Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বোঝাতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষৌহিণী
(p. 4) akṣauhiṇī বি. পুরাণ অনুসারে 1935 পদাতি, 6561 অশ্ব, 2187 হস্তী এবং 2187 রথ নিয়ে মোট 2187 চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী (কোনো কোনো প্রাচীন সাহিত্যে অক্ষৌহিণী বলতে কোনো বিশেষ সংখ্যা না বুঝিয়ে সাধারণভাবে উচ্চ সংখ্যা বোঝানো হয়েছে)। [সং. অক্ষ (রথগজাদি অর্থে) + ঊহিনী (সমূহবিশিষ্ট)]। 41)
অদরকারি
(p. 14) adarakāri বিণ. দরকারী বা কাজের নয় এমন (অদরকারি জিনিসে ঘর বোঝাই হয়ে আছে)। [বাং. অ+ফা. দর্কার+বাং. ই]।
অবুঝ,
(p. 50) abujha, (কথ্য) অবুজ বিণ. বোঝে না এমন, বোধশক্তি নেই বা বোঝানো যায় না এমন; নির্বোধ, অবোধ। [বাং. অ + বুঝ]। 4)
আঁটি1, আটি
(p. 79) ān̐ṭi1, āṭi বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট। 19)
আকার2
(p. 81) ākāra2 বি. 1 আকৃতি, চেহারা; 2 গঠন; 3 প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); 4 মূর্তি (আদর্শকে আকার দেওয়া)। [সং. আ + √ কৃ + অ]। ̃ .ইঙ্গিত, ̃ .প্রকার বি. ভাবভঙ্গি। ̃ .মাত্রিক বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)। 17)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আবার
(p. 99) ābāra ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]। 8)
ইঙ্গিত
(p. 113) iṅgita বি. 1 ইশারা, সংকেত, মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা; 2 আভাস (ঝড়ের ইঙ্গিত)। [সং. √ ইন্গ্ + ত]। 24)
কই1
(p. 156) ki1 অব্য. 2 কোথায় (জিনিসটা কই?); 2 নৈরাশ্য, প্রত্যাশিত্যের অভাব, অস্বীকার, বিস্ময় ইত্যাদি বোঝাতে (কই আর গেলাম; কই, পাইনি তো; কই, দেখি)। [সং. ক্ব]। 6)
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
কিছু
(p. 188) kichu বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় ('আরো কিছু আছে বাকি': রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। ̃ তে ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে ('মন নাহি মোর কিছুতেই': রবীন্দ্র)। কিচ্ছু বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু -র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ। 66)
কুলি2
(p. 199) kuli2 বি. 1 মুটে, বোঝাবাহক; 2 মজুর। [তুর. কুলী]। ̃ কামিন বি. কুলি ও কুলি রমণী। ̃ ধাওড়া বি. কুলি বা মজুরদের বাসস্হান। 51)
ক্যাডার, কাডার
(p. 210) kyāḍāra, kāḍāra বি. 1 সৈন্যদলের নিয়মিত সদস্য; 2 রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre লা. quadro]। 114)
গণ্ডে-পিণ্ডে
(p. 240) gaṇḍē-piṇḍē ক্রি-বিণ. কুঁচকি-কণ্ঠা ভরে, কুঁচকি থেকে গাল পর্যন্ত অর্থাত্ মাত্রাতিরিক্ত পেট বোঝাই করে (নেমন্তন্ন বাড়িতে গেলেই সে গণ্ডেপিণ্ডে গিলবে)। [সং.গণ্ড + বাং. এ + বাং. পিণ়্ডে (কুঁচকিতে)]। 14)
গোবর
(p. 256) gōbara বি. গোময়, গোরুর মল। [সং. গোবিট্]। ̃ গণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ। ̃ গঙ্গা বি. গোবরের স্তূপ। ̃ ছড়া বি. জলে গোলা গোবরের ছিটে। ̃ ভরা মাথা বি. 1 যার মাথায় একটুও বুদ্ধি নেই; 2 যে মাথা বাজে জিনিসে বোঝাই। গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি। 108)
ঘেঁচড়ানো
(p. 270) ghēn̐caḍ়ānō ক্রি. বি. 1 বারবার ঘষা; 2 (আল.) একই জিনিসের বিরক্তিকর পুনরাবৃত্তি করা; বারবার একই কথা বোঝানো বা একই পড়া মুখস্হ করা (একই পড়া রোজ রোজ ঘেঁচড়াতে আর ভালো লাগে না)। [দেশি ঘেঁচড়া + বাং. আনো]। 35)
চাপানো
(p. 281) cāpānō ক্রি. বি. 1 বোঝাই করা (গাড়িতে মাল চাপানো); 2 চড়ানো বা স্হাপন করা (ঘাড়ে দোষ চাপানো)। বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চাপা + আনো]। 122)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ঝাঁকা1
(p. 334) jhān̐kā1 বি. বেতে বা বাঁশে তৈরি মোট বয়ার বড় ঝুড়ি (ঝাঁকা-বোঝাই আম)। [হি. ঝাঁকা]। 57)
টুকি
(p. 346) ṭuki বি. শিশুদের লুকোচুরি খেলায় লুকিয়ে থাকা বোঝাতে ধ্বনিবিশেষ (টুকি দিয়েছে)। [দেশি]। 15)
ঠাস1
(p. 350) ṭhāsa1 বিণ. 1 ঘন (ঠাসবুনানি); 2 ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. 1 গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); 2 চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); 3 চেপে ঢুকানো; 4 বোঝাই করা, ভরে দেওয়া; 5 মর্দন করা (ময়দা ঠাসা)। বিণ. উক্ত সব অর্থে। ঠাসা-ঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)। 30)
তখন
(p. 363) takhana ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। সমু. তব্য. 1 তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); 2 তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); 3 অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। ̃ ই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। ̃ কার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
দামা-দামি
(p. 405) dāmā-dāmi বি. দাম নিয়ে বোঝাপড়া, দর কষাকষি। [বাং. দাম + (আ) + দাম + ই]। 21)
দ্রাঘিমা
(p. 426) drāghimā (-মন্) বি. 1 কোনো নির্দিষ্ট মধ্যরেখা থেকে (যেমন গ্রিনিচস্হিত মধ্যরেখা) অন্য কোনো স্হানের মধ্যরেখার কৌণিক দূরত্ব, দেশান্তর, longitude (বি. প.); 2 দৈর্ঘ্য। [সং. দীর্ঘ + ইমন্]। দ্রাঘিমাংশ বি. দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা-রেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা। 65)
ধরা2
(p. 432) dharā2 ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা গ্রহণ করা (কলমটা ধরো); 2 পরিধান করা, পরা (নতুন বেশ ধরেছে); 3 গ্রেপ্তার করা (চোর ধরা); 4 অবলম্বন করা (অস্ত্র ছেড়ে কলম ধরা); 5 ভর দেওয়া (লাঠি ধরে চলা, আমাকে ধরে ধরে চলো); 6 অনুসরণ করা (ভিন্ন পথ ধরা); 7 হস্তচ্যুত না করা, জমিয়ে রাখা (বাজার চড়বে, মাল ধরে রাখো); 8 থামা (এই ট্রেন এ স্ট্রেশনে ধরবে না, বৃষ্টি ধরেছে); 9 আক্রমণ করা (রোগে ধরেছে); 1 নষ্ট করা, কাটা (কপিতে পোকা ধরেছে); 11 উচ্চারণ করা (ঈশ্বরের নাম ধরা); 12 ধরনা দেওয়া, হত্যা দেওয়া (তারকেশ্বরের দোর ধরা); 13 রক্ষা করা, বাঁচানো (এই দুর্দিনে প্রাণ ধরাই কঠিন, প্রাণে ধরে দিতে পারে না); 14 বসে যাওয়া, রুদ্ধ হওয়া (ঠাণ্ডায় গলা ধরেছে); 15 জন্মানো (গাছে ফল ধরা); 16 স্হান দেওয়া, বহন করা (পেটে ধরা); 17 লালন করা (বুকে ধরে ব়ড় করা); 18 ছাপ বা ছোপ লাগা (রং ধরা, নোনা ধরা); 19 অনুরোধ বা অনুনয়বিনয় করা, শরণাপন্ন হওয়া (অফিসারকে ধরলেই উদ্ধার পাবে); 2 যন্ত্রণা হওয়া (মাথা ধরা); 21 অবশ হওয়া, দুর্বল বোধ করা (পা ধরে আসছে); 22 কার্যকর হওয়া (ওষুধ ধরেছে); 23 আরম্ভ করা (একটা গান ধরো); 24 খুঁজে বার করা (ভুল ধরা, খুঁত ধরা); 25 নির্ধারণ বা স্হির করা (দাম ধরা); 26 রান্নার সময় পুড়ে ওঠা (তরকারিটা ধরে গেছে, দুধটা ধরে গেছে); 27 জ্বলে ওঠা (উনুন ধরেছে); 28 আগুন লাগা (কয়লাটা ধরে উঠেছে); 29 অনুভূত হওয়া, আচ্ছন্ন হওয়া (ভয় ধরেছে, শীত ধরেছে); 3 নাগাল পাওয়া (চাঁদ ধরা); 31 বিবেচনা করা, গণ্য করা (তাকে আমি মানুষের মধ্যেই ধরি না); 32 যথাসময়ে পাওয়া (ট্রেন ধরতে পারব?); 33 স্হান সংকুলান হওয়া (এই ঘরে এত লোক ধরবে?); 34 প্রকাশ পাওয়া, ফুটে ওঠা, সূচনা হওয়া (চুলে পাক ধরেছে); 35 কু-অভ্যাস করা (সিগারেট ছেড়ে পান ধরেছে); 36 অনুমান করা (লেখাটা কার তা ধরা শক্ত); 37 ভেবে নেওয়া, কল্পনা করা (ধরে নাও আমি যাব না); 38 গ্রাহ্য করা (ও ছেলেমানুষ, ওর কথা ধরা উচিত নয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে (ধামাধরা, মাছধরা জাল, ধরা কথা, মরচেধরা লোহা, তোমার ধরা মাছ)। [সং. √ ধৃ + বাং. আ]। ̃ কাট বি. কঠোর নিয়মানুবর্তিতা, বাঁধাবাঁধি (পথ্যের ধরাকাট)। ̃ ছোঁয়া বি. 1 কাছে আসা; নাগাল (সে এখন তোমাদের ধরাছোঁয়ার বাইরে); 2 বুঝতে পারা, বোধগম্যতা, বোঝাবুঝি (বিষয়টা আমার ধরাছোঁয়ার বাইরে)। ̃ ধরি বি. 1 সনির্বন্ধ অনুরোধ, পীড়াপীড়ি; 2 ধরপাকড়, গ্রেপ্তার (ব্যাপক ধরাধরি চলছে); 3 সকলে মিলে বয়ে নেওয়া (ধরাধরি করে তাকে উঠোনে এনে বসানো হল)। ̃ নো ক্রি. 1 ধৃত বা গ্রেপ্তার করানো (চোর ধরানো); 2 লাগানো (ছবিতে রং ধরানো, দেওয়ালে সিমেণ্ট ধরানো); 3 যথাসময়ে পাইয়ে দেওয়া (ট্রেন ধরানো); 4 জ্বালানো (উনুন ধরানো); 5 কু-অভ্যাস করানো (মদ ধরানো); 6 বুঝিয়ে বা দেখিয়ে দেওয়া (ভুল ধরানো); 7 অবলম্বন করানো (পথ ধরানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধা বিণ. নির্দিষ্ট (ধরাবাঁধা নিয়ম নেই)। ধরিয়ে দেওয়া ক্রি. বি. 1 গ্রেপ্তারে সাহায্য করা, গ্রেপ্তার করানো, ধরানো; 2 বুঝিয়ে দেওয়া (অঙ্কটা একটু ধরিয়ে দাও)। ধরে পড়া, ধরে বসা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা (একটা চাকরির জন্যে ধরে পড়েছে)। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074218
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768699
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366107
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721067
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594660
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545194
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542308

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন