Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছোট্ট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছোট্ট এর বাংলা অর্থ হলো -

(p. 304) chōṭṭa বিণ. (সচ. আদরার্থে) অতি ছোট, অতি হ্রস্ব বা সামান্য (ছোট্ট বই, ছোট্ট ফুল)।
[বাং. ছোট]।
158)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ছিলা1
(p. 304) chilā1 ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ। 88)
ছান্দ1
(p. 304) chānda1 বি. (বর্ত. অপ্র.) বন্ধন ('তব মায়া ছান্দে বিশ্ব পড়ি কান্দে': ভা. চ.)। [সং. √ ছন্দ্ + অ]। 27)
ছন্দ1
ছেঁদে
ছেঁক2, ছ্যাঁক
(p. 304) chēn̐ka2, chyān̐ka অব্য. বি. সহসা উত্তপ্ত তেলে কিছু পড়ার বা উত্তপ্ত কিছুতে জল পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ছেঁক ছেঁক, ছ্যাঁক ছ্যাঁক অব্য. বি. 1 ক্রমাগত ছেঁক শব্দ; 2 ঈষত্ তাপপ্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)। 120)
ছেঁচড়া2, ছ্যাঁচড়া2
ছিপ-ছিপে
(p. 304) chipa-chipē বিণ. কৃশ ও লম্বা (ছিপছিপে গড়নের)। [বাং. ছিপ 2 + ছিপ2 + আ]। 77)
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছোলঙ্গ
ছেঁদা
(p. 304) chēn̐dā বি. ছিদ্র, ফুটো (কলসির ছেঁদা)। [সং. ছিদ্র]। 130)
ছা
(p. 301) chā বি. 1 ছানা; শাবক (পাখির ছা); 2 শিশু, বাচ্চা (ছাপোষা)। [পা. ছাব সং. শাবক]। ̃ পোষা বিণ. বহু সন্তানপালনের দায়দায়িত্ববিশিষ্ট (ছাপোষা লোক, ছাপোষা কেরানি)।
ছিপ1
ছদ্ম
(p. 301) chadma (-দ্মন্) বিণ. 1 কপট, ছলনাকারী; 2 আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ̃ নাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ̃ বেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ̃ বেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ̃ বেশিনী। 33)
ছোপ
(p. 304) chōpa বি. 1 ছাপ, দাগ (কালির ছোপ, পানের ছোপ); 2 প্রলেপ (আরও এক ছোপ রং দিতে হবে)। [বাং. √ ছুপ্ + অ]। 161)
ছিনা1
(p. 304) chinā1 (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ̃ জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক। 69)
ছাতি2
(p. 304) chāti2 বি. 1 বুকের পাটা বা বিস্তার, ছিনা; 2 (আল.) সাহস। [হি. ছাতী]। ছাতি ফাটা ক্রি. বি. বুক বিদীর্ণ হওয়া (পিপাসায় ছাতি ফাটা)। ছাতি ফোলানো ক্রি. বি. 1 বুক ফোলানো; 2 (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা। 13)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছৌ, ছো
ছোটা1, ছোটাছুটি, ছোটানো
(p. 304) chōṭā1, chōṭāchuṭi, chōṭānō যথাক্রমে ছুটা, ছুটাছুটিছুটানো -র চলিত রূপ। 156)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us