Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছিপ2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছিপ2 এর বাংলা অর্থ হলো -

(p. 304) chipa2 বি. বাঁশের কঞ্চি থেকে প্রস্তুত মাছ ধরার লম্বা সরু দণ্ডবিশেষ (ছিপ ফেলে মাছ ধরা)।
[দেশি]।
76)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছাই
(p. 303) chāi বি. 1 ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে; 2 (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?); 3 কিছুই নয় (তুমি ছাই জানো)। [সং. ক্ষার]। ছাই-চাপা আগুন যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না। ছাই-চাপা কপাল ভাঙা কপাল; দুর্ভাগ্য। ̃ পাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস। ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন। ̃ ভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু। 2)
ছন্দো-বদ্ধ
ছিদ্র
ছিয়াত্তর
ছাতার, ছাতারে
(p. 304) chātāra, chātārē বি. চড়াইজাতীয় কিন্তু আকারে একটু বড় ধূসর রঙের পাখিবিশেষ, warbler, seven sisters. [বাং. ছত্র্ (ধ্বন্যা.) + ইয়া এ]। 11)
ছুঁচি-বাই
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
ছাপোষা
(p. 304) chāpōṣā দ্র ছা। 39)
ছিটকানি1
(p. 304) chiṭakāni1 বি. ছিটকে-পড়া তরল পদার্থ। [ছিটকা দ্র]। 61)
ছত্র2
(p. 301) chatra2 বি. অক্ষর-পঙ্ক্তি, লাইন (দু-চার ছত্র লেখা)। [আ. সত্র্]। 25)
ছলাত্
(p. 301) chalāt বি. অব্য. 1 নদীর তটে ঢেউয়ের আঘাতের শব্দ; 2 তরল পদার্থ হঠাত্ উথলে বা চলকে পড়ার শব্দ। [ধ্বন্যা.]। 55)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ছাঁইচ, ছাঁচ
(p. 303) chām̐ica, chān̐ca বি. ঢালু চালের প্রান্তভাগ বা তার দ্বারা আবৃত ঘরের চারপাশ। [দেশি]। ̃ তলা বি. ঘরের চাল বা ছাতের তলদেশ, যেখানে জল গড়িয়ে পড়ে। 8)
ছিটকা
(p. 304) chiṭakā ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ̃ নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 60)
ছাগ
(p. 303) chāga বি. ছাগল, অজ। [সং. √ ছো + গ]। বি. (স্ত্রী.) ছাগী। ̃ বাহন বি. অগ্নিদেব। 23)
ছিট-কানি2
(p. 304) chiṭa-kāni2 বি. দরজা-জানলা ইত্যাদি বন্ধ করার ছোট হুক বা হুড়কোবিশেষ। [হি. সিটকিনী]। 62)
ছবি1
(p. 301) chabi1 বি. 1 দ্যুতি, দীপ্তি (রবিচ্ছবি); 2 শোভা, কান্তি (মুখচ্ছবি)। [সং. √ ছো + ই]। 43)
ছান্দ2
(p. 304) chānda2 বি. ছন্দ, রকম ('বিনাইয়া নানা ছান্দে')। [সং. ছন্দস্]। 28)
ছোঁচা1
ছিট2
(p. 304) chiṭa2 বি. খণ্ড, টুকরা। বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)। [তু. ছিট1]। ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি। 59)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544967
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150945
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1743381
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 957312
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887590
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840729
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699315
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604434

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us