Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অহে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অহে এর বাংলা অর্থ হলো -

(p. 76) ahē অব্য. (বর্ত. অপ্র.) সম্বোধনসূচক শব্দ।
তু. ওহে।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অঢেল
অমা, অমা-বস্যা, অমা-বাস্যা
(p. 57) amā, amā-basyā, amā-bāsyā বি. কৃষ্ণপক্ষের শেষ তিথি, যখন চাঁদকে একেবারেই দেখা যায় না। [সং. ন + √ মা + ক্কিপ্, অমা + √ বস্ + য + আ]। অমা-নিশা, (অশু. কিন্তু প্রচলিত) অমা-নিশি, অমা-রজনী বি. অমাবস্যার রাত্রি, ঘোর অন্ধকার রাত্রি ('দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে': রবীন্দ্র)। অমাবস্যার চাঁদ (আল.) যার দেখা পাওয়া ভার, যাকে সচরাচর দেখা যায় না। 14)
অকৃতোদ্বাহ
অয়ে
(p. 60) aẏē অব্য. (বিরল) অয়ি -র রূপভেদ। 7)
অসপত্ন
অমল
(p. 57) amala বিণ. 1 মল বা ময়লা নেই এমন, নির্মল, অনাবিল, পরিষ্কার ('ওই অমল হাতে রজনী প্রাতে': রবীন্দ্র); 2 শুভ্র, ধবল ('অমল কমল সহজে জলের কোলে': রবীন্দ্র)। [সং. ন + মল]। স্ত্রী. অমলা। ̃ .ধবল বিণ. সম্পূর্ণ সাদা, শুভ্র ('অমলধবল পালে লেগেছে মন্দমধুর হাওয়া': র. ঠা.)। 9)
অব্রত
(p. 50) abrata বিণ. 1 ব্রত গ্রহণ করেনি এমন, ব্রতহীন; 2 উপনয়ন হয়নি এমন। [সং. ন + ব্রত]। অব্রতী (-তিন্) বিণ. ব্রতহীন; উপনয়ন হয়নি এমন। 43)
অন্ত
(p. 32) anta বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ̃ ক বি. যম। বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ̃ কাল বি. মৃত্যুর সময়। &tilde ; ত, (-বর্জি.) ̃ তঃ অব্য. কমপক্ষে। ̃ স্হ বিণ. প্রান্তস্হ। 29)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয়পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অনতি-ক্রম, অনতি-ক্রমণ
(p. 21) anati-krama, anati-kramaṇa বি. অতিক্রম বা লঙ্ঘন না করা, পার না হওয়া। [সং. ন+অতিক্রম, অতিক্রমণ]। অনতি-ক্রমণীয়, অনতি-ক্রম্য বিণ. অতিক্রম করা যায় না বা করা উচিত নয় এমন; পার হওয়া যায় না বা পার হওয়া উচিত নয় এমন; লঙ্ঘন করা উচিত নয় এমন; অবশ্যপালনীয় (গুরুবাক্য অনিতিক্রমণীয়)। 23)
অনম্বর
(p. 23) anambara বিণ. আচরণ বা আচ্ছাদন নেই এমন, অনাবৃত, নগ্ন। বি. 1 আকাশ ('অনম্বর পথে সুকেশিনী': মধু.); 2 দিগম্বর জৈন বা বৌদ্ধ সন্যাসী। [সং. ন+অম্বর]। 21)
অতন্দ্র, অতন্দ্রিত
অসখ্য
(p. 67) asakhya বি. সখ্য বা প্রীতির অভাব, বন্ধুতার অভাব। [সং. ন + সখ্য]। 54)
অনিঃশেষ
অনুদ্যত
(p. 28) anudyata বিণ. উদ্যমহীন, কাজে উত্সাহ নেই এমন; কাজ শুরু করা হয়নি এমন। [সং. ন + উদ্যত]। অনুদ্যম বি. উদ্যমের অভাব। 18)
অন্তর্মাধুর্য
অবিচার
(p. 48) abicāra বি. 1 বিচারের অভাব, বিবেচনার অভাব; 2 অন্যায় বিচার; 3 অবিবেচনার কাজ। [সং. ন + বিচার]। অবিচারী (-রিন্ বিণ. বি. অবিচারকারী। 17)
অদত্ত
(p. 14) adatta বিণ. যা দেওয়া হয়নি; যা অর্পণ বা সমর্পণ করা হয়নি। [সং. ন+দণ্ড]। 72)
অত্বর
অপেক্ষক
(p. 40) apēkṣaka দ্র অপেক্ষা। 41)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719461
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us