঞ্চিত দিন'); 4 বাস করা ('আমি বঞ্চি একাকিনী': চণ্ডী)। বি. উক্ত সব অর্থে। [সং. √ বঞ্চ্ + বাং. আ]। 5)
বসন্ত
(p. 580) basanta বি. 1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ̃ তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ দূত বি. কোকিল। স্ত্রী. ̃ দূতী। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ̃ বায়, ̃ বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ̃ বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ। ̃ মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ̃ সখ বি. বসন্তের সখা, কোকিল। ̃ সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব। 215)
বিচরা
(p. 610) bicarā ক্রি. (কাব্যে) বিচরণ করা, বেড়ানো ('বিচরে সুখে')। [সং. বি + √ চর্ + বাং. আ]। 13)
বিবাগি, (বর্জি.) বিবাগী
(p. 621) bibāgi, (barji.) bibāgī বিণ. 1 উদাসীন ('বল কার লাগি হয়েছ বিবাগী': নজরুল); 2 সংসারত্যাগী; 3 ভোগসুখে বিমুখ; 4 দেশত্যাগী। [সং. বি + বাং. বাগ2 + ই-তু. ফা. বেগানহ্]। 4)
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধ ও উপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
ভুগা, ভোগা
(p. 667) bhugā, bhōgā ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)। 26)
ভ্রামর
(p. 674) bhrāmara বি. 1 মধু; 2 অয়স্কান্ত মণি, চুম্বক; 3 পাথর। বিণ. ভ্রমরজাত; ভ্রমরসম্বন্ধীয়। [সং ভ্রমর + অ]। ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। বিণ. ভ্রমরসম্বন্ধীয়। ভ্রামরী মিত্র কেবল, সুখের দিনের বন্ধু। 4)
মহা2
(p. 688) mahā2 বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহত্, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহত্ দ্র]। ̃ কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ̃ করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ̃ কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ̃ কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ̃ কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ̃ কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ̃ কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ̃ কাশ-মহাকাশ দ্র। ̃ কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ̃ কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ̃ খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ̃ গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ̃ গৌরী বি দুর্গাদেবী। ̃ জগত্ বি. মহাবিশ্ব universe ̃ জন বি. 1 অতি ধার্মিক বা মহত্ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ̃ .জনি বি. তেজারতি (সে মহাজনি করে) বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ̃ .জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ̃ .জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ̃ ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ̃ .তপা (-পস্), (বর্জি.) ̃ .তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ̃ .তেজস্বী (-স্বিন্), ̃ .তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ̃ .তৈল বি. মানুষের দেহের চর্বি। ̃ .ত্মা (-ত্মন্) বিণ. অতি মহত্, উন্নত বা মহত্ মনসম্পন্ন। বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ̃ .দেব বি. দেবাদি দেব শিব। ̃ .দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ̃ .দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ̃ .দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ̃ .দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ̃ .দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ̃ .ধাতু বি. সোনা। ̃ .নগর, ̃ .নগরী বি. অতি বৃহত্ নগর। ̃ .নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। বিণ. অতিশয় আনন্দিত। ̃ .নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ̃ .নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ̃ .নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ̃ .নিদ্রা বিণ. মৃত্যু। ̃ .নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ̃ .নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ̃ .নীল বিণ. গাঢ় নীল রং। বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ̃ .নু-ভব, ̃ .নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ̃ .নু-ভবতা, ̃ .নু-ভাবতা। ̃ .পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ̃ .পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ̃ .পাতক, ̃ .পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ̃ .পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ̃ .পাত্র বি. প্রধান অমাত্য। ̃ .পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ̃ .প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ̃ .প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ̃ .প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ̃ .প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ̃ .প্রস্হান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ̃ .প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ̃ .বন বি. 1 বৃহত্ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ̃ .বল বিণ. অতি শক্তিশালী। ̃ .বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ̃ .বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ̃ .বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ̃ .বিদ্যালয় বি. কলেজ। ̃ .বিশ্ব বি. আমাদের সৌরজগত্ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ̃ .বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ̃ .বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ̃ .বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ̃ .বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিত্সক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ̃ .বোধি বি. বুদ্ধদেব। ̃ .ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ̃ .ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ̃ .ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ̃ .ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ̃ .ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ̃ .ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্হা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ̃ .ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনিসংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ̃ .ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ̃ .ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ̃ .মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহত্ সমবায় বা সংঘ। ̃ .মতি, ̃ .মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ̃ .মহিম, ̃ .মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ̃ .মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ̃ .মাংস বি. নরমাংস। ̃ .মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ̃ .মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ̃ .মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ̃ .মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ̃ .মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ̃ .মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ̃ .মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ̃ .মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ̃ .মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ̃ .মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ̃ .মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ̃ .মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ̃ .যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সত্কর্ম। ̃ .যশা বিণ. অতি কীর্তিমান। ̃ .যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ̃ .যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ̃ .যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ̃ .রজত বি. স্বর্ণ, সোনা। ̃ .রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ̃ .রণ্য বি. অতি বৃহত্ ও ঘন বন, মহাবন। ̃ .রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ̃ .রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ̃ .রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ̃ .রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ̃ .রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ̃ .রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ̃ .রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ̃ .রানি (বর্জি.) (̃ .রানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ। ̃ .রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ̃ .রানা, (বর্জি.) ̃ .রাণা বি রাজস্হানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ̃ .রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ̃ .রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ̃ .রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন। ̃ .রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ̃ .রোগ বি. ষক্ষাকুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ̃ .রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ̃ .র্ঘ, ̃ .র্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ̃ র্ণব বি. মহাসাগর। ̃ লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ̃ .শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। বিণ. অতি পরাক্রান্ত। ̃ .শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহত্ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ̃ শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ̃ .শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ̃ .শ্বেতা বি. সরস্বতীদেবী। ̃ .শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্হিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ̃ .ষ্টমী বি. শারদীয় দুর্গোত্সবের অষ্টমী তিথি। ̃ .সংকট বি. ঘোর বিপদ। ̃ .সত্ত্ব বি. অতিকার জীব। বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ̃ .সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্হাপক সভা। ̃ .সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ̃ .সমুদ্র, ̃ .সাগর, ̃ .সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র। ̃ .সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ̃ স্হবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি। 59)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535230
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140694
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731014
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us