Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাল৪ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাল৪ এর বাংলা অর্থ হলো -

(p. 186) kāla4 বি. ক্রি-বিণ, 1 আগামীকাল, পরদিন; 2 গতকাল, পূর্বদিন।
[সং. কল্য]।
কে বি. ক্রি-বিণ. (কথ্য) কাল (আজ নয়, কালকে যাব)।
কালি বি. ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) কাল।
কার,কের,
কালি-কার বিণ. আগামীকালের বা গতকালের পরদিনের বা পূর্বদিনের।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুশিক্ষা
(p. 201) kuśikṣā বি. হীন শিক্ষা, অনুচিত বা অন্যায় শিক্ষা। [সং. কু + শিক্ষা]। 23)
কটকী, কটকি
(p. 156) kaṭakī, kaṭaki দ্র কটক। 66)
কাজ
(p. 178) kāja বি. 1 কার্য (একটা কাজ করো); 2 প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); 3 কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); 4 চাকরি (তার কাজটা গেছে); 5 বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); 6 অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); 7 সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); 8 কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া ক্রি. বি. 1 চাকরি দেওয়া; 2 কাজের ভার দেওয়া; 3 সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)। কাজ দেখা ক্রি. বি. 1 কাজ তদারক করা; 2 চাকরি খোঁজা। কাজ দেখানো ক্রি. বি. 1 কর্মব্যস্ততার ভান করা; 2 কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া। কাজের কাজি করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী। কাজের বার (বাহির) বিণ. অকর্মণ্য; অকেজো। কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি (উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। ̃ কর্ম বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার। ̃ পাগল, ̃ পাগলা বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত। 20)
কানী
(p. 181) kānī দ্র কানা2। 35)
কপি৩
(p. 163) kapi3 বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার উপযুক্ত সবজিবিশেষ। [পো. couve তু. হি. গোবি]। ওল-কপি বি. শালগম জাতীয় আনাজবিশেষ। ফুল-কপি বি. চার দিকে বড় পাতায় ঘেরা পুষ্পাকার কপি। বাঁধা কপি বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে। 16)
কোয়ালিশন
কিচ্-কিচ্
(p. 188) kic-kic বি. 1 বালি বা অতি ক্ষুদ্র কাঁকর দাঁতে পড়লে যে শব্দ হয়; 2 ঝগড়াঝাঁটি; 3 কোলাহল। [দেশি]। 63)
কুকথা
কাঁসি
(p. 177) kām̐si বি. 1 কাঁসার তৈরি কিনারা-উঁচু থালা বা ডিশ; 2 কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. কাঁসা + ই]। 9)
কচুরি
কবলিত, কবলীকৃত
(p. 164) kabalita, kabalīkṛta দ্র কবল। 18)
কড়চা
কোং-কোম্পানি
(p. 207) kō-ṅkōmpāni র. সংক্ষিপ্ত রূপ। 55)
কর-তালি
(p. 167) kara-tāli বি. 1 দুই করতলের অভিঘাতজনিত ধ্বনি, হাততালি; 2 প্রশংসা, বাহবা (গান গেয়ে প্রচুর করতালি পেল)। [সং. কর3 বাং. তালি]। 11)
কুটির, (বর্জি.) কুটীর
(p. 194) kuṭira, (barji.) kuṭīra বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। ̃ শিল্প বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প। 45)
কন-সার্ট
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
কণ্ডু
(p. 159) kaṇḍu বি. 1 চূলকানি; খোস; 2 মুনিবিশেষ। [সং. √ কণ্ড্ + উ]। 25)
কোজাগর
কাচ্চা-বাচ্চা
(p. 178) kāccā-bāccā বি. কচি বা অতি অল্পবয়স্ক ছেলেমেয়ে। [দেশি; তু. কচি + বাচ্চা]। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185492
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785546
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026481
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708585
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620135

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us