Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘুম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘুম এর বাংলা অর্থ হলো -

(p. 270) ghuma বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল।
[দেশি]।
ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া।
ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো।
ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা।
কাতুরে
বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন।
ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)।
ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)।
পাড়ানি
বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)।
ঘুমা ক্রি. ঘুমানো।
ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ।
এখনও ঘুমিয়ে থাকবে?)।
ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা।
বি. উক্ত অর্থে।
কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘাগরা, ঘাঘরা
ঘোলা
(p. 272) ghōlā বিণ. 1 আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি); 2 কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)। ক্রি. ঘুলা -র চলিত রূপ। [সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]। ̃ টে বিণ. ঈষত্ ঘোলা। ̃ নো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ। 20)
ঘোষ
ঘটা1
(p. 265) ghaṭā1 বি. 1 ঘটন; 2 সমারোহ, জাঁকজমক (ছেলের বিয়েতে খুব ঘটা হয়েছিল) ; 3 সম্মিলন (গজঘটা); 4 শোভা (পোশাকের কী ঘটা) ; 5 (প্রা. ম. বাং.) সমূহ ('অনঙ্গ তরঙ্গ হোলো উলঙ্গের ঘটা')। [সং. √ঘট্ + অ + আ]। 13)
ঘুচা, ঘোচা
(p. 269) ghucā, ghōcā বি. ক্রি. 1 লোপ পাওয়া, বিনষ্ট হওয়া (সম্পর্ক ঘুচেছে); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (সুখের দিন ঘুচেছে); 3 দূর হওয়া, শেষ হওয়া (দৈন্য ঘোচা, দ্বিধা ঘোচা)। [বাং. √ঘুচ্ + আ]। ̃ নো বি. ক্রি. 1 দূর করা (আমি তোমার দুঃখ ঘোচাব); 2 নষ্ট বা রহিত করা (মাতব্বরি ঘুচিয়ে দেব) ; 3 (উচ্ছিষ্ট বা ময়লা) পরিষ্কার করা। বিণ. উক্ত সব অর্থে। 24)
ঘুর-ঘুট্টি
ঘনাবৃত
(p. 266) ghanābṛta বিণ. মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা (ঘনাবৃত আকাশ)। [সং. ঘন + আবৃত]। 21)
ঘটিত
(p. 265) ghaṭita বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত। 18)
ঘাম
(p. 269) ghāma বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ̃ তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো। 3)
ঘট্ট
(p. 265) ghaṭṭa বি. পুকুরের ঘাট। [সং. √ঘট্ট্ + অ]। 22)
ঘুঁটি
(p. 269) ghun̐ṭi বি. দাবা পাশা প্রভৃতি খেলার গুটিকা। [সং. গুটিকা]। ঘুঁটি চালা ক্রি. বি. দাবা পাশা প্রভৃতি খেলায় দান দেওয়া। 19)
ঘোষণ, ঘোষণা
ঘোঁট
(p. 270) ghōn̐ṭa বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া। [দেশি-তু. সং. √ঘট্ট]। ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।
ঘেঁটু
ঘোপ
(p. 272) ghōpa বি. গোপন স্হান। [তু. বাং. খোপ]। ̃ ঘাপ বি. লুকিয়ে থাকার গোপন বা সংকীর্ণ স্হান। 13)
ঘচ-ঘচ
ঘুনি
(p. 269) ghuni বি. মাছ ধরার ফাঁদাবিশেষ, বাঁশের শলাকা দিয়ে তৈরি খাঁচার মতো মাছ-ধরা ফাঁদ। [দেশি]।
ঘিন-ঘিন
(p. 269) ghina-ghina অব্য. বি. ঘৃণার জন্য অস্বস্তি বোধ (গা ঘিনঘিন করা)। [সং. ঘৃণা]। ঘনে-ঘিনে বিণ. অতিরিক্ত ঘৃণা বোধ করে এমন। 11)
ঘনী-কৃত
(p. 266) ghanī-kṛta বিণ. ঘন করা হয়েছে এমন। [সং. ঘন + ঈ (চ্বি) + √কৃ + ত]। 25)
ঘুটিং
(p. 269) ghuṭi বি. একপ্রকার কাঁকর বা ছোট নুড়ি যা পুড়িয়ে চুন তৈরি হয়। [হি. ঘুট]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140307
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730492
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942670
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883520
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838453
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696618
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603057

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us