Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
গোপন এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গোপন এর বাংলা অর্থ হলো -
(p. 256) gōpana বি. 1
লুকানো,
লুকিয়ে
ফেলা বা
লুকিয়ে
রাখা
(ডাক্তারের
কাছে কিছু গোপন কোরো না); 2 আবরণ
(গোপনসঞ্চারী)।
বিণ. 1
গুপ্ত;
2
গোপনীয়
(গোপন
কছাটি,
গোপন
সংবাদ)।
[সং.
√গুপ্
+ অন]।
গোপনতা
বি.
গোপনীয়তা,
প্রচ্ছন্নতা;
লুকোছাপা
(এ
ব্যাপারে
এত
গোপনতা
কেন?)।
গোপনীয়
বিণ. গোপন রাখা উচিত এমন।
90)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
গণইতে
(p. 236) gaṇitē
অস-ক্রি.
(ব্রজ.)
গণনা করতে
('গণইতে
দোষ গুণ লেশ ন
পাওবি':
বিদ্যা.)।
[গনা দ্র]। 44)
গ্রৈষ্মিক
(p. 264) graiṣmika বিণ.
গ্রীষ্মকালীন;
গ্রীষ্মসম্বন্ধীয়।
[সং.
গ্রীষ্ম
+ ইক]। 3)
গ্রন্হন
(p. 261) granhana দ্র
গ্রথন।
44)
গোস্তন
(p. 261) gōstana বি. 1
গাভীর
স্তন,
পালান;
2
চারটি
নর বা
পঙ্ক্তিবিশিষ্ট
হার। [সং. গো +
স্তন]।
গোস্তনী
বি.
গোরুর
স্তনের
আকৃতিবিশিষ্ট
ফলবিশেষ,
আঙুর বা
মনাক্কা।
21)
গন্ধলি
(p. 240) gandhali বি.
গাঁদা
ফুল।
[দেশি]।
20)
গুণাবলি, গুণাবলী
(p. 250) guṇābali, guṇābalī বি.
গুণসমূহ।
[সং. গুণ + আবলি,
আবলী]।
78)
গাড়া
(p. 246) gāḍ়ā ক্রি. 1
ভিতরে
ঢোকানো,
পোঁতা
(খুঁটি
গাড়া,
শিকড়
গাড়া);
2 চাপা,
স্হাপন
করা
(আড্ডা
গাড়া,
আস্তানা
গাড়া,
গেড়ে
বসেছে);
3
মুড়ে
বসা
(হাঁটু
গাড়া)।
[বাং.
√গাড়্
+ আ]। 32)
গড়৩
(p. 236) gaḍ়3 বি.
মোটামুটি
হিসাব,
মাঝামাঝি
গণনা, average (গড় কষা, গড়ে পাঁচ
টাকা)।
[সং. গণ]। ̃
পড়তা
ক্রি-বিণ.
গড়ে,
স্হূল
গণনায়,
মোটামুটি
হিসাবে
(গড়পড়তা
পাঁচ
টাকা)।
33)
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1
গ্রহণযোগ্য,
স্বীকার্য
(এই
ব্যাখ্যা
গ্রাহ্য
নয়); 2
জ্ঞেয়
(বুদ্ধিগ্রাহ্য)
; 3
বিবেচ্য;
4
গণনীয়।
[সং.
√গ্রহ্
+ য]।
গ্রাহ্য
করা ক্রি. বি. মেনে
নেওয়া
বা সমীহ করা (আমার কথা কেউ
গ্রাহ্য
করে না)।
গ্রাহ্য
হওয়া ক্রি. বি. 1
স্বীকৃত
হওয়া; 2
বিবেচনার
যোগ্য
বলে
গৃহীত
হওয়া
(আবেদন
গ্রাহ্য
হবে না)। 68)
গিরি2
(p. 246) giri2 বি. 1
পর্বত,
পাহাড়;
2
দশনামী
সম্প্রদায়ের
তান্ত্রিকবিশেষ।
[সং. √গৃ+ ই]। ̃
কন্দর,
̃
গহ্বর,
̃ গুহা বি.
পর্বতের
গুহা।
̃
কুমারী,
̃ জা বি.
হিমালয়কন্যা
দুর্গাদেবী,
উমা,
পার্বতী।
̃ জায়া বি.
হিমালয়পত্নী,
উমার জননী
মেনকা।
̃ তল বি.
পর্বতের
নিম্নদেশ;
পর্বতপৃষ্ঠ।
̃ দরী বি.
পর্বতগুহা।
̃
দুর্গ
বি.
পাহাড়ের
উপর
নির্মিত
দুর্গ;
পর্বতরূপ
দুর্গ।
̃
নন্দিনী
-
গিরিকুমারী
-র
অনুরূপ।
̃ পথ বি.
পর্বতের
মধ্য দিয়ে পথ। ̃ বর বি.
শ্রেষ্ঠ
পর্বত,
হিমালয়।
̃
বর্ত্ম
বি.
গিরিপথ
-এর
অনুরূপ।
̃
মল্লিকা
বি.
কুড়চি
গাছ বা তার ফুল। ̃ মাটি বি.
গৈরিক
বা গেরি
মাটি।
̃ রাজ বি.
হিমালয়।
̃ রানি বি.
গিরিজায়া
-র
অনুরূপ।
̃
শ়ৃঙ্গ
বি.
পর্বতের
চূড়া,
শৈলশিখর।
̃ সংকট বি.
পর্বতশ্রেণির
মধ্যস্হ
সংকীর্ণ
নিম্নভূমি
যা
পথরূপে
ব্যবহৃত
হয়। 119)
গড়া৩
(p. 236) gaḍ়ā3 ক্রি. 1
গড়াগড়ি
দিতে দিতে
যাওয়া
বা নামা
(পাহাড়
থেকে
গড়িয়ে
নামছে,
উপর থেকে
গড়িয়ে
আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল
গড়াচ্ছে);
3 শোয়া (একটু
গড়িয়ে
নাও) ; 4
ভূলুণ্ঠিত
হওয়া
(মাটিতে
গড়াচ্ছে)
; 5
অতিরিক্ত
ভাবাবেগ
দেখানো
(আহ্লাদে
গড়াচ্ছে);
6
প্রবাহিত
হওয়া (তেল
গড়াচ্ছে);
7
অগ্রসর
হওয়া
(ব্যাপারটা
কতদূর
গড়াল?
বেলা
গড়িয়ে
গেল)। [বাং.
√গড়া]।
̃ নো ক্রি.
গড়া।
বিণ. বি. উক্ত সব
অর্থে।
̃ নে বিণ.
গড়ায়
এমন;
ঢালু।
গড়ায়-গড়ায়
ক্রি-বিণ.
পাশাপাশি।
39)
গণতি, গণত্কার
(p. 236) gaṇati, gaṇatkāra
যথাক্রমে
গনতি ও
গনতকার
-এর
বর্জি.
বানান।
46)
গুজ-গুজ
(p. 250) guja-guja অব্য. 1 নিচু
কণ্ঠে
পরস্পর
আলাপ; 2 গোপন
পরামর্শ
(তখন থেকে
দুজনে
কী এত
গুজগুজ
করছ?)।
[দেশি.-তু.
সং.
√গুজ্
(শব্দ করা)]।
গুজ-গুজে
বিণ. মনের কথা
স্পষ্ট
করে
প্রকাশ
করে না এমন
(গুজগুজে
স্বভাব)।
গুজ-গুজানি
বি. গোপন
পরামর্শ;
নিচু
স্বরে
কথাবার্তা।
38)
গুলি2
(p. 253) guli2 বি. 1
যেকোনো
ক্ষুদ্র
গোলাকার
বস্তু,
গুটিকা
(গুলি খেলা) ; 2
ওষুধের
বড়ি, pill (হজমি গুলি,
আমাশার
গুলি) ; 4 আফিম থেকে
প্রস্তুত
মাদকবিশেষ,
চণ্ডু
(গুলিখোর);
5
বন্দুকের
ছর্রা
বা
ধাতুগোলক,
bullet. [হি. গোলী সং.
√গুড়্
+ অ + ই]। ̃ খোর বি. বিণ.
চণ্ডুসেবনকারী।
̃
ডাণ্ডা
বি.
খেলাবিশেষ
ও তার
উপকরণ;
ডাংগুলি।
̃ কা বি.
গুটিকা;
বটিকা;
বন্দুকের
গুলি।
গুলি মারা (অশা.) ক্রি. বি.
তোয়াক্কা
না করা;
উপেক্ষা
করা (গুলি মারো ওই
চাকরিকে)।
51)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2
গোজাতি;
3 বৃষ; 4
ইন্দ্রিয়
(গোচর);
5
পৃথিবী
(গোপতি)।
[সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি.
অনামিকা
ও
বৃদ্ধাঙ্গুলি
প্রসারিত
করলে তার
মধ্যবর্তী
ব্যবধান;
গণ্ডূষ।
̃ কুল বি. 1
গোরুর
পাল; 2
গোষ্ঠ;
3
যমুনাতীরের
গ্রামবিশেষ,
যেখানে
শ্রীকৃষ্ণ
ও
বলরাম
নন্দগৃহে
পালিত
হয়েছিলেন।
গোকুলের
ষাঁড়
(ব্যঙ্গে)
বৃন্দাবনের
মুক্তভাবে
বিচরণশীল
ষাঁড়ের
মতো
স্বেচ্ছাচারী
এবং
দায়দায়িত্বহীন
ব্যক্তি।
̃
ক্ষীর
বি.
গোদুগ্ধ,
গোরুর
দুধ। ̃ খুর, ̃
ক্ষুর
বি. 1
কাঁটা
গাছবিশেষ;
2
গোরুর
ক্ষুর;
3
গোখরো
সাপ। ̃
ক্ষুরা,
̃ খুরা,
গোখরো
বি. ফণায়
গোরুর
ক্ষুরের
মতো
চিহ্নযুক্ত
বিষধর
সাপবিশেষ।
গোখাদক
বিণ.
গোমাংস
ভক্ষণকারী।
̃ গৃহ বি.
গোশালা,
গোয়াল।
̃
গ্রন্হি
বি.
ঘুঁটে।
̃
গ্রাস
বি. 1
প্রায়শ্চিত্তের
পর
গোরুর
মুখে
মন্ত্রপূত
ঘাস দান; 2 বড় বড়
গ্রাস
(গোগ্রাসে
গেলা)।
̃ ঘৃত বি.
গাওয়া
ঘি। ̃ ঘ্ন বিণ.
গোহত্যাকারী।
̃
চন্দন
বি.
গোরোচনা।
̃ চারণ বি. গোরু
চরানো;
গোরুকে
মাঠে নিয়ে ঘাস
খাওয়ানো।
̃ দান বি.
গাভিদানরূপ
পূণ্যকর্ম।
̃
দোহনী,
̃
দোহিনী
বি.
দুধের
ভাঁড়
বা
হাঁড়ি।
̃ ধন বি.
গাভিরূপ
সম্পদ।
̃ ধূলি বি. যখন
গোরুর
পাল
খুরের
আঘাতে
ধুলো
উড়িয়ে
গোয়ালে
ফেরে সেই সময়;
সূর্যাস্তকাল।
গোধূলি
লগ্ন বি.
গোধূলির
শুভক্ষণ
(গোধূলি
লগ্নে
বিয়ে)।
̃ পাট, ̃ বাট বি.
গোগৃহ,
গোয়াল।
̃ বত্স বি.
বাছুর।
̃ বধ বি.
গোহত্যা।
̃
বেড়েন
বি.
গোরুকে
প্রহার
করার মতো
নির্দয়
প্রহার।
̃
বৈদ্য
বি. 1
গোরুর
রোগের
চিকিত্সক।
̃ ব্রজ বি.
গোষ্ঠ;
গোচারণ
মাঠ। ̃
ভাগাড়
বি. মরা গোরু
ফেলবার
স্হান।
̃ মাংস বি.
গোরুর
মাংস।
̃ মাতা (-তৃ) বি. 1
সমস্ত
গোজাতির
মাতৃস্হানীয়া
সুরভি
নামের
গাভী; 2
মাতৃস্বরূপা
গোজাতি।
̃ মুখ বি. 1
গোরুর
মুখ; 2
গোরুর
মুখাকৃতিবিশিষ্ট
বাদ্যযন্ত্রবিশেষ;
3
জপমালার
ঝুলি।
বিণ.
গোরুর
মুখের
মতো
আকৃতিবিশিষ্ট।
̃ মূখী বি. 1
হিমালয়ের
গোমুখাকৃতি
গহ্বরবিশেষ
যার ভিতর দিয়ে
গঙ্গা
নির্গত
হয়েছে;
2
জপমালার
ঝুলি।
̃
মূর্খ
বিণ.
গোরুর
মতো
নির্বোধ,
নিরেট,
বোকা;
অক্ষরপরিচয়
পর্যন্ত
নেই এমন। ̃
মূত্র
বি. চোনা,
গোরুর
প্রস্রাব।
̃ মেধ বি.
গোবলিঘটিত
বৈদিক
যজ্ঞবিশেষ।
̃ যান বি. বলদে টানা
গাড়ি,
গোরুর
গাড়ি।
̃ রক্ত বি.
গোরুর
রক্ত;
(হিন্দুর
পক্ষে)
অস্পৃশ্য
বস্তু।
̃
রক্ষক
বি.
রাখাল।
̃ রস বি.
গোদুগ্ধ;
গোদুগ্ধজাত
দই. ঘি,
ইত্যাদি।
̃ শালা বি.
গোয়াল;
গোরুর
থাকার
জায়গা।
̃ স্তন বি. 1
গোরুর
স্তন; 2
চারটি
'নর' বি
পঙ্ক্তিযুক্ত
হারবিশেষ।
̃
স্তনী
বি. আঙুর ফলের
গোছা।
̃
হত্যা
বি. গোবধ -এর
অনুরূপ।
46)
গার্গী
(p. 246) gārgī বি. গর্গ
মুনির
কন্যা।
[সং. গর্গ + ই
(অপত্যার্থে)
+ ঈ
(স্ত্রী.)]।
87)
গরান
(p. 242) garāna বি. বন্য
গাছবিশেষ
ও
আসবাবপত্র
ব্যবহৃত
তার কাঠ।
[দেশি]।
29)
গোবশা
(p. 256) gōbaśā বি. যে গাভী
প্রসব
করে না,
বন্ধ্যা
গাভী।
[সং.
গো+বশা
(বন্ধ্যা)
সমাসান্ত]।
111)
গালা2
(p. 246) gālā2 ক্রি. 1
গালিয়ে
ফেলা, দ্রব বা তরল করা; 2
ফাটিয়ে
ভিতরের
পদার্থ
বার করা
(ফোঁড়া
গালা) ; 3 বার করে ফেলা,
নিষ্কাশিত
করা
(ভাতের
ফেন
গালা)।
বি. বিণ. উক্ত সব
অর্থে।
[সং. √গল্ + ণিচ্ + বাং. আ]। 98)
গুরু
(p. 253) guru বি. 1
ধর্মোপদেষ্টা;
দীক্ষাদাতা,
মন্ত্রদাতা;
2
আচার্য,
উপদেশক,
শিক্ষক
(গুরুর
কাছে শেখা
বিদ্যা)
; 3
গুরুজন,
মাননীয়
বা
পূজনীয়
ব্যক্তি;
4
দেবগুরু
বৃহস্পতি
(গুরু বার) ; 5 (অমা.)
ওস্তাদ্,
নেতা (ওসব
ধান্দা
ছাড়ো
গুরু)।
বিণ. 1 ভারী, অধিক
(সংখ্যাগুরু
সম্প্রদায়);
2
দুর্বহ
(গুরুভার)
; 3
দায়িত্বপূর্ণ;
4 কঠিন
(গুরুদণ্ড);
5 মহান (গুরু
দায়িত্ব)
; 6 অলঘু
(গুরুপাক
খাদ্য);
7
অতিরিক্ত,
অধিক
(গুরুভোজন)
; 8
(ব্যাক.)
দীর্ঘ
মাত্রাযুক্ত।
[সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1
গুরুর
গৃহ বা
আশ্রম;
2
পুরুষানুক্রমে
পারিবারিক
আচার্যের
বংশ; 3
হরিদ্বারের
নিকটবর্তী
প্রাচীন
ভারতীয়
আদর্শে
স্হাপিত
শিক্ষাকেন্দ্র।
̃
গম্ভীর
বিণ. গভীর
অর্থযুক্ত
এবং
গম্ভীর
শব্দবিশিষ্ট
(গুরুগম্ভীর
বর্ণনা,
গুরুগম্ভীর
ভাষা)।
̃ গিরি বি.
গুরুর
বৃত্তি
বা
পেশা।
̃ গৃহ বি.
গুরুর
বাড়ি।
̃
চণ্ডালী
বি. 1 সাধু
ভাষার
সঙ্গে
চলিত
ভাষার
মিশ্রণ;
2
সংস্কৃত
শব্দের
সঙ্গে
দেশজ
শব্দের
মিশ্রণ;
3
গম্ভীর
শব্দের
সঙ্গে
হালকা
ও চটুল
শব্দের
মিশ্রণ
(যথা,
বারিধিতে
ডুব
দেওয়া,
ডোবার
জলে
নিমজ্জিত)।
̃ জন বি.
পূজনীয়
বা
বয়োজ্যেষ্ঠ
ব্যক্তি।
̃
ঠাকুর
বি.
পারিবারিক
ও
বংশানুক্রমিক
ধর্মোপদেষ্টা।
̃ তর বিণ. 1
দুইয়ের
মধ্যে
অধিক গুরু;
মহত্তর
; 2
সাংঘাতিক,
ভয়ানক
(একটা
গুরুতর
ব্যাপার
ঘটে
গেছে)।
̃ তা, ̃ ত্ব বি. 1
গুরুগিরি;
2
মহত্ত্ব,
মূল্য;
3
মনোযোগ
পাওয়ার
যোগ্যতা
(কথার
গুরুত্ব);
4 ভার, ওজন (gravity); 5
আধিক্য
(অপরাধের
গুরুত্ব)
; 6
গাম্ভীর্য
(পরিস্হিতির
গুরুত্ব)।
̃
দক্ষিণা
বি.
শিক্ষা
সমাপ্ত
হবার পর
শিষ্য
কর্তৃক
গুরুকে
দেওয়া
অর্থ বা
মূল্য,
গুরুবিদায়।
̃ দশা বি. 1 পিতা বা
মাতার
মৃত্যুজনিত
অবস্হা;
2
(জ্যোতিষ)
বৃহস্পতির
দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি.
দীক্ষাগুরুকে
বস্ত্র
অর্থ
অলংকার
ইত্যাদি
দিয়ে বরণ বা
পূজা।
̃ বল বি.
গুরুর
করুণারূপ
শক্তি;
গুরুর
আশীর্বাদ।
̃ বার বি.
বৃহস্পতিবার।
̃ ভাই বি. একই
গুরুর
শিষ্য।
̃
মহাশয়,
̃ মশাই বি. 1
(প্রধানত
পাঠশালার)
শিক্ষক
('পাঠশালাটি
দোকান-ঘরে,
গুরুমশাই
দোকান
করে': স. দ.); 2
(ব্যঙ্গে)
অকালপক্ব
বা
ডেঁপো
ছেলে;
জ্যাঠা
ছেলে।
̃ মা বি. 1
ধর্মোপদেশদাত্রী;
2
গুরুর
পত্নী।
গুরু-মারা
বিদ্যা
গুরুর
কাছ থেকে লব্ধ যে
বিদ্যা
গুরুকেই
জব্দ বা
পরাজিত
করবার
জন্য
ব্যবহৃত
হয়।
গুরুমুখী
বিদ্যা
যে
বিদ্যা
কেবল
গুরুর
কাছ
থেকেই
পাওয়া
যায়,
অর্থাত্
যা বই পড়ে বা
অন্যভাবে
অর্জন
করা যায় না
(সংগীত
একটি
গুরুমুখী
বিদ্যা)।
̃ মুখী,
গুর-মুখী
বি.
শিখদের
মধ্যে
প্রচলিত
বর্ণমালাবিশেষ।
̃ য়া বিণ.
তীব্র,
দুঃসহ
('গুরুয়া
দুখভার':
বিদ্যা);
2
বিপুল
('গিরিবর
গুরুয়া':
বিদ্যা)
; 3
দুর্ভর
('গুরুয়া
কবরীভার':
শ্রীকৃষ্ণমঙ্গল);
4 গভীর,
উত্কৃষ্ট
('আমোদ
গুরুয়া':
শ্রীকৃষ্ণমঙ্গল)।
̃
লঘু-জ্ঞান
বি. কে
মান্য
বা
পূজ্য
এবং কে নয় এই
জ্ঞান
(ছেলেটার
এখনও
গুরু-লঘু
জ্ঞানই
হল না)। ̃ লাঘব বি.
আপেক্ষিক
গুরুত্ব
ও
লঘুত্ব।
̃ সেবা বি.
গুরুর
পরিচর্যা।
̃
স্হানীয়
বিণ.
গুরুতুল্য।
যেমন গুরু
তেমনি
চেলা গুরু ও
শিষ্য
দুজনেই
সমান মন্দ বা
মূর্খ।
30)
Rajon Shoily
Download
View Count : 2577639
SutonnyMJ
Download
View Count : 2185327
SolaimanLipi
Download
View Count : 1785374
Nikosh
Download
View Count : 1026160
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN
Download
View Count : 619999
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us