Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তত্ত্ব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তত্ত্ব এর বাংলা অর্থ হলো -

(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)।
[সং. তদ্ + ত্ব]।
তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো।
চিন্তা
বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা।
জিজ্ঞাসা
বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন।
জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ।
জ্ঞান
বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান।
জ্ঞানী
বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক।
তল্লাস,তালাশ
বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা।
[সং. তত্ত্ব + আ. তলাশ]।
দর্শী
(-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী।
বি.দর্শিতা।
বিদ,বিদ্,বিত্
বিণ. তত্ত্বজ্ঞানী।
তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা।
তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু।
তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)।
তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী।
তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ।
তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন।
তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তাংড়া
তাতল
(p. 375) tātala বিণ. (ব্রজ.) উত্তপ্ত ('তাতল সৈকতে বারিবিন্দু সম': বিদ্যা.)। [বাং. তাত2 + ল]। 6)
তাড়ানো
(p. 373) tāḍ়ānō ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্হা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। 49)
তেতে-পুড়ে
(p. 375) tētē-puḍ়ē ক্রি-বিণ. (সাধারণত) রোদের তাপে গরম হয়ে বা রোদের তাপে পরিশ্রম করে (তেতেপুড়ে এসেই জল খেয়ো না)। [বাং. তাতিয়া + পুড়িয়া]। 292)
তক
(p. 363) taka অব্য. পর্যন্ত, অবধি (শেষতক, কাঁহাতক আজতক)। [হি. তক]। 9)
তৈজস
তদা
(p. 365) tadā (বর্ত. অপ্র.) অব্য. 1 সেইসময়, সে কালে; 2 তা হলে। [সং. তদ্ + দা]। 30)
তাড়িত2
তদ্দণ্ডে
(p. 365) taddaṇḍē ক্রি-বিণ. সেই মুহূর্তে, তত্ক্ষণাত্ (সে তদ্দণ্ডে ঘর থেকে বেরিয়ে গেল)। [সং. তদ্ + দণ্ড + বাং. এ বিভক্তি]। 41)
তুষ
(p. 375) tuṣa বি. ধানের বা অনুরূপ শস্যের খোসা। [সং. √ তুষ্ + অ]। তুষের আগুন - তুষানল -এর অনুরূপ। 231)
তেরিয়া
তেসুতি, তেসূতি
(p. 375) tēsuti, tēsūti দ্র তে3। 325)
তির
(p. 375) tira বি. বাণ, শর। [ফা. তীর]। ̃ ন্দাজ বি. বিণ. তির নিক্ষেপে পটু এমন ব্যক্তি; তির নিক্ষেপকারী; ধানুকি। 138)
তোল-পাড়
তনিষ্ঠ
(p. 367) taniṣṭha বিণ. 1 অতি অল্প বা সামান্য; 2 অতি কৃশ। [সং. তনু (অল্প) + ইষ্ঠ]। 14)
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
তোলা-পাড়া
তিষ্য
তো৩, তোঁ
(p. 387) tō3, tō সর্ব. (ব্রজ. ও প্রা. বাং.) 1 তুমি; 2 তুই; 3 তোমা ('তো বিনে উনমত কান': বিদ্যা.); 4 তোর, তোমার ('তো সেবা নাহি জানি': চণ্ডী.)। [সং. তব]। ̃ ই সর্ব. তোমাকে ('কত পরবধব তোই': বিদ্যা.)। 2)
ত্র্যাস্র
(p. 391) tryāsra বিণ. তেকোনা, তিন কোণবিশিষ্ট। [সং. ত্রি + অস্রি (কোণ) সমাসান্ত]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577668
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185348
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785409
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620025

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us