Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তিরস্কার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তিরস্কার এর বাংলা অর্থ হলো -

(p. 375) tiraskāra বি. 1 ভর্ত্সনা, ধমক; 2 অনাদর, অবজ্ঞা; 3 নিন্দা।
[সং. তিরস্ + √ কৃ + অ]।
তিরস্কৃত বিণ. 1 ভর্ত্সিত; 2 অনাদৃত; 3 নিন্দিত; 4 আচ্ছাদিত।
140)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তোশক
(p. 387) tōśaka বি. বিছানায় পাতবার জন্য তুলোর গদিবিশেষ, mattress. [ফা. তোশক]। 42)
তস-বির
(p. 372) tasa-bira বি. ছবি, প্রতিকৃতি। [আ. তস্বীর়]। 8)
তুড়ি
(p. 375) tuḍ়i বি. বুড়ো আঙুলের সঙ্গে মধ্যমা বা অনামিকার সংযোগে কৃত শব্দ। [দেশি]। তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া। তুড়ি মারা ক্রি. বি. (আল.) তুচ্ছজ্ঞান করা, অগ্রাহ্য করা। ̃ লাফ বি. স্ফূর্তির বশে হঠাত্-তিড়িং লাফ। 186)
তম-সুক
(p. 367) tama-suka বি. ঋণের দলিল, ঋণ স্বীকারপত্র, খত। [আ. তমস্সুক]। বন্ধকি তমসুক বি. বাঁধা রাখবার খত বা দলিল, মর্টগেজের দলিল। 71)
তোলন
(p. 387) tōlana বি. 1 ওজন করা, পরিমাপন; 2 তোলা, উত্তোলিত করা, উঠানো। [সং. √ তুল্ + অন]। 33)
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
তাসা2
(p. 375) tāsā2 বি. তাসের মতো মোটা কাগজের খণ্ড যাতে সুতো জ়ড়ানো থাকে (তাসার সুতো)। [হি. তাস + বাং. আ]। 109)
তুন্ন
(p. 375) tunna বি. ছেঁড়া কাপড়। বিণ. ব্যথিত, দুঃখিত।[সং. √ তুদ্ + ত]। ̃ বায় বি. 1 যে ছেঁড়া কাপড় সেলাই করে; 2 দরজি। তু. তন্তুবায়। 191)
তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত
তড়িদ্-দ্বার
তিজেল
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শনতীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
তখতনামা
(p. 363) takhatanāmā দ্র তকতনামা। 26)
তাংড়া
তালা2
(p. 375) tālā2 বি. পাকা বাড়ির উল্লম্ব স্তর বা বিভাগ, উপর্যুপরি অবস্হিত তল, তলা (দোতালা বাড়ি)। [সং. তল]। 93)
তহি, তহিঁ
(p. 372) tahi, tahi অব্য. (ব্রজ. ও প্রা. বাং.) 1 সেখানে; 2 আরও, অধিকন্তু; 3 সেইজন্য, অতএব; 4 তার মধ্যে; 5 তখন। [সং. তস্মিন্]। 19)
তেহাই1
(p. 375) tēhāi1 বি. (সংগীতে) সম বা তাল শেষ করার আগে বাদ্যযন্ত্রে তিনবার আঘাত; সমান বোলবিশিষ্ট তালের তিন অংশ যার শেষ প্রস্বন পড়ে সমের উপর। [হি. তিহাই]। 326)
তারণ
(p. 375) tāraṇa বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়। 64)
তরস্হান
(p. 367) tarashāna দ্র তর5। 116)
তপতী
(p. 367) tapatī বি. 1 সূর্যপত্নী ছায়া; 2 সূর্যের কন্যা; 3 তাপ্তী নদী। [সং. √ তপ্ + অত্ + ঈ]। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us