Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুক্ষণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুক্ষণ এর বাংলা অর্থ হলো -

(p. 192) kukṣaṇa বি. অশুভ ক্ষণ, অশুভ সময় (কী কুক্ষণেই না রওনা হয়েছিলাম)।
[সং. কু + ক্ষণ]।
54)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কিতাব, কিতাবতী
(p. 190) kitāba, kitābatī দ্র কেতাব। 7)
কুন্দ1
(p. 196) kunda1 বি. সাদা রঙের ফুলবিশেষ, কুঁদফুল। [সং. কু + √ উন্দ্ + অ]। 30)
করুণা
(p. 167) karuṇā বি. দয়া, কৃপা, অনুগ্রহ। [সং.√ কৃ (চিত্ত বিক্ষিপ্ত হওয়া) + উন + আ]। ̃ নিদান, ̃ নিধান, ̃ নিধি, ̃ নিলয়, ̃ ময় বিণ. (সচ. ঈশ্বর সম্বন্ধে প্রযুক্ত) দয়ালু, দয়াময়। বিণ. (স্ত্রী.) ̃ ময়ী। 42)
কুবাক্য
(p. 197) kubākya বি. দুর্বাক্য, মন্দ কথা; কুত্সিত বা নিন্দনীয় কথা। [সং. কু + বাক্য]। 20)
কুশাসক
(p. 201) kuśāsaka বি. অত্যাচারী শাসক; অযোগ্য শাসক। [সং. কু + শাসক]। 18)
কুড়ি1
(p. 194) kuḍ়i1 বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক। [হি. কোড়ী-তু. পো. corja, তু., সাঁও. কুড়ি]। 69)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
কাফি2
কোপ2
কফন, কাফন
(p. 163) kaphana, kāphana বি. শব আচ্ছাদন করার বস্ত্র। [আ. ক'ফ্ন্]।
ক্রূর
(p. 215) krūra বিণ. 1 নির্দয়; 2 হিংস্র (ক্রূর কটাক্ষ); 3 খল; 4 অশুভকর। [সং. √ কৃত্ + র]। বি. ̃ তা। ̃ কর্মা (-র্মন্) বিণ. নিষ্ঠুর কাজ করে এমন; নিষ্ঠুর। ̃ মতি বিণ. নিষ্ঠুর মন যার, নিষ্ঠুর; খল। ̃ লোচন বি. শনিগ্রহ। ক্রূরাত্মা (-ত্মন্) বিণ. নির্দয়; হিংস্র; খলস্বভাব। 22)
কাতান
(p. 181) kātāna বি. কর্তনকারী অস্ত্র, দা, কাটারি। [পো. catane; তু. সং. কর্তনী; তু. হি. কত্তান]। 4)
কাঁপ, কাঁপন, কাঁপুনি
(p. 177) kām̐pa, kām̐pana, kām̐puni বি. 1 কম্পন; কেঁপে ওঠা; 2 স্পন্দন। [সং. কম্প]। 2)
কাসুন্দি
কড়ি1
(p. 159) kaḍ়i1 বি. ছাদ ধরে রাখার উপযোগী কাঠ বা লোহার আড়কাঠ, আড়া (কড়িবরগা), beam, joist. [বাং. সং. কাণ্ড; তু. হি. কাঁড়]। 7)
ক্রোড়2, ক্রোর
(p. 215) krōḍ়2, krōra বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক, কোটি, শত লক্ষ। [হি. করোড়। তু. সং. কোটি]। ̃ পতি বি. বিণ. কোটি টাকার মালিক; অতিশয় ধনশালী (ক্রোড়পতি ব্যবসায়ী)। 30)
কাঁড়া
(p. 174) kān̐ḍ়ā ক্রি. বি. ছাঁটা, তুষহীন করা; পরিষ্কার করা (ধান কাঁড়া)। বিণ. ছাঁটা হয়েছে এমন, পরিষ্কৃত (কাঁড়া ধান. কাঁড়া চাল)। [সং. √ কণ্ড্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের দ্বারা) ছাঁটানো। বি. তুষহীন করা বা পরিষ্কার করা। বিণ. তুষহীন করা হয়েছে এমন, পরিষ্কৃত। 71)
কি না
(p. 190) ki nā অব্য. 1 সংশয়, বিতর্ক, প্রশ্ন ইত্যাদি সূচক শব্দ (যাবে কি না বলো, করবে কি না জানি না); 2 প্রশ্নসূচক শব্দ (তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক কি না?)। [সং. কিংনু]। 9)
কর্জ
(p. 167) karja বি. ঋণ, ধার, দেনা (কর্জ করে সংসার চালানো)। [আ. কর্জ্]। 51)
কুট্টিম
(p. 194) kuṭṭima বি. 1 চাতাল; 2 পাকা মেঝে (গৃহকুট্টিম); 3 রত্নের খনি। [সং. কুট্ট + ইম]। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098883
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us