Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোরা, ঘোরাঘুরি, ঘোরানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘোরা, ঘোরাঘুরি, ঘোরানো এর বাংলা অর্থ হলো -

(p. 272) ghōrā, ghōrāghuri, ghōrānō যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরিঘুরানো -র চলিত রূপ।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘূর্ণি, ঘূর্ণিত, ঘূর্ণিবাত, ঘূর্ণ্যমান
(p. 270) ghūrṇi, ghūrṇita, ghūrṇibāta, ghūrṇyamāna দ্র ঘূর্ণ। 23)
ঘূর্ণায়মান মঞ্চ
(p. 270) ghūrṇāẏamāna mañca বি. যে মঞ্চ ঘোরে, revolving stage. [সং. √ঘূর্ণ্ + ণিচ্ + শানচ্ = ঘূর্ণায়মান + মঞ্চ]। 22)
ঘণ্টি
ঘুট-ঘুট
ঘিলু
ঘা
(p. 266) ghā বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা। 43)
ঘেমো
(p. 270) ghēmō বিণ. ঘামযুক্ত, ঘামে ভিজে গেছে এমন (ঘেমো গা, ঘেমো জামা)। [বাং. ঘাম + উয়া ও]। 43)
ঘুল-ঘুলি
ঘুম
(p. 270) ghuma বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ̃ কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ̃ ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ̃ ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ̃ পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম। 3)
ঘণ্টা
(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]। 5)
ঘোটন
(p. 272) ghōṭana বি. 1 আলোড়ন; 2 তরল পদার্থের সঙ্গে মিশ্রিত করা ; 3 পেষণ; 4 অন্বেষণ। [বাং. √ঘুট্ (ঘুঁট্) + অন]। ঘোটনা বি. যে দণ্ডের দ্বারা ঘোটা হয়। 7)
ঘড়-ঘড়
ঘুলা
(p. 270) ghulā ক্রি. 1 নেড়ে ঘোলা করা বা ঘোলা হওয়া; 2 আলোড়িত করা বা হওয়া ; 3 মিশিয়ে দেওয়া বা মিশে যাওয়া; 4 জটিল করা বা হওয়া; 5 বিভ্রান্ত করা বা হওয়া (বুদ্ধি ঘুলিয়ে যাওয়া, বুদ্ধি ঘুলিয়ে দেওয়া)। [তু. হি. ঘুলনা]। ̃ নো ক্রি. বি. ঘুলা। বিণ. উক্ত সব অর্থে। 11)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
ঘণ্টিকা, ঘণ্টী
(p. 266) ghaṇṭikā, ghaṇṭī বি. 1 ছোট ঘণ্টা, ঘণ্টি; 2 আলজিভ। [সং. ঘণ্টা + ক + আ, ঘণ্ট + ঈ]। 11)
ঘৃতাচী
(p. 270) ghṛtācī বি. অপ্সরাবিশেষ। [সং. ঘৃত + অঞ্চ + ক্বিপ্ + ঈ]। 29)
ঘনা
(p. 266) ghanā ক্রি. 1 কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া (ভয়ে তার কাছে কেউ ঘনায় না) ; 2 আসন্ন হওয়া (মৃত্যু ঘনাল, দুর্যোগ ঘনিয়ে এল)। [বাং. ঘন + আ]। 15)
ঘুসা2, ঘুসি, ঘুসো2
(p. 270) ghusā2, ghusi, ghusō2 বি. 1 মুষ্টি; 2 মুষ্টি দিয়ে প্রহার। [দেশি-তু. হি. ঘুস্সা, ঘুসা]। ঘুসি মারা ক্রি. বি. মুষ্ট্যাঘাত করা, হাতের মুঠি দিয়ে আঘাত করা। ঘুসি লড়া ক্রি. মুষ্টিযুদ্ধ করা। ঘুসা-ঘুসি, ঘুসো-ঘুসি বি. ঘুসির লড়াই, মুষ্টিযুদ্ধ, boxing. 19)
ঘেঙা
ঘোণা
(p. 272) ghōṇā বি. 1 নাক; 2 ঘোড়ার নাক। [সং. √ঘুণ্ + অ + আ (স্ত্রী.)]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185479
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785542
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901084
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708581
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620130

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us