Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাকুবাদ, কাকূক্তি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাকুবাদ, কাকূক্তি এর বাংলা অর্থ হলো -

(p. 177) kākubāda, kākūkti দ্র কাকু2।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কিম্বদন্তী, কিম্বা
(p. 190) kimbadantī, kimbā যথাক্রমে কিংবদন্তিকিংবা -র অশু. বানান। 23)
কুসুম1
কাকা-তুয়া
(p. 177) kākā-tuẏā বি. শুক বা তোতাজাতীয় বড় কথা-বলা পাখিবিশেষ। [মাল. কাকাতুয়া]। 16)
কুগঠন
(p. 192) kugaṭhana বিণ. কুত্সিত গড়নবিশিষ্ট, গড়ন বা আকৃতি মন্দ এমন। বি. কুত্সিত গড়ন; ত্রুটিপূর্ণ গড়ন। [সং. কু + গঠন]। 58)
কিল-কিল, কিল-বিল
কীর্ণ
কান্দর্প
কালাকাল
(p. 186) kālākāla বি. 1 সুসময়দুঃসময়; উপযুক্তঅনুপযুক্ত সময়; 2 (জ্যোতিষ.) শুদ্ধঅশুদ্ধ বা শুভ ও অশুভ সময়। [সং. কাল2 + অকাল]। 37)
কৌমার
কচু
কৃত্স্ন
(p. 202) kṛtsna বিণ. সমস্ত, সমুদয়। [সং. √ কৃত + স্ন]।
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্মসূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কটি1-কটা1
করবী, করবীর
(p. 167) karabī, karabīra বি. মধুর কিন্তু মৃদু গন্ধবিশিষ্ট ফুলবিশেষ ও তার গাছ। [সং. করবীর]। রক্তকরবী বি. লাল করবী। শ্বেত করবী বি. সাদা রঙের করবী। 17)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠাপরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কুবাসনা
(p. 197) kubāsanā বি. মন্দ ইচ্ছা; অসত্ অভিপ্রায়; দুরভিসন্ধি। [সং. কু + বাসনা]। 23)
কুলা2
(p. 199) kulā2 ক্রি. 1 প্রয়োজন মেটা (এ টাকায় কুলাবে না); 2 কার্যনির্বাহের পক্ষে যথেষ্ট হওয়া (আমার শক্তিতে কুলাবে না); 3 স্হান সংকুলান হওয়া (এখানে এত লোক কুলাবে না)। [বাং. √ কুল্ + আ]। ̃ নো, কুলনো ক্রি. কুলা অর্থে। বি. বিণ. কুলা অর্থে। 40)
কলমা1
(p. 169) kalamā1 বি. ইসলাম ধর্মের মূল বাক্য বা ইষ্টমন্ত্র। [আ. কল্মহ্]। কলমা পড়া ক্রি. বি. ইসলাম ধর্ম গ্রহণের স্বীকারোক্তিসহ প্রাথমিক কর্তব্য পালন করা। 58)
কোষী, কুষি, কুশি
(p. 210) kōṣī, kuṣi, kuśi বি. কোষা থেকে জল তোলবার পাত্রবিশেষ, ছোট কোষা। [সং. কোষ + ইন্]। 66)
কাজিয়া
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534906
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140448
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730667
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942866
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883579
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696663
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us