Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছটরা, ছর্রা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছটরা, ছর্রা এর বাংলা অর্থ হলো -

(p. 301) chaṭarā, charrā বি. বন্দুকের ছোট গুলি বা ছিটে।
[ইং. shot + বাং. রা]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছন
(p. 301) chana বি. পূর্ববঙ্গে ঘর ছাওয়ার খড়জাতীয় তৃণবিশেষ। [তু. সং. শণ]। 34)
ছক্কড়
ছেচল্লিশ
(p. 304) chēcalliśa বি. বিণ. 46 সংখ্যা বা সংখ্যক। [বাং. ছয় + চল্লিশ-তু. হি. ছিয়ালীস]। 136)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছুটন্ত
(p. 304) chuṭanta বিণ. ছুটছে এমন (ছুটন্ত ঘোড়া, ছুটন্ত গাড়ি)। [বাং. √ ছুট্ + অস্ত]। 104)
ছাঁচ2
(p. 303) chān̐ca2 বি. 1 ফর্মা, mould, যার মধ্যে ফেলে কোনো বস্তুর আকার দেওয়া হয় (সন্দেশের ছাঁচ, পুতুলের ছাঁচ); 2 ছাঁচে প্রস্তুত খাবার (ক্ষীরের ছাঁচ); 3 (আল.) ধরন, সাদৃশ্য, আদল (একই ছাঁচে গড়া)। [দেশি-তু. হি. সাঁচা]। 13)
ছর-কট, ছর-কোট
ছোহারা
ছোরা
ছাপরা
(p. 304) chāparā বি. 1 ঘর ছাওয়ার খোলা; 2 খোলা দিয়ে ছাওয়া ঘর। [তু. খাপরা সং. খর্পর]। 34)
ছাড়া
(p. 304) chāḍ়ā ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ। 4)
ছাতলা
(p. 304) chātalā বি. 1 ছত্রক, ছত্রাক; 2 ছাতা, শ্যাওলার মতো মরচে বা ময়লা (ছাতলা পড়া, ছাতলা ধরা)। [বাং. ছাতা2 + লা]। 8)
ছড়া2
(p. 301) chaḍ়ā2 ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]। 18)
ছি, ছ্যা
(p. 304) chi, chyā অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)। 51)
ছত্র1
ছ্যা
(p. 304) chyā দ্র ছি। 174)
ছুপা, ছোপা
(p. 304) chupā, chōpā ক্রি. 1 ছোপ ধরানো; 2 রাঙানো, রং করা (শাড়ি ছোপানো)। [বাং. √ ছোপা]। ̃ নো ক্রি. রঞ্জিত করা, রং করা, ছোপা। বি. রঞ্জন। বিণ. রঞ্জিত (ছোপানো শাড়ি)। 111)
ছাতি2
(p. 304) chāti2 বি. 1 বুকের পাটা বা বিস্তার, ছিনা; 2 (আল.) সাহস। [হি. ছাতী]। ছাতি ফাটা ক্রি. বি. বুক বিদীর্ণ হওয়া (পিপাসায় ছাতি ফাটা)। ছাতি ফোলানো ক্রি. বি. 1 বুক ফোলানো; 2 (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা। 13)
ছেবলা, ছ্যাবলা
(p. 304) chēbalā, chyābalā বিণ. 1 লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; 2 বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ̃ মি, ̃ মো বি. ছেবলা আচরণ বা স্বভাব। 143)
ছিটকা
(p. 304) chiṭakā ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ̃ নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 60)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072236
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768035
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365463
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720824
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697666
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594378
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544560
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542154

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন