Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তত্ত্ব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তত্ত্ব এর বাংলা অর্থ হলো -

(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)।
[সং. তদ্ + ত্ব]।
তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো।
চিন্তা
বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা।
জিজ্ঞাসা
বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন।
জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ।
জ্ঞান
বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান।
জ্ঞানী
বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক।
তল্লাস,তালাশ
বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা।
[সং. তত্ত্ব + আ. তলাশ]।
দর্শী
(-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী।
বি.দর্শিতা।
বিদ,বিদ্,বিত্
বিণ. তত্ত্বজ্ঞানী।
তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা।
তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু।
তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)।
তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী।
তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ।
তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন।
তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তৃতীয়
(p. 375) tṛtīẏa বিণ. 3 সংখ্যার পূরক বা সংখ্যক। [সং. ত্রি + তীয়]। তৃতীয়া বিণ. (স্ত্রী.) তৃতীয় অর্থে। বি. তিথিবিশেষ। 246)
তরশু
(p. 367) taraśu বি. ক্রি-বিণ. 1 গত পরশুর আগের দিন; 2 আগামী পরশুর পরদিন। [সং. তত্পরশ্বঃ বা পরতর + শ্বঃ (পর বর্জিত) = তরশ্বঃ তরশু]। 112)
তস্কর
(p. 372) taskara বি. চোর, অপহারক। [সং. তত্ (=সেই অর্থাত্ সেই অপকর্ম) + √ কৃ + অ]। ̃ তা বি. তস্করের বৃত্তি; চুরি। 13)
তড়িদ্-দ্বার
তেজ, (বর্জি.) তেজঃ
(p. 375) tēja, (barji.) tējḥ (-জস্) বি. 1 জ্যোতি, দীপ্তি, প্রভা, আলোক ও তাপ; 2 শক্তি, বিক্রম, প্রভাব; 3 রজোগুণ; 4 গর্ব, অহংকার, দেমাক (তেজ দেখিয়ে চলে গেল); 5 পৌরুষ; 6 রেতঃ, শুক্র। [সং. √ তিজ্ + অস্]। 268)
তামিল1
(p. 375) tāmila1 বি. পালন, আমল দেওয়া (হুকুম তামিল)। [আ. তাআমীল্]। 50)
তলাভি-ঘাত
(p. 371) talābhi-ghāta বি. চপেটাঘাত, চড়, তল বা করতলের আঘাত। [সং. তল + অভিঘাত]। 26)
তুস1
(p. 375) tusa1 বি. নরম পশমি বস্ত্রবিশেষ, মলিদা। [আ. তুস্]। 236)
তোলা-পাড়া
তেসুতি, তেসূতি
(p. 375) tēsuti, tēsūti দ্র তে3। 325)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
তাম্রাশ্ম
তল্লাশ
তামসিক
তাগাড়, তাগাড়ি
(p. 373) tāgāḍ়, tāgāḍ়i বি. 1 রাজমিস্ত্রিরা চুন, বালি, সিমেণ্ট প্রভৃতি জলে মিশিয়ে যে-মশলা প্রস্তুত করে বা ওই মশলা প্রস্তুত করবার জন্য যে-কুণ্ড খোঁড়ে; 2 বীজধান তোলবার সময় চষা জমিতে জল সেচন করে যে-কাদা তৈরি করা হয়। [তুর. তগার্]। 26)
তারক
তাত্ত্বিক
তৈত্তিরীয়
তরঙ্গ
তাপত্রয়
(p. 375) tāpatraẏa দ্র তাপ। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140270
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942609
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us