Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উত্-কেন্দ্রতা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উত্-কেন্দ্রতা এর বাংলা অর্থ হলো -

(p. 123) ut-kēndratā বি. (গণি.) পরাবৃত্ত বা অধিবৃত্তের নাভি থেকে তার পরিসীমার দূরত্ব, eccentricity (বি. প.)।
[সং. উত্ + কেন্দ্র + তা]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উঁকি
উচ্ছব-উত্সব
(p. 119) ucchaba-utsaba এর বিকৃত কথ্যরূপ। 48)
উপ-পাত
(p. 133) upa-pāta বি. হঠাত্ ঘটে-যাওয়া ঘটনা, আকস্মিক ঘটনা ('সে কি মাত্র উপপাত, মূলে তার কোনো অর্থ নাই': সু. দ.)। [সং. উপ + √ পত + অ]। 5)
উত্-সাদন
উটজ
(p. 119) uṭaja বি. 1 পর্ণকুটির; 2 কুঁড়েঘর (উটজপ্রাঙ্গণ)। [সং. উট (তৃণ) + √ জন্ + অ]। 77)
উপ-গ্রহ
উর্ষ, উর্স
(p. 133) urṣa, ursa ক্রি. (বর্ত. অপ্র.) ছিদ্র দিয়ে জল পড়া; চালের ছিদ্র দিয়ে জল পড়া ('ভাঙ্গা তুম্ব দিয়া জল উর্সিয়া পলায়')। [সং. বর্ষণ]। 152)
উত্-কল
(p. 119) ut-kala বি. ওড়িশার প্রাচীন নাম; উত্তর কলিঙ্গ। [উত্ক + √ লা + অ]। 110)
উপাদেয়
(p. 133) upādēẏa বিণ. 1 উপভোগ্য; মনোরম; 2 সুস্বাদু; সুখাদ্য; 3 গ্রহণযোগ্য। [সং. উপ + আ + √ দা + য]। 96)
উচ্ছ্বাস
উতরানো
(p. 123) utarānō বি. উত্তরণ; সফল বা আশানুরূপ হওয়া (পরীক্ষায় উতরে গেছে); অতিক্রম করা। ক্রি. উক্ত উভয় অর্থে। [বাং. উতরা + আনো]। 38)
উন্মার্গ
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উল্লিখিত
(p. 133) ullikhita বিণ. 1 উল্লেখ করা হয়েছে এমন; 2 উপরে বা পূর্বে লেখা হয়েছে এমন, পূর্বোক্ত। [সং. উদ্ + লিখিত]।
উগরা
(p. 119) ugarā ক্রি. 1 বমি করা, উদিগরণ করা; 2 (আল.) মুখস্হ-করা কথা বা বিষয় না বুঝে আউড়ে যাওয়া (পড়া উগরে দিয়েছি); 3 নেওয়া বা পাওয়া জিনিষ বাধ্য হয়ে ফেরত দেওয়া (চোরাই মাল উগরে দিয়েছে)। [ সং. উত্ + √ গৃ]। ̃ নো ক্রি. উগরে দেওয়া; বমি করা। বি. উক্ত অর্থে। বিণ. উগরে দেওয়া হয়েছে এমন। 20)
উচ্চয়, উচ্চায়
(p. 119) uccaẏa, uccāẏa বি. 1 চয়ন (পুষ্পোচ্চয়); 2 সংগ্রহ, রাশি, পুঞ্জ (সলিলোচ্চয়)। [সং. উত্ + √ চি + অ]। 33)
উপ-বিধি
উনা
(p. 128) unā দ্র ঊন। 53)
উঞ্ছ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534872
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140387
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730610
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942803
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696638
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603077

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us