Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

করলা, করল্লা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  করলা, করল্লা এর বাংলা অর্থ হলো -

(p. 167) karalā, karallā বি. উচ্ছেজাতীয় তিক্ত স্বাদের সবজিফলবিশেষ।
[সং. কারবেল্ল]।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কৃত্তি
(p. 204) kṛtti বি. 1 বাঘ, হরিণ বা হাতির চামড়া; 2 ত্বক। [সং. √কৃত্ + তি]। 16)
কামান
(p. 181) kāmāna বি. মহাশক্তিশালী আগ্নেয় ক্ষেপণাস্ত্রবিশেষ, তোপ। [ফা. কমান্; তু. ইং. cannon]। 100)
কন্দু
কত্থক
কেশা-কেশি
(p. 207) kēśā-kēśi বি. পরস্পরের চুল ধরে টানাটানি বা যুদ্ধ; চুলোচুলি। [সং. কেশ + বাং. আ + সং. কেশ + বাং. ই]। 28)
কোঁতকা, (বর্জি.) কোত্কা
(p. 209) kōn̐takā, (barji.) kōtkā বি. মোটা লাঠি বা মুষল। কোঁতকা মারা ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)। [তুর. কুত্কা]। 13)
কচ্ছ
(p. 156) kaccha বি. 1 জলময় ভূমি, জলা জমি; 2 সমুদ্রতীরের ভূমি; 3 গুজরাতের উত্তরে সমুদ্রতীরবর্তী অঞ্চলবিশেষ; 4 নদী হ্রদ প্রভৃতির তীরদেশ; 5 কাছা, পরিধেয় বস্ত্রের যে শেষ অংশ পিছনে কোমরে গোঁজা হয়। [সং. ক + √ ছো + অ]। ̃ টিকা বি. 1 কাছা, কাছুটি; 2 কৌপীন। 48)
কালাগুরু
(p. 186) kālāguru বি. কৃষ্ণচন্দন। [সং. কাল3 + অগুরু]। 38)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কারক
ক্যাপ
কুচক্র
কাঁচ্চা
(p. 174) kān̐ccā বি. এক ছটাকের চার ভাগের এক ভাগ। [দেশি]। 62)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কুনকি
(p. 196) kunaki বি. পালিতা হস্তিনী যার সাহায্যে বন্য হাতি ধরা হয়। [হি. কুম্কী]। 17)
কাঁপ, কাঁপন, কাঁপুনি
(p. 177) kām̐pa, kām̐pana, kām̐puni বি. 1 কম্পন; কেঁপে ওঠা; 2 স্পন্দন। [সং. কম্প]। 2)
কোলা
(p. 210) kōlā বি. বড় মোটা জালাবিশেষ। বিণ. বড় ও মোটা (কোলা ব্যাং)। [দেশি]। 55)
করিত-কর্মা
(p. 167) karita-karmā বিণ. কর্মকুশল; চৌকস। [সং. কৃতকর্মন্]। 33)
কুবল
(p. 197) kubala বি. 1 পদ্মফুল; 2 ডালিম; 3 বদরীফল অর্থাত্ কুল; 4 মুক্তা। [সং. কু + √ বল্ + অ]। 18)
কষ্টি
(p. 174) kaṣṭi বি. 1 পরীক্ষণ; যাচাই করা; 2 যে কালো মসৃণ পাথরে ঘষে সোনা পরীক্ষা করা হয়, নিকষ (কষ্টিপাথর)। [সং. √ কষ্ + তি; তু. হি. কসৌটী]। ̃ পাথর বি. সোনা পরীক্ষা করার জন্য ব্যবহৃত কালো মসৃণ পাথর। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098898
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856853
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us