Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝুড়া, ঝোড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝুড়া, ঝোড়া এর বাংলা অর্থ হলো -

(p. 338) jhuḍ়ā, jhōḍ়ā ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা।
বিণ. উক্ত অর্থে।
[তু. ঝাড়া]।
নো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো।
বিণ. উক্ত অর্থে।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝাঁপ2
(p. 336) jhām̐pa2 বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)। [সং. ঝম্প]। 14)
ঝালস
(p. 336) jhālasa বি. (আঞ্চ.) রোদের তাপ; গ্রীষ্মের খরতাপ (এই ঝালসে পথে বেরোনো দায়)। [ঝলসা দ্র]। 44)
ঝারা
(p. 336) jhārā বি. 1 মাটি ফুলের চারা ইত্যাদির উপর জলসেচন করার বহুছিদ্রযুক্ত জলপাত্র; 2 ওই জলপাত্র দ্বারা জলসেচন বা তা থেকে জলের ক্ষরণ। [সং. ধারা]। 39)
ঝোড়া2, ঝোড়ানো
(p. 339) jhōḍ়ā2, jhōḍ়ānō যথাক্রমে ঝুড়াঝুড়ানো -র চলিত রূপ। 32)
ঝুরা1
(p. 339) jhurā1 ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর প্রাকৃ. √ জুর সং. √ খিদ]। 13)
ঝরনা
(p. 334) jharanā বি. 1 নির্ঝর, ফোয়ারা; 2 প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়। 38)
ঝিঙে
(p. 338) jhiṅē দ্র ঝিঙা। 5)
ঝুমকা, (কথ্য) ঝুমকো
(p. 339) jhumakā, (kathya) jhumakō বি. 1 গোল থোলোর মতো ফুলবিশেষ বা তার লতা; 2 ঝুমকো ফুলের মতো আকারবিশিষ্ট মেয়েদের কানের গহনাবিশেষ। [হি. ঝুমকা]। 7)
ঝাঁটা
(p. 336) jhān̐ṭā বি. ঝাড়ু, খ্যাংরা, সম্মার্জনী। ক্রি. ঝাঁটানো। [দেশি]। ̃ খেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ। ̃ নো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। বি. উক্ত অর্থে। ̃ পেটা বি. ঝাঁটার প্রহার। 11)
ঝাঁপটা
(p. 336) jhām̐paṭā বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপা। [বাং. ঝাঁপ 1 + টা]। 15)
ঝলক
(p. 334) jhalaka বি. 1 দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); 2 তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম ('চোখে আমার ঝলক লাগে': রবীন্দ্র); 3 উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক -এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে। 43)
ঝিয়ারি
ঝোলা2
(p. 340) jhōlā2 বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)। [বাং. ঝুল + আ]। 5)
ঝাড়2
(p. 336) jhāḍ়2 বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)। [ঝাড়া দ্র]। 25)
ঝোলা1
(p. 340) jhōlā1 বিণ. ঝোলের মতো, পাতলা (ঝোলা গুড়)। [বাং. ঝোল + আ]। 4)
ঝক্কি
ঝট-পট1
(p. 334) jhaṭa-paṭa1 ক্রি-বিণ. অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি (ঝটপট কাজ শেষ করো)। [ঝট দ্র]। 17)
ঝাড়ু
(p. 336) jhāḍ়u বি. ঝাঁটা। [হি. ঝাড়ু]। ̃ দার বি. 1 যে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করার কাজ করে; 2 মেথর। [হি. ঝাড়ু + ফা. দার]। 29)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝাঁকুনি
(p. 336) jhān̐kuni দ্র ঝাঁকা2। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534952
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140491
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730714
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942920
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883589
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696672
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us