Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চতুঃ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চতুঃ এর বাংলা অর্থ হলো -

(p. 276) catuḥ (-তূর্) বি. বিণ. চার।
[সং. চতুর্]।
পঞ্চাশত্
বি. বিণ 54, চুয়ান্ন।
পঞ্চাশত্তম
বিণ. 54 সংখ্যক।
স্ত্রীপঞ্চাশত্তমী।
পার্শ্ব
বি. চার দিক।
শাখ বি. বেদ।
বিণ. চারটি শাখাবিশিষ্ট।
শাল,শালা
বি. চকমিলানো বাড়ি।
ষষ্টি
বি. বিণ. 64, চৈষট্টি।
ষষ্টি-তম
বিণ. 64 সংখ্যক।
স্ত্রীষষ্টি-তমী।
সপ্ততি
বি. বিণ. 74, চুয়াত্তর।
সপ্ততি-তম
বিণ. 74 সংখ্যক।
স্ত্রীসপ্ততি-তমী।
সীমা
বি. চার দিকের সীমানা, চৌহদ্দি।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চিত্2, চিত
(p. 288) cit2, cita বিণ. 1 ঊর্ধ্বমুখে শয়ান (চিত্ হওয়া); 2 ওইভাবে শায়িত (চিত করে রাখো); 3 (আল.) পরাজিত ('তোমার শত্রুরা রণক্ষেত্রে চিত্': ব. চ.)। [দেশি-তু. হি. চিত]। ̃ পটাং, ̃ পাত বিণ. সম্পূর্ণ চিত হয়ে পড়ে গেছে এমন। [তি. চিত্রপটাঙ্গ]। 30)
চুড়, চূড়
(p. 290) cuḍ়, cūḍ় বি. চুড়ির মতো হাতের অলংকার। [বাং.-তু. হি. চুড়ী]। 79)
চিন্তক
(p. 290) cintaka বিণ. বি. চিন্তাকারী, যে চিন্তা করে। [সং. √ চিন্ত্ + অক]। 14)
চতুর্বিধ
চুটকি2
(p. 290) cuṭaki2 বি. 1 পায়ের আঙুলের ঝুমকোযুক্ত আংটি; 2 আঙুলের তুড়ি (চুটকি দিয়ে ডাকা); 3 চিমটি (এক চুটকি নুন)। বিণ. অল্প কথায় ব্যক্ত সরস ও সরল (চুটকি সাহিত্য)। বি. ছোট ও চটুল রসিকতাপূর্ণ গল্প। [সং. ছোটিকা]। 77)
চলিত
(p. 281) calita বিণ. প্রচলিত, চালু (চলিত প্রথা)। [বাং. √চল্ + ইত]। চলিত ভাষা বি. বর্তমানে প্রচলিত ও কথ্য ভাষা; ভাষার শিষ্ট কথ্য রূপ। 12)
চোলাই
চুলা-চুলি, (কথ্য) চুলো-চুলি
(p. 294) culā-culi, (kathya) culō-culi বি. 1 পরস্পর চুল ধরে টানাটানি; 2 (আল.) তুমুল ঝগড়া বা দ্বন্দ্ব (সামান্য একটা ব্যাপার নিয়ে যে এমন চুলোচুলি হবে তা কে জানত?)। [বাং. চুল + আ + চুল + ই]। 30)
চিরা, চেরা
(p. 290) cirā, cērā ক্রি. 1 বিদারণ করা, বিদীর্ণ করা (বুক চিরে রক্তদান) ফাড়া; 2 লম্বা ফালি করা (কাঠ চেরা)। বি. বিদারণ; ছেদন (কাঠ চেরার কাজ করে)। বিণ. বিদীর্ণ, বিদারিত; ছিন্ন; চিরে বার করা হয়েছে এমন (চেরা কাঠ, দুভাগে চেরা থান কাপড়)। [সং. চীর্ণ + বাং. আ]। ̃ ই বি. 1 বিদারণ; 2 চেরবার মজুরি। ̃ নো ক্রি. অন্যকে দিয়ে বিদারণ করানো; ফাড়ানো। বি. উক্ত অর্থে। 40)
চাল-মুগরা
(p. 281) cāla-mugarā বি. বুনো গাছবিশেষ বা তার বীজ। [দেশি]। চালমুগরার তেল বি. চালমুগরার বীজ থেকে প্রস্তুত এবং ওষুধরূপে ব্যবহৃত তেল। 170)
চই
(p. 274) ci বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]। 3)
চাকা
(p. 281) cākā বি. 1 চক্র (গাড়ির চাকা); 2 চক্রাকার বস্তু (মাছের চাকা, ক্ষীরের চাকা)। বিণ. গোলাকার (চাকা চাকা দাগ)। [বাং. চাক + আ]। চাকা চাকা বিণ. গোল গোল, গোল খণ্ড খণ্ড। 66)
চিন্তিত
চালন, চালনা
চাপড়া1
(p. 281) cāpaḍ়ā1 বি. বড় চ্যাপটা খণ্ড, চাঙড় (ঘাসের চাপড়া)। [বাং. চাপ 2 (=চাঙড়) + ড়া]। 113)
চেঁচা-চেঁচি, চেঁচা-মেচি
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চুল্লি
(p. 294) culli বি. 1 উনুন; 2 চিতা। [সং. চুল্লী]। 32)
চাঁচ1
(p. 281) cān̐ca1 বি. চাটাই, দরমা। [সং. চঞ্চা]। 29)
চড়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us