Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তণ্ডুল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তণ্ডুল এর বাংলা অর্থ হলো -

(p. 364) taṇḍula বি. চাল।
[সং. √ তণ্ড্ + উল]।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তব1
(p. 367) taba1 সর্ব. (কাব্যে) তোমার ('তব শুভ আশিস মাগে' : রবীন্দ্র)। [সং. তব]। 49)
তাঞ্জাম
তুস1
(p. 375) tusa1 বি. নরম পশমি বস্ত্রবিশেষ, মলিদা। [আ. তুস্]। 236)
তখন
(p. 363) takhana ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। সমু. তব্য. 1 তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); 2 তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); 3 অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। ̃ ই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। ̃ কার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
তর্পণ
তৃষা, তৃষ্ণা
তদবির
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
তুল্য
(p. 375) tulya বিণ. সদৃশ, অনুরূপ, সমান (তার তুল্য বীর কে আছে?)। [সং. তুলা + য]। ̃ মূল্য বিণ. সমান সমান, সমকক্ষ (দুজনের যোগ্যতা তুল্যমূল্য)। ̃ যোগিতা বি. সাদৃশ্যমূলক কাব্যালংকারবিশেষ। ̃ রূপ বিণ. একই রকম। তূল্যাকৃতি বি. একই রকমের চেহারা। বিণ. তুল্যরূপ, একই চেহারা বা মূর্তিবিশিষ্ট। 230)
তোল, তোলক
(p. 387) tōla, tōlaka বি. তোলা, 8 রতি বা 16 মাষা। [সং. √ তুল্ + অ, + ক]। 32)
তূরী, তূর্য
(p. 375) tūrī, tūrya বি. ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ, রণশিক্ষা ('থেমে গেল রণতুর্য': রবীন্দ্র)। [সং. √ তূর্ + অ (অচ্) + ঈ, য]। 240)
তিনি
তীব্র
তেজি1
(p. 375) tēji1 বিণ. চড়া (মাছের বাজার এখন খুব তেজি)। [বাং. তেজ ( সং. তেজস্) + ই]। ̃ মন্দি বি. চাহিদার অনুপাতে বাজারদরের হ্রাস-বৃদ্ধি। 279)
তোলা2
(p. 387) tōlā2 বি. হাটবাজারের ব্যাপারীদের পণ্যের যে অংশ জমিদার বা বাজারের মালিক খাজনা বাবদ তুলে নেয় (মালিকের চাকর রোজ তোলা আদায় করে)। বিণ. 1 তুলে রাখা হয়েছে এমন, রক্ষিত (তোলা খাবার); 2 পোশাকি (তোলা জামা); 3 তুলে অর্থাত্ সংগ্রহ করে রাখা হয়েছে এমন (তোলা জলে স্নান); 4 স্হানান্তরিত করা যায় এমন (তোলা উনুনে রান্না); 5 অঙ্কিত, খোদাই করা বা ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (পল-তোলা); 6 স্মরণে রাখা হয়েছে এমন, স্মৃতিগত (সব তোলা আছে মনে); 7 স্হগিত, ভবিষ্যতের জন্য রাখা হয়েছে এমন (এ তর্ক তোলা রইল); 8 নির্মিত (বাবার তোলা দালান); 9 চয়িত (ভোরে তোলা ফুল)। [বাং. √ তুল্ + আ]। 36)
তুষার
(p. 375) tuṣāra বি. বরফ, হিমানী, নীহার (তুষারপাত)। বিণ. শীতল, ঠাণ্ডা (তুষারকর)। [সং. √ তুষ্ + আর]। ̃ গিরি, তুষারাদ্রি বি. হিমালয় পর্বত। ̃ ধবল বিণ. বরফের মতো সাদা। ̃ মৌলি বিণ. চূড়ায় বা শীর্ষে বরফ রয়েছে এমন, যার চূড়া বরফে ঢাকা। 234)
তির
(p. 375) tira বি. বাণ, শর। [ফা. তীর]। ̃ ন্দাজ বি. বিণ. তির নিক্ষেপে পটু এমন ব্যক্তি; তির নিক্ষেপকারী; ধানুকি। 138)
তঞ্চ
(p. 364) tañca বি. 1 প্রতারণা; ছলনা; 2 কৌশল। [সং. √ তঞ্চ্ + অ]। ̃ বিণ. প্রবঞ্চক, প্রতারক, বঞ্চনাকারী, ঠগ। [সং. √ তঞ্চ্ + অক]। ̃ কতা বি. প্রবঞ্চনা, প্রতারণা, চাতুরী। 14)
তরতর2
(p. 367) taratara2 বি. দ্রুত গতি বা স্রোতের বেগের ভাব (তরতর করে বয়ে যাচ্ছে, তরতর করে নারকেল গাছে উঠে পড়ল)। [দেশি]। তর-তরিয়ে ক্রি-বিণ. অত্যন্ত দ্রুত, তরতর করে। 100)
তালব্য
(p. 375) tālabya বিণ. 1 তালু থেকে উচ্চারিত (তালব্য ধ্বনি); 2 তালুসম্বন্ধীয়। [সং. তালু + য]। তালব্য বর্ণ তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণ অর্থাত্ ই, ঈ, এ, চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ। 91)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098900
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us