Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জেলার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জেলার এর বাংলা অর্থ হলো -

(p. 327) jēlāra বি. জেলের অধ্যক্ষ, কারাধ্যক্ষ।
[ইং. jailor]।
83)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জমিন
(p. 312) jamina বি. জমি ('মানবজমিন রইল পতিত': রা. প্র.)। [ফা. জমীন্]। 114)
জ্ঞাপক
(p. 331) jñāpaka বিণ. 1 যে বা যা জানায়, যে বা যা জ্ঞাপন করে; 2 দ্যোতক, ব্যঞ্জক, প্রকাশক (অর্থজ্ঞাপক); 3 প্রচারক (সংবাদজ্ঞাপক)। [সং. √ জ্ঞা + ণিচ্ + অক]। 19)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞানঅভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
জবর
জমা1
(p. 312) jamā1 ক্রি. 1 সঞ্চিত বা সংগৃহীত হওয়া (টাকা জমছে); 2 স্তূপীকৃত হওয়া (ময়লা জমে); 3 বুদ্ধি পাওয়া (পসার জমছে না, মেঘ জমছে); 4 জমাট বাঁধা, ঘন বা কঠিন হওয়া (বরফ জমছে); 5 সমবেত বা একত্র হওয়া (লোক জমছে); 6 উপভোগ্য হওয়া, সরগরম হওয়া (গানটা বেশ জমেছে, আসর জমেছে); 7 অসাড় বা ঠাণ্ডা হওয়া (হাত-পা জমে যাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র]। 104)
জয়
(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। 121)
জাত৪
(p. 321) jāta4 বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া। 9)
জাজিম
জ্যামিতি
(p. 331) jyāmiti বি. রেখা ক্ষেত্র ঘন প্রভৃতিসম্বন্ধীয় গণিত, geometry. [সং. জ্যা (=পৃথিবী) + মিতি (পরিমাণ)]। ̃ ক বিণ. জ্যামিতিশাস্ত্রসম্বন্ধীয়। 52)
জগন্মোহন
(p. 312) jaganmōhana বিণ. বি. পৃথিবীকে যে মুগ্ধ করে। [সং. জগত্ + মোহন]। 2)
জেলে, জেলিয়া
(p. 327) jēlē, jēliẏā বি. ধীবর, মত্স্যশিকারি, মত্স্যব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ। [সং. জাল2 + বাং. ইয়া এ]। স্ত্রী. জেলেনি। ̃ ডিঙি বি. জেলেদের ব্যবহৃত মাছ ধরার ছোট নৌকা। 85)
জিত্তল
(p. 324) jittala বিণ. দীর্ঘকাল বেঁচে থাকে এবং জলে জিইয়ে রাখা যায় এমন (জিত্তল মাছ)। বি. 1 মাছবিশেষ, শিঙি মাছ; 2 গাছবিশেষ (জিত্তলের ডাল)। [সং. জীব জি + ওয়াল ওল]। 29)
-জ্ঞ
(p. 331) -jña (সমাসের পরপদে) বিণ. বিজ্ঞ; জানে এমন (বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, রাজনীতিজ্ঞ)। [সং. √ জ্ঞা + অ]। 7)
জলাশয়
(p. 312) jalāśaẏa বি. 1 জলের আধার; 2 নদী, পুকুর, ডোবা প্রভৃতি। [সং. জল + আশয় (=আধার)]। 169)
জয়া
জোয়াল
জিনা
(p. 325) jinā ক্রি. (কাব্যে) জয় করা, জিতে নেওয়া ('জিনিব আজিকার রণে')। [প্রাকৃ. √ জিন সং. √ জি]। 16)
জুত2
(p. 327) juta2 বি. 1 আরাম; 2 সুবিধা (খাওয়ার জুত হচ্ছে না, জুতসই)। [হি. জোড় = মেল, মিলন]। 35)
জ্বালা-মুখ
(p. 331) jbālā-mukha বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]। 44)
জিয়া
(p. 325) jiẏā ক্রি. (কাব্যে) বাঁচানো; জিয়ানো। [প্রাকৃ √ জিঅ সং. জীব]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534694
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140208
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730366
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942540
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883489
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838435
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696602
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us