Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জড়তা); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়ষ্ট
(p. 85) āḍ়ṣṭa বিণ. 1 অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); 2 জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। ̃ তা বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা। 90)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আবল্য
(p. 98) ābalya বি. 1 দুর্বলতা; 2 জড়তা; 3 অবসাদজনিত তন্দ্রার ভাব। [সং. অবল + য]। 27)
আলস্য
(p. 106) ālasya বি. 1 অলসতা, কুঁড়েমি; 2 জড়তা; 3 পরিশ্রমে অনিচ্ছা। [সং. অলস + য]। ̃ ত্যাগ বি. কুঁড়েমি বা জড়তা দূর করা, দেহের জড়তা দূর করা। 14)
কুণ্ঠ
(p. 194) kuṇṭha বিণ. 1 (অন্য শব্দের পরে সমাসবদ্ধভাবে ব্যবহৃত) অনিচ্ছুক, কাতর (ব্যয়কুণ্ঠ, শ্রমকুণ্ঠ); 2 সংকুচিত, কুণ্ঠিত (অকুণ্ঠ)। [সং. √ কুণ্ঠ্ + অ]। কুণ্ঠা বি. সংকোচ; জড়তা; লজ্জা; দ্বিধা; ভয়। কুণ্ঠিত বিণ. কুণ্ঠাযুক্ত; সংকুচিত; দ্বিধাগ্রস্ত; লজ্জিত (দানগ্রহণে কুণ্ঠিত); অপ্রতিভ। বিণ. (স্ত্রী.) কুণ্ঠিতা। 73)
গা৩
(p. 245) gā3 বি. 1 দেহ, গাত্র, শরীর (গা-ভরতি গয়না); 2 দেহের উপরিভাগ বা চামড়া (খসখসে গা) ; 3 যেকোনো বস্তুর পৃষ্ঠ (কলসির গা দিয়ে জল গড়াচ্ছে, মন্দিরের গায়ে অলংকরণ) ; 4 অনুভূতি (অপমান তার গায়ে লাগে না); 5 মনোযোগ, ইচ্ছা, প্রবৃত্তি (কাজে মোটেই গা নেই); 6 শারীরিক অবস্হা (গা পাক দিচ্ছে)। [সং. গাত্র]। গা করা ক্রি. বি. উত্সাহ, দেখানো; মনোযোগ দেওয়া। গা কশকশ করা ক্রি. বি. ক্রোধ, বিরক্তি ইত্যাদির জন্য চাপা আক্রোশে অস্বস্তি হওয়া। গা কাঁপা ক্রি. বি. প্রচণ্ড ভয় পাওয়া। গা কেমন (কেমন কেমন) করা ক্রি. বি. ভয়, অস্হিরতা বা অসুস্হতা বোধ করা; বমির উদ্রেক হওয়া। গা গতর বি. সর্বাঙ্গ; সারা গা (খাটুনির চোটে গা-গতর ব্যথা হয়ে গেছে)। গা গুলানো ক্রি. বি. বমির উদ্রেক হওয়া। গা ঘেঁষা ক্রি. বি. কাছে ঘেঁষে আসা; বেশি অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করা। গা জুড়ানো ক্রি. বি. শান্তি বা তৃপ্তি পাওয়া বা দেওয়া; ক্লান্তি বা জ্বালা-যন্ত্রণা দূর হওয়া। গা জ্বালা করা ক্রি. বি. ক্রোধ বা বিরক্তির উদ্রেক হওয়া। গা ঝাড়া দিয়ে ওঠা ক্রি. বি. জড়তা ত্যাগ করে কাজে প্রবৃত্ত হওয়া। গা ঝিম ঝিম করা ক্রি. বি. অবসন্ন বা অসুস্হ বোধ করা। গা ঢাকা দেওয়া ক্রি. বি. লুকানো, পালিয়ে যাওয়া (সেই সুযোগে চোরটা গা ঢাকা দিল)। গা ঢেলে দেওয়া ক্রি. বি. 1 শুয়ে পড়া; 2 চেষ্টা ত্যাগ করা। গা তোলা ক্রি. বি. ওঠা। গা দেওয়া ক্রি. বি. উত্সাহ দেখানো; মনোযোগ দেওয়া (ছেলেটা আমার কথায় গা-ই দিল না)। গা পেতে নেওয়া ক্রি. বি. বিনা প্রতিবাদে অথবা স্বেচ্ছায় সহ্য করা। গা বমি বমি করা ক্রি. বি. বমির উদ্রেক হওয়া; অত্যন্ত ঘৃণা বোধ হওয়া। গা ভারী হওয়া ক্রি. বি. 1 অসুস্হ বোধ করা ; 2 (আঞ্চ.) অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শরীর স্ফীত হওয়া। গা ম্যাজম্যাজ করা ক্রি. বি. আলস্য বোধ হওয়া; শরীরে অস্বস্তি বোধ করা বা জ্বরভাব বোধ করা। গায়ে কাঁটা দেওয়া ক্রি. বি. ভয়ে রোমাঞ্চিত হওয়া। গায়ের চামড়া তোলা ক্রি. বি. অত্যধিক প্রহার করা। গায়ের চামড়া জ্বালা বি. গাত্রদাহ; ঈর্ষা; হিংসা; ক্রোধ, আক্রোশ (প্রচণ্ড মেরে তবে তার গায়ের জ্বালা মিটল)। গায়ের ঝাল ঝাড়া (মেটানো) ক্রি. বি. মনের জমে-থাকা ক্রোধ প্রকাশ করা; প্রতিশোধ নেওয়া। গায়ে থুতু দেওয়া ক্রি. বি. অত্যন্ত অবজ্ঞা বা ঘৃণা প্রকাশ করা। গায়ে দেওয়া ক্রি. বি. পরিধান করা (জামা গায়ে দাও)। গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ক্রি. বি. পরিশ্রম না করে আরামে দিন কাটানো বা দায়-দায়িত্ব এড়িয়ে চলা। গায়ে ফোসকা পড়া ক্রি. বি. (আল.) অসহ্য যন্ত্রণা বোধ হওয়া। গায়ে মাখা ক্রি. বি. আমল দেওয়া; গ্রাহ্য করা। গায়ে মাস (মাংস) লাগা ক্রি. বি. মোটা হওয়া, শরীর ভালো হওয়া। গায়ে হাত তোলা ক্রি. বি. মার দেওয়া, প্রহার করা। গা গরম বি. অল্প জ্বর। গা-জুড়ানো বিণ. শান্তি বা তৃপ্তিদায়ক; শান্তি বা জ্বালা দূর করে এমন (গা-জুড়ানো হাওয়া)। গা-জোরি, গা-জোয়ারি বি. জবরদস্তি (গা-জোয়ারি দেখিয়ে কোনো লাভ নেই)। বিণ. জবরদস্তিসহ কৃত (তার গা-জোয়ারি মনোভাব ছাড়তে হবে)। ক্রি-বিণ. জবরদস্তিভাবে (শেষ পর্যন্ত অবশ্য কাজটা গা-জোয়ারি আদায় করে নিয়েছে)। গা-সহা, গা-সওয়া বিণ. অভ্যস্ত, সহ্য (ওসব ব্যবহার আমাদের গা-সওয়া হয়ে গেছে)। গায়ে-পড়া বিণ. উপর-পড়া; অযাচিত ও অবাঞ্ছিত (গায়ে-পড়া স্বভাব, গায়ে-পড়া উপদেশ)। গায়ে পড়ে ক্রি-বিণ. উপর-পড়া হয়ে, অযাচিতভাবে (গায়ে পড়ে ঝগড়া বাধানো)। গায়ে হলুদ বি. বিবাহের অব্যবহিত পূর্বে পাত্র-পাত্রীকে হলুদ মাখিয়ে স্নান করানোর হিন্দু সংস্কারবিশেষ। 4)
গুড়াকেশ
(p. 250) guḍ়ākēśa বি. 1 যিনি নিদ্রা ও আলস্যকে জয় করেছেন; 2 শিব ; 3 অর্জুন। [সং. গুড়াকা (=নিদ্রা, জড়তা) + ঈশ (=বিজয়ী)]। 62)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
চানকা
(p. 281) cānakā ক্রি. 1 তত্পর করা, আলস্য বা জড়তা দূর করা, নেড়েচেড়ে তত্পর করা (তিনি তাঁর ভৃত্যকে চানকে দিলেন, ঘুম থেকে উঠে আগে শরীরটাকে চানকাতে লাগল); 2 সমুজ্জ্বল করা, রং বার্নিশ প্রভৃতি প্রয়োগ করে উজ্জ্বলতা দান করা (প্রতিমার চোখ চানকাচ্ছেন শিল্পী, কাঠের আলামারিটাকে চানকাচ্ছে); 3 গরম করা বা অল্প অল্প ভাজা (কড়াইয়ে মশলা চানকাচ্ছে) 4 (আঞ্চ.) ভাজার সময় খোলা থেকে মুড়ি উঠিয়ে নেওয়া। [হি. চনক (=ফেটে যাওয়া)। ̃ নো ক্রি. বি. চানকা। বিণ. উক্ত সমস্ত অর্থে। 103)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
জড়2
(p. 312) jaḍ়2 বিণ. 1 চেতনাহীন (জড় পদার্থ); 2 ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চভূতের দ্বারা সৃষ্ট, material (জড় জগত্, জড় দেহ); 3 চেষ্টাহীন, নিষ্ক্রিয় (জড় হয়ে থাকা); 4 মূর্খ, অজ্ঞান (জ়ড় বুদ্ধি)। বি. 1 জ্ঞানশক্তিহীন নিষ্ক্রিয় ব্যক্তি; 2 মূর্খ বা সুখদুঃখবোধহীন লোক; 3 অচেতন পদার্থ (জীব ও জড়ের পার্থক্য); 4 পঞ্চভূত যথা ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম। [সং. √ জল্ (ল্=ড়) + অ]। ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র। ̃ তা, ̃ ত্ব বি. 1 জড়ের ভাব, জাড্য; 2 বুদ্ধি বা চৈতন্যের অভাব; 3 আড়ষ্টতা (জড়তা কাটিয়ে ওঠা); 4 অস্পষ্টতা (কথার জড়তা); 5 স্ফূর্তিহীনতা। ̃ পদার্থ বি. অচেতন প্রাকৃতিক বস্তু যথা পর্বত, মাটি, জল। ̃ পিণ্ড বি. স্হূল বা পিণ্ডে পরিণত জড়পদার্থ। ̃ পুত্তলি বি. প্রাণহীন পুতুল; (আল.) গতিহীন, আড়ষ্ট বা স্হূলবুদ্ধি ব্যক্তি। ̃ বাদ বি. জড়জগতের বা জড়প্রকৃতির বাইরে কোনোকিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, এই মতবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদে বিশ্বাসী। ̃ বিজ্ঞান বি. ভৌতবিজ্ঞান। ̃ বুদ্ধি বিণ. বোধহীন, হাবাগবা (জড়বুদ্ধি লোক)। ̃ ভরত বি. 1 ভরত নামে প্রাচীন চন্দ্রবংশীয় রাজা যিনি মোক্ষলাভের জন্য জড়ত্ব অবলম্বন করেছিলেন; 2 (আল.) জড়বুদ্ধি বা জড়ভাবাপন্ন লোক। বিণ. 1 অকর্মণ্য, নিষ্ক্রিয় জ়ড়ভরত হয়ে বসে আছ কেন?); 2 জবুথবু, নিশ্চল শীতে জড়ভরত হওয়া)। ̃ সড় বিণ. আড়ষ্ট; সংকুচিত। 26)
জড়িত
(p. 312) jaḍ়ita বিণ. 1 সংলগ্ন (শিকড় মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে); 2 সম্বন্ধযুক্ত (তিনি এই ব্যাপারটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত); 3 লিপ্ত (মামলায় জড়িত হওয়া); 4 খচিত (মণিমাণিক্যজড়িত); 5 যুক্ত (লজ্জাজড়িত কণ্ঠ); 6 অস্পষ্ট, জড়তাযুক্ত (জড়িত কণ্ঠ, জড়িত ভাষা)। [সং. √ জড়া + ইত]। 30)
জড়িমা
(p. 312) jaḍ়imā (-মন্) বি. 1 জড়ত্ব, আড়ষ্টতা, জড়তা; 2 নিশ্চেষ্টতা; 3 আচ্ছন্নভাব, ঘোর (স্বপ্নজড়িমা)। [সং. জড় + ইমন্]। 32)
জাড্য
(p. 321) jāḍya বি. 1 জড়তা, অলসতা; 2 জড়বুদ্ধির ভাব, মূর্খতা; 3 শৈত্য; 4 (বিজ্ঞা.) জড় পদার্থের ধর্মবিশেষ, বাহ্যশক্তির সংস্পর্শে না এলে নিশ্চল অবস্হার বা চলত্ অবস্হার পরিবর্তন না হওয়ার ধর্ম, inertia (বি. প.)। [সং. জড় + য]। 2)
ঝিম-ঝিম
(p. 338) jhima-jhima বি. জড়তা বা অবশতার ভাব (হাত-পা ঝিমঝিম করছে)। [দেশি-তু. ঝিনঝিন, ঝিঁঝি2]। 13)
দশা
(p. 401) daśā বি. 1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া। দশাবিপর্যয়, ̃ স্তর বি. দুরবস্হা, দুর্দশা। 11)
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
প্রকৃতি
(p. 537) prakṛti বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 1 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। ̃ গত বিণ. স্বভাবসিদ্ধ। ̃ জ, ̃ জাত, ̃ দত্ত, ̃ সিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। ̃ পূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির উপাসনা। ̃ প্রত্যয় বি. শব্দ বা ধাতুর বিভক্তি ও প্রত্যয়। ̃ বাদ বি. 1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব; 2 শব্দের ব্যুত্পত্তিগত বা মূল অর্থের বিচার। ̃ বিজ্ঞান বি. পদার্থবিজ্ঞান, physics, physical science. ̃ বিরুদ্ধ বিণ. স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক। ̃ স্হ বিণ. স্বাভাবিক অবস্হায় স্হিত (তখন সে প্রকৃতিস্হ ছিল না); সুস্হ, ধাতস্হ। 11)
বিমোহ
(p. 621) bimōha বি. মনের জড়তা, মনের মোহাচ্ছন্নতা, মোহ। [সং. বি + মোহ]। ̃ ন বি. মুগ্ধকরণ, মুগ্ধ করা; মোহ জন্মানো। বিণ. মোহজনক; মুগ্ধ করে এমন ('ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন': রবীন্দ্র)। বিমোহা ক্রি. (কাব্যে) মোহিত করা। বিমোহিত বিণ. মোহগ্রস্ত; মুগ্ধ, অভিভূত; মূর্ছিত। 82)
বিষ্টব্ধ
(p. 627) biṣṭabdha বিণ. 1 বাধাযুক্ত; 2 জড়তাগ্রস্ত। [সং. বি + √ স্তন্ভ্ + ত]। 49)
বিষ্টম্ভ
(p. 627) biṣṭambha বি. 1 প্রতিবন্ধ, বাধা; 2 জড়তা। [সং. বি + √ স্তন্ভ্ + অ]। 50)
মান্দ্য
(p. 699) māndya বি. 1 অল্পতা, হ্রাস, মন্দতা (অগ্নিমান্দ্য, ক্ষুধামান্দ্য); 2 আলস্য, জড়তা; 3 হানি, ক্ষতি। [সং. মন্দ + য]। 19)
স্তম্ভ
(p. 846) stambha বি. 1 থাম, খুঁটি (জয়স্তম্ভ, লৌহস্তম্ভ); 2 গাছের গুঁড়ি; 3 জড়তা, নিষ্ক্রিয়তা (গাত্রস্তম্ভ, ঊরুস্তম্ভ); 4 (গৌণ অর্থে) অবলম্বন, আশ্রয় (সমাজের স্তম্ভ)। [সং. √ স্তম্ভ্ + অ]। 82)
স্বপ্ন, (প্রধানত কাব্যে এবং ব্যক্তিনামে) স্বপন
(p. 852) sbapna, (pradhānata kābyē ēba mbyaktināmē) sbapana বি. 1 ঘুমের মধ্যে প্রত্যক্ষবত্ অনুভূত বিষয়; 2 কোনো বিষয়ের প্রত্যক্ষবত্ অনুভব; 3 (আল.) কল্পনা (সুখস্বপ্ন); 4 নিদ্রা (শয়নে-স্বপনে)। [সং. √ স্বপ্ + ন]। স্বপ্নেও না ভাবা (আল.) কোনো প্রকারে আশা না করা। ̃ ঘোর বি. নিদ্রাভঙ্গের পরেও স্বপ্নের যে আবেশে মন আচ্ছন্ন থাকে। ̃ চারিতা বি. নিদ্রিতাবস্হায় বিচরণ, somnambulism. (বি. প.)। ̃ জড়িমা বি. স্বপ্নঘোরজনিত জড়তা; স্বপ্নের ঘোর। ̃ জাল বি. স্বপ্নরূপ জাল অর্থাত্ স্বপ্ন দেখার ফলে মানসিক আচ্ছন্নতা। ̃ দোষ বি. নিদ্রিতাবস্হায় স্বপ্ন দেখতে দেখতে রেতঃস্খলন। ̃ বত্ বিণ. স্বপ্নের মতো অলীক অথচ সুন্দর। ̃ বৃত্তান্ত বি. স্বপ্নে দেখা ঘটনার বিবরণ। ̃ ময় বিণ. স্বপ্নবত্; স্বপ্নে সৃষ্ট বা জাত; কাল্পনিক। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক, ̃ রাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা। স্বপ্নাদিষ্ট বিণ. স্বপ্নাদেশ-প্রাপ্ত। স্বপ্নাদেশ বি. স্বপ্নে প্রাপ্ত দৈবাদেশ। স্বপ্নাবিষ্ট বিণ. স্বপ্নের ঘোরে আচ্ছন্ন। স্বপ্নালু বিণ. 1 স্বপ্নের মতো, স্বপ্নবত্; 2 স্বপ্নঘোরে আচ্ছন্ন। স্বপ্নিল বিণ. স্বপ্নের মতো; স্বপ্নময়। স্বপ্নোত্থিত বিণ. স্বপ্নময় নিদ্রা থেকে জাগরিত।
স্হূল
(p. 849) shūla বিণ. 1 মোটা (স্হূলকায়, স্হূলোদর); 2 চ্যাপটা (স্হূলনাসিকা); 3 পুরু (স্হূলচর্ম); 4 জড়তাযুক্ত, অতীক্ষ্ণ (স্হূলবুদ্ধি); 5 অসূক্ষ্ম (স্হূল গণনা, স্হূল কথা); 6 ইন্দ্রিয়গ্রাহ্য (স্হূল বস্তুজগত্)। [সং. √ স্হূল্ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কোণ বি. (জ্যামি.) এক সমকোণ অপেক্ষা বড়ো কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোটো কোণ, obtuse angle. ̃ দর্শী (-র্শিন্) বিণ. অগভীর দৃষ্টিবিশিষ্ট; মোটাবুদ্ধি। ̃ দৃষ্টি বি. অসূক্ষ্ম দৃষ্টি, সাধারণ দৃষ্টি। বিণ. সূক্ষ্মভাবে দেখে না এমন। স্হূলান্ত্র বি. স্হূল মল নিঃসারণনালি, large intestine. স্হূলোদর বিণ. পেটমোটা, নাদাপেটা, ভুঁড়ো। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074254
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768717
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366124
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721079
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594673
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545228
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন