Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝপ এর বাংলা অর্থ হলো -

(p. 334) jhapa বি. হঠাত্ জলে পড়ার শব্দ।
ক্রি-বিণ. খপ, ঝাঁ, তাড়াতাড়ি (ঝপ করে নিয়ে এসো)।
[ধ্বন্যা.]।
ঝপ-ঝপ বি. ক্রি-বিণ. ক্রমাগত ঝপ শব্দ; তাড়াতাড়ি (ঝপাঝপ করে কাজ সারা)।
ঝপা-ঝপ ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, ঝপাঝপ করে (ঝপাঝপ স্নান করে এসো)।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝঞ্ঝাট
ঝপ
ঝুল৩
(p. 339) jhula3 বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]। 19)
ঝোঁক
(p. 339) jhōn̐ka বি. 1 ঝুঁকে থাকার ভাব; 2 নীচের দিকে টান; আকর্ষণ; 3 পক্ষপাত; 4 শখ, আগ্রহ (ছবি আঁকায় তার একেবারেই ঝোঁক নেই, দেশভ্রমণের ঝোঁক); 5 ঘোর, প্রভাব (নেশার ঝোঁক)। [বাং. ঝুঁকা হি. ঝুঁকা]। 27)
ঝল-ঝল
(p. 334) jhala-jhala বি. ঝুলে পড়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঝলঝল করছে)। [ধ্বন্যা.]। ঝল-ঝলে বিণ. ঢিলা, ঝলঝল করে এমন (ঝলঝলে জামা)। 44)
ঝিঙে
(p. 338) jhiṅē দ্র ঝিঙা। 5)
ঝল-মল
(p. 334) jhala-mala বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝল-মলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝল-মলানো ক্রি. ঝলমল করা। বি. বিণ. উক্ত অর্থে। ঝল-মলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝল-মলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত। 45)
ঝুরু-ঝুরু
(p. 339) jhuru-jhuru ক্রি-বিণ. ঝুরঝুর শব্দে, ঝুরঝুর করে ('ঝুরুঝুরু বায়ু বহে যায়': রবীন্দ্র; ঝুরুঝুরু বালি ঝরছে)। [ঝরঝর দ্র]। 16)
ঝঞ্ঝাক্ষুব্ধ, ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবর্ত, ঝঞ্ঝাবাত
(p. 334) jhañjhākṣubdha, jhañjhānila, jhañjhābarta, jhañjhābāta দ্র ঝঞ্ঝা। 14)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝাঁপানো
(p. 336) jhām̐pānō ক্রি. ঝাঁপ বা লাফ দেওয়া; উপর থেকে নীচে লাফিয়ে পড়া। বি. উক্ত অর্থে। [ঝাঁপা2 দ্র]। 21)
ঝিঁক, ঝিক
ঝিল-মিল2
(p. 338) jhila-mila2 বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব ('স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]। ঝিলি-মিলি বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিল-মিলে বিণ. ঝিলমিল করে এমন। 22)
ঝপাং, ঝপাত্
(p. 334) jhapā, ñjhapāt বি. জলের মধ্যে ঝাঁপ দেবার বা ভারী কিছু পড়ার আওয়াজ। [ধ্বন্যা.]। 29)
ঝটকা, ঝটকানি
(p. 334) jhaṭakā, jhaṭakāni বি. আকস্মিক তীব্র টান, হেঁচকা টান। [হি. ঝটক্]। 16)
ঝুট-মুট
(p. 338) jhuṭa-muṭa ক্রি-বিণ. মিছিমিছি, অকারণে (ঝুটমুট ঝামেলা করা)। [হি. ঝুট (মিথ্যা) + মুট (সহচর শব্দ)]। 29)
ঝিম
(p. 338) jhima বি. তন্দ্রাবেশ, ক্লান্তি প্রভৃতির দরুন আচ্ছন্নতা, অবসন্ন ভাব (দুপুরে খাওয়ার পর ঝিম ধরে)। বিণ. তন্দ্রা ইত্যাদির জন্য অবশ বা আচ্ছন্ন (ঝিম হয়ে বসে থাকা)। [বাং. √ ঝিমা]। 11)
ঝিণ্টি
(p. 338) jhiṇṭi বি. ঝাঁটি ফুল বা তার গাছ। [সং. ঝিণ্টী]। 6)
ঝাঁজ2, ঝাঁজ
(p. 336) jhān̐ja2, jhān̐ja বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র। 5)
ঝাঁপা2
(p. 336) jhām̐pā2 ক্রি. ঝাঁপানো, লাফিয়ে পড়া (জলে ঝাঁপাছে)। [সং. ঝম্প + বাং. আ]। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2540262
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2146136
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1737370
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 950747
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 885751
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 839691
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698162
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603830

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us