Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঢেমনা, ঢ্যামনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঢেমনা, ঢ্যামনা এর বাংলা অর্থ হলো -

(p. 362) ḍhēmanā, ḍhyāmanā বি. 1 লম্পট; 2 নির্বিষ সাপবিশেষ।
[দেশি]।
স্ত্রী. ঢেমনি।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঢোল
(p. 362) ḍhōla বি. 1 চর্মবৃত বাদ্যযন্ত্রবিশেষ, ঢাকের চেয়ে ছোট আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ; 2 (আল.) ঢোলের মতো ফোলা বা ফাঁপা অবস্হা (ফুলে ঢোল হয়েছে)। [মুন্ডা.] ঢোল দেওয়া ক্রি. বি. 1 ঢেঁড়া পিটানো; 2 প্রচার করা। নিজের ঢোল নিজে পেটা আত্মপ্রশংসা করা। ̃ ক বি. ঢোল; ছোট ঢোল। ̃. শোহরত বি. ঢোল পি়টিয়ে প্রচার বা ঘোষণা। 26)
ঢাক
(p. 360) ḍhāka বি. 1 বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 20)
ঢোঁক1-ঢুঁড়া
(p. 362) ḍhōn̐ka1-ḍhun̐ḍ়ā র চলিত রূপ। 21)
ণিচ্
(p. 362) ṇic বি. (ব্যাক.) সংস্কৃত প্রত্যয়বিশেষ: কর্তা নিজে ক্রিয়া সম্পন্ন না করে অপরকে দিয়ে সাধিত করলে এই প্রত্যয় হয়, যেমন √ দৃশ্ (দেখা) + ণিচ্ = দর্শি (দেখানো)। 36)
ঢাকাই
ঢোঁড়া2
ঢং1
(p. 360) ḍha1 বি. 1 ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো); 2 গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)। [দেশি]। ঢঙি বি. বিণ. (স্ত্রী.) ঢং করে এমন। 3)
ঢেঙা, ঢ্যাঙা
(p. 362) ḍhēṅā, ḍhyāṅā বিণ. লম্বা, লম্বাটে; বেমানানধরনের লম্বা (ঢেঙা লোক) [হি. ঢঙ্গা]। 12)
ঢোলতা
(p. 362) ḍhōlatā বি. 1 ছলনা; 2 ভান (ওসব ঢোলতায় ভুলব না)। [বাং. ঢোল (আঞ্চ. = রঙ্গ, তামাশা) + তা]। 27)
ঢাঁই
(p. 360) ḍhām̐i বি. বোয়ালজাতীয় মাছবিশেষ। বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)। [দেশি]। 19)
ঢেউ
(p. 362) ḍhēu বি. 1 জলের উচুনিচু আন্দোলন, সমুদ্র নদী প্রভৃতির জলে আন্দোলনের জন্য সৃষ্ট উচুনিচু অবস্হা, তরঙ্গ, হিল্লোল ('ওগো জলের রাণী, ঢেউ দিয়ো না গো'): রবীন্দ্র); 2 তাপ, আলোক, শব্দ বা বিদ্যুত বহনকারী বাতাস বা অন্য মাধ্যমের উচুনিচু আন্দোলন। [দেশি]। ঢেউ-খেলানো, ̃. তোলা বিণ. তরঙ্গায়িত, ঢেউয়ের মতো উচুনিচু (ঢেউ-খেলানো চুল)। ঢেউ দেওয়া বি. ক্রি. হাত, পাত্র ইত্যাদি দিয়ে জল সরিয়ে জলে ঢেউ সৃষ্টি করা। 5)
ঢেপসা, ঢ্যাপসা
(p. 362) ḍhēpasā, ḍhyāpasā বিণ. 1 ঢিপির মতো; 2 বেমানান; 3 মোটা; 4 অকর্মণ্য; 5 ঢোসকা। [বাং. ঢিপি + সা]। ঢেপসি বিণ. বি. (স্ত্রী.) মোটা বা অকর্মণ্য মেয়ে। 14)
ঢিল1
(p. 361) ḍhila1 বি. মাটি পাথর ইট প্রভৃতির ছোট টুকরো বা ডেলা (ঢিল ছোড়া)। [দেশি]। অন্ধকারে (আন্দাজে) ঢিল ছোড়া ক্রি. বি. (আল.) কার্যসিদ্ধি হলেও হতে পারে এই আশায় অনিশ্চিয়তা সত্ত্বেও কিছু করা; সঠিক না জেনে না বুঝে কোনো কাজ করা বা কোনো কথা বলা। ঢিল মারলে পাটকেল খেতে হয়, ঢিলের বদলে পাটকেল আঘাতের উত্তরে আরও বড় প্রত্যাঘাত আসে। এক ঢিলে দুই পাখি মারা এক উদ্দেশ্য সিদ্ধ করতে গিয়ে অন্য উদ্দেশ্যও সিদ্ধ করা; এক চেষ্টায় দুই কাজ সম্পন্ন করা। 13)
ঢল
ঢোক
(p. 362) ḍhōka (আঞ়্চ.) ঢোঁক বি. যে পরিমাণ তরল পদার্থ একেবারে গেলা যায় (এক ঢোক দুধ); গলাধঃকরণের ভঙ্গি (ঢোক গেলা) [দেশি]। ঢোক গেলা ক্রি. বি. গলাধঃকরণের ভঙ্গি করা; উক্ত ভঙ্গি সহকারে ইতস্ততভাবে প্রকাশ করা। 23)
ঢলতা
(p. 360) ḍhalatā বি. 1 পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে 2 গ্রাম ঢলতা চলে যাচ্ছে); 2 টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]। 16)
ঢাকা
(p. 360) ḍhākā বি. 1 ঢাকনা; 2 আবরণ ('খুলে দিলে স্তব্ধতার ঢাকা': রবীন্দ্র)। বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ক্রি. 1 আবৃত করা, আচ্ছাদিত করা; 2 ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); 3 চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ.ঢক্ক-তু. হি. √ ঢাক]। 23)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
ঢেকুর
(p. 362) ḍhēkura বি. উদগার, হিক্কা। [হি. ডকার]। 11)
ঢুস
(p. 362) ḍhusa বি. (আঞ্চ.) ঢুঁ; শিং বা মাথা দিয়ে গুঁতো। [ঢু দ্র] ঢুসা। ক্রি. ঢুঁ দেওয়া, ঢুঁ মারা, গুতানো। ঢুসানো ক্রি. মাথা বা শিং দিয়ে আঘাত করা, ঢুঁ মারা; গুঁতানো। বি. উক্ত অর্থে। ঢুসা-ঢুসি, (কথ্য) ঢুসো-ঢুসি বি. পরস্পরের মাথা বা শিং দিয়ে আঘাত (দুই ছাগলের ঢুসোঢুসো) 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614719
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us