Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চট্টোপাধ্যায় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চট্টোপাধ্যায় এর বাংলা অর্থ হলো -

(p. 276) caṭṭōpādhyāẏa বি. বাঙালি ব্রাহ্মণদের পদবিবিশেষ।
[চট্ট + উপাধ্যায়]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চুচু-কৃতি
(p. 290) cucu-kṛti বি. চুম্বন; চোষণ বা তরল পদার্থ পান করার চুকচুক শব্দ। [সং. চুচু + √কৃ + তি]। 74)
চোটা৩
(p. 297) cōṭā3 ক্রি. চোটানো, চোট লাগানো। [হি. চোট + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 আঘাত দেওয়া; 2 রাগ করে ধমক দেওয়া; 3 কোপানো, কোদলানো (মাটি চোটানো)। বিণ. উক্ত সব অর্থে।
চৌর
(p. 299) caura বি. চোর। [সং. চোর + অ]। 23)
চালা2
(p. 281) cālā2 বিণ. তৃণাদির দ্বারা নির্মিত চাল বা ছাদবিশিষ্ট (চালাঘর)। বি. 1 চালবিশিষ্ট ঘর (আটচালা); 2 কুঁড়ে (কোনোমতে একটি চালা তৈরি করে তাতেই বাস করছে)। [বাং. চাল + আ]। 173)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চৈন, চৈনিক
(p. 294) caina, cainika বিণ. 1 চীনদেশসম্বন্ধীয়; 2 চীনদেশে জাত। বি. চীনদেশের অধিবাসী। [সং. চীন + অ, ইক]। 98)
চোটা2
(p. 297) cōṭā2 বি. চিটাগুড়। [হি. চোট]। 14)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্তবিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চাড়া2
(p. 281) cāḍ়ā2 বি. 1 তোলা, উপরের দিকে উঠানো; মোচড় দিয়ে উপর দিকে তোলা ('গোঁফে দিল চাড়া': রবীন্দ্র); 2 ঠেকনা, অবলম্বন (ভাঙা ছাদে চাড়া দিয়ে রাখা হয়েছে)। [দেশি]। 93)
চাকা
(p. 281) cākā বি. 1 চক্র (গাড়ির চাকা); 2 চক্রাকার বস্তু (মাছের চাকা, ক্ষীরের চাকা)। বিণ. গোলাকার (চাকা চাকা দাগ)। [বাং. চাক + আ]। চাকা চাকা বিণ. গোল গোল, গোল খণ্ড খণ্ড। 66)
চামড়া
(p. 281) cāmaḍ়ā বি. দেহের বাইরের আবরণ, চর্ম, চাম, ত্বক। [বাং. চাম [ সং. চর্ম) + ড়া (স্বার্থে)]। 130)
চিবা
(p. 290) cibā ক্রি. চর্বণ করা। [সং. √চর্ব্ + বাং. আ]। ̃ নো, চিবোনো ক্রি. চর্বণ করা (বাদাম চিবোচ্ছে, এত শক্ত পেয়ারা চিবানো যায় না)। বি. বিণ. উক্ত অর্থে। চিবিয়ে চিবিয়ে কথা বলা ক্রি. বি. বক্তব্য পরিষ্কার করে না বলা। চিবুনি বি. চর্বণ। 26)
চাল2
(p. 281) cāla2 বি. 1 বাঁশ টিন খড় তৃণ ইত্যাদির তৈরি কাঁচা ঘরের আচ্ছাদন বা ছাদ (ঘরের চাল ফুটো হয়েছে); 2 প্রতিমার পিছনের গোল করে আঁকা চিত্র বা পট (চালচিত্র)। [সং. √চল্ + অ]। ̃ কুমড়ো বি. ছাঁচি কুমড়ো। ̃ চিত্র বি. প্রতিমার পিছনে স্হাপিত চিত্রিত গোলাকার পট। ̃ চুলা (কথ্য) ̃ চুলো বি. আশ্রয়অন্নসংস্হান-কুঁড়েঘরের চাল এবং রান্নার চুলো বা উনুন অর্থে (এমন চালচুলোহীন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেবে?)। চাল কেটে উঠানো ক্রি. উদ্বাস্তু করা। চালের বাতা - বাতা দ্র। 162)
চোটা1
(p. 297) cōṭā1 বি. চড়া সুদ; বেশি সুদ (চোটা খাটানো; চোটাখোর বেণে': কা. প্র.)। [হি. চৌথা]। 13)
চাঁচি, চাঁছি
(p. 281) cān̐ci, cān̐chi বি. জ্বাল-দেওয়া দুধের যে গাঢ় অংশ পাত্র থেকে চেঁচে তোলা হয়। [চাঁচা দ্র]। 35)
-চারী
চাঁদা1
(p. 281) cān̐dā1 দ্র চাঁদি2। 45)
চিত্2, চিত
(p. 288) cit2, cita বিণ. 1 ঊর্ধ্বমুখে শয়ান (চিত্ হওয়া); 2 ওইভাবে শায়িত (চিত করে রাখো); 3 (আল.) পরাজিত ('তোমার শত্রুরা রণক্ষেত্রে চিত্': ব. চ.)। [দেশি-তু. হি. চিত]। ̃ পটাং, ̃ পাত বিণ. সম্পূর্ণ চিত হয়ে পড়ে গেছে এমন। [তি. চিত্রপটাঙ্গ]। 30)
চিদাকাশ
চুম্বক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614707
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227911
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839811
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us