Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছুড়া এর বাংলা অর্থ হলো -

(p. 304) chuḍ়ā দ্র ছোড়া।
107)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছটরা, ছর্রা
(p. 301) chaṭarā, charrā বি. বন্দুকের ছোট গুলি বা ছিটে। [ইং. shot + বাং. রা]। 12)
ছেঁকা2
(p. 304) chēn̐kā2 ক্রি. অল্প তেলে বা ঘিয়ে ভাজা; সাঁতলানো। বি. বিণ. উক্ত অর্থে। [সেকা দ্র]। 122)
ছাতিয়া
(p. 304) chātiẏā বি. (ব্রজ.) বুক, ছাতি ('ফাটি যাওত ছাতিয়া': বিদ্যা.)। [ছাতি2 দ্র]। 15)
ছুঁড়া
(p. 304) chun̐ḍ়ā দ্র ছুড়া, ছোড়া। 95)
ছিলা1
(p. 304) chilā1 ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ। 88)
ছানি৩
ছয়-লাপ
(p. 301) chaẏa-lāpa বিণ. 1 পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); 2 সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]। 47)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
ছান্দস
ছউই
(p. 301) chui বি. মাসের ষষ্ঠ দিন। বিণ. মাসের ষষ্ঠ দিনের (ছউই চৈত্র)। [বাং. ছয় + ই]। 4)
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছুঁয়া
(p. 304) chum̐ẏā দ্র ছোঁয়া। 98)
ছলন, ছলনা
(p. 301) chalana, chalanā বি. 1 কপটতা, শঠতা, প্রতারণা ('আশার ছলনে ভূলি': মধু); 2 ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত। 53)
ছাঁকন
(p. 303) chān̐kana বি. ছাঁকা, বস্ত্রাদির সাহায্যে তরল পদার্থ নিঃসারণ বা পরিস্রুত করা। [বাং. √ ছাঁক্ + অন]। 9)
ছবি2
ছে
(p. 304) chē বি. (আঞ্চ.) 1 খণ্ড, ছিন্ন অংশ (কাঠের ছে); 2 বিরাম, ছেদ (বৃষ্টির ছে নেই)। [সং. ছেদ]। ছে কাঠ বি. ঢেঁকির মুষল। 119)
ছোটা1, ছোটাছুটি, ছোটানো
(p. 304) chōṭā1, chōṭāchuṭi, chōṭānō যথাক্রমে ছুটা, ছুটাছুটিছুটানো -র চলিত রূপ। 156)
ছাঁকনা, ছাঁকনি
(p. 303) chān̐kanā, chān̐kani বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]। 10)
ছোঁ
(p. 304) chō বি. হঠাত্ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করা বা কামড় বা ছোবল দেওয়া বা কেডে নেবার চেষ্টা করা (ছোঁ মারা, ছোঁ মেরে নিয়ে যাওয়া)। [সং. ছুপ]। 146)
ছর্দি2
(p. 301) chardi2 বি. বমি; উদগার। [সং. √ ছর্দ্ + ই]। 49)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577940
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185733
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785823
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027071
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901175
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848152
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708632
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620326

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us