Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গাঠিয়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গাঠিয়া এর বাংলা অর্থ হলো -

(p. 246) gāṭhiẏā বি. ময়দা বেসন প্রভৃতি দিয়ে তৈরি চুষির মতো সরু কাঠি ভাজা।
[বাং. কাঠি + আ?]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গদ-গদ, গদ্-গদ
গতাগত, গতাগতি
(p. 239) gatāgata, gatāgati বি. 1 যাতায়াত; আসা-যাওয়া; 2 জন্ম ও মৃত্যু ('করমবিপাকে গতাগতি পুন পুন': বিদ্যা.)। [সং. গত (=গমন) + আগত, আগতি (=আগমন)]। 8)
গেল৩
(p. 256) gēla3 অব্য. বিস্ময় বিরক্তি প্রভৃতি প্রকাশক (এই গেল যা!)। 37)
গোবর্ধন
গয়রহ, গয়লা, গয়লানি
(p. 242) gaẏaraha, gaẏalā, gaẏalāni যথাক্রমে বগয়রহ গোয়ালাগোয়ালিনীর চলতি রূপ। 3)
গ্রীবা
(p. 261) grībā বি. 1 গলদেশ; 2 ঘাড়। [সং. √গৃ + ব + আ]। ̃ দেশ বি. ঘাড়। ̃ ভঙ্গি বি. (সুন্দরভাবে) ঘাড় বেঁকানো। 72)
গণ্ডকী
গত্তি
(p. 239) gatti বি. মাংস (গায়ে তো বেশ গত্তি লেগেছে দেখছি)। [দেশি]। 18)
গের্দ
(p. 256) gērda বি. 1 বেষ্টন, বেড়, ঘের; 2 এলাকা, অঞ্চল, চারপাশ। [ফা. গির্দ]। 34)
গরদ
(p. 242) garada বি. (সচ. ঘি রঙের) রেশমি কাপড়বিশেষ। [দেশি]। 15)
গলিত
(p. 244) galita বিণ. 1 গলে গেছে এমন, দ্রবীভূত; 2 তরল; 3 ক্ষয়প্রাপ্ত (গলিত নখদন্ত) ; 4 শিথিল (গলিত দেহ); 5 গলত্, গলছে এমন (গলিতকুষ্ঠ)। [সং. √গল্ + ত]। ̃ কুষ্ঠ বি. যে সাংঘাতিক কুষ্ঠরোগে অঙ্গপ্রত্যঙ্গ পচে গলে পড়ে। 13)
গজ1
(p. 236) gaja1 বি. দুই হাত বা 36 ইঞ্চি পরিমাণ মাপবিশেষ। বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)। [তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']। ̃ কাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)। 13)
গোঁজা, গোঁজানো
(p. 256) gōn̐jā, gōn̐jānō যথাক্রমে গুঁজাগুঁজানো -র চলিত রূপ। 51)
গোঁ
(p. 256) gō বি. জিদ, রোখ (গোঁ ধরা, বাঙালির গোঁ)। [বাং. গুম]। 48)
গয়ার, গয়ের
(p. 242) gaẏāra, gaẏēra বি. গলা থেকে বেরোনো সর্দির শ্লেষ্মা; কফ। [দেশি]। 5)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকাবৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণবলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গুটা
(p. 250) guṭā ক্রি. 1 টেনে এনে জ়ড় করা (সুতো গুটাচ্ছে); 2 সংকুচিত করা (হাত-পা গুটানো, আস্তিন গুটানো) ; 3 বন্ধ করা, তুলে দেওয়া (কারবার গুটিয়ে ফেলব); 4 টেনে তোলা (জাল গুটানো)। [সং. √গুড়্ (=রক্ষণ, বেষ্টন)]। ̃ নো ক্রি. গুটা। বি. বিণ. উক্ত সব অর্থে। 53)
গণী-ভূত
(p. 236) gaṇī-bhūta বিণ. 1 জাতিগত; 2 গণের বা দলের অন্তর্ভুক্ত; সম্প্রদায়ভুক্ত। [সং. গণ + ঈ (চিব) + √ভূ + ত]। 54)
গাদন
(p. 246) gādana বি. 1 ঠেসেঠুসে ভরা; ঠাসা; 2 (কৌতু.) প্রহার (যা গাদন দেওয়া হয়েছে!)। [গাদা2 দ্র]। 49)
গেঁজে, গেঁজিয়া
(p. 256) gēn̐jē, gēn̐jiẏā বি. (সাধারণত টাকা-পয়সা রাখার জন্য) কাপড়ের তৈরি সরু থলিবিশেষ। [দেশি]। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535228
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731012
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us