Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাপাস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাপাস এর বাংলা অর্থ হলো -

(p. 181) kāpāsa বি. তুলাবিশেষ, কাপাস গাছের বীজ থেকে পাওয়া তুলা।
[সং. কার্পাস]।
60)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কিমাশ্চর্য
(p. 190) kimāścarya বি. কী অদ্ভুত ব্যাপার। বিণ. অদ্ভুত। [সং. কিম্ + আশ্চর্য]। 20)
কিসে, কীসে
(p. 191) kisē, kīsē সর্ব. 1 কী থেকে, কীসের জন্য (এ কথা উঠল কিসে); 2 কোন্ বস্তুর দ্বারা, কোন্ উপায়ে, কেমন করে (সুখ কীসে হবে?); 3 কোন্ বস্তুর মধ্যে, কার মধ্যে (সুখ কিসে আছে? দুধ কিসে আছে?)। [বাং. কিস হি. কিস (প্রাকৃ. কীস) + এ]। কিসে আর কিসে অতি উত্তমের সঙ্গে অতি অধমের বা নিকৃষ্টের তুলনা। 15)
কাষ্ঠাসন
(p. 188) kāṣṭhāsana বি. চেয়ার, টুল, পিঁড়ি প্রভৃতি কাঠের তৈরি আসন। [সং. কাষ্ঠ + আসন]। 36)
কুঁদা৩, কুঁদো
(p. 192) kun̐dā3, kun̐dō বি. 1 বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; 2 গাছের গুঁড়ি; 3 মোটা কাঠের খণ্ড; 4 কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]। 40)
কপি৩
(p. 163) kapi3 বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার উপযুক্ত সবজিবিশেষ। [পো. couve তু. হি. গোবি]। ওল-কপি বি. শালগম জাতীয় আনাজবিশেষ। ফুল-কপি বি. চার দিকে বড় পাতায় ঘেরা পুষ্পাকার কপি। বাঁধা কপি বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে। 16)
কঙ্ক
কাটিম, কাটুনি
(p. 179) kāṭima, kāṭuni যথাক্রমে কাঠিমকাটনি -র চলিত রূপ। 27)
কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
কোর-বানি
কুজা, (কথ্য) কুঁজো
(p. 194) kujā, (kathya) kun̐jō বি. মাটির জলপাত্রবিশেষ, সোরাই। [ফা. কুজা]। 25)
কপিধ্বজ
(p. 163) kapidhbaja দ্র কপি1। 21)
কালাকাল
(p. 186) kālākāla বি. 1 সুসময়দুঃসময়; উপযুক্তঅনুপযুক্ত সময়; 2 (জ্যোতিষ.) শুদ্ধঅশুদ্ধ বা শুভ ও অশুভ সময়। [সং. কাল2 + অকাল]। 37)
কুঞ্জল
(p. 194) kuñjala বি. পান্তাভাতের জল, আমানি। [সং. কু + জল (নি.)]। 34)
কলম্ব
(p. 169) kalamba বি. 1 বাণ, তির, শর ('উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে': মধু); 2 কদম্ব গাছ; 3 শাকের ডাঁটা। [সং. √ কল্ + অম্ব]। 62)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
ক্রতু
(p. 210) kratu বি. 1 যজ্ঞ (তু. শতক্রতু); 2 সপ্তর্ষির অন্যতম। [সং. √ কৃ + অতু]। 139)
কর্পূর
কুশি2
(p. 201) kuśi2 বি. আম, পেয়ারা ইত্যাদির একেবারে কচি ফল (আমের কুশি)। বিণ. অত্যন্ত কচি (কুশি আমের আচার)। [সং. কোশ (=কুঁড়ি) কুশ + বাং. ই]। 22)
কাছা-কাছি
(p. 178) kāchā-kāchi ক্রি-বিণ. 1 নিকটে, কাছে (ওর কাছাকাছি যেয়ো না, কাছাকাছি কোনো বসতি নেই); 2 প্রায় সমান, প্রায় (একশো টাকার কাছাকাছি)। বিণ. নিকটবর্তী (কাছাকাছি বাড়িগুলো)। [বাং. কাছ + আ + কাছ + ই]। 14)
কেড়া
(p. 206) kēḍ়ā বি. 1 কীট, পোকা (তোমার মাথায় কি কেড়া আছে?); 2 সাধারণত কাঠে থাকে এমন পোকা, কেড়া পোকা। [সং. কীট, তু. হি. কিড়া]। কেড়ি বি. কীটবিশেষ, যে পোকা ধান, চাল ইত্যাদি শস্যে থাকে। 11)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577765
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785529
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026467
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901084
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708581
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620124

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us