Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুন্ন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তুন্ন এর বাংলা অর্থ হলো -

(p. 375) tunna বি. ছেঁড়া কাপড়।
বিণ. ব্যথিত, দুঃখিত।
[সং. √ তুদ্ + ত]।
বায় বি. 1 যে ছেঁড়া কাপড় সেলাই করে; 2 দরজি।
তু. তন্তুবায়।
191)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তস-রিফ
তিষ্ঠোনো, তিষ্ঠানো
(p. 375) tiṣṭhōnō, tiṣṭhānō ক্রি. বি. টিকে থাকা, বেশিক্ষণ বাস করা বা অবস্হান করা (মশার কামড়ে এখানে তিষ্ঠানো দায়, ছেলেটা দুদণ্ড তিষ্ঠোতে দেয় না)।[বাং.তিষ্ঠা সং. অতসী]। 160)
তথা
(p. 365) tathā অব্য. 1 সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার); 2 সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা); 3 সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়); 4 উদাহরণস্বরূপ (তথা, রামায়ণমহাভারতে); 5 অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)। [সং. তদ্ + থা]। ̃ কথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)। ̃ কার বিণ. সেখানকার। ̃ গত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব। বিণ. সেই প্রকারে আগত বা গত। ̃ গতি বি. নির্বাণ ('আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে': সু. দ.)। ̃ চ, ̃ পি অব্য. তবুও; তা সত্ত্বেও। ̃ বিধ বিণ. সেইরকম, তাদৃশ। ̃ ভূত বিণ. 1 সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; 2 সেইভাবে উত্পন্ন বা জাত। ̃ য় অব্য. বি. সেখানে, সেই স্হানে ('সত্বর তথায় গমন কর')। ̃ স্তু অব্য. তাই হোক। 10)
তারণ
(p. 375) tāraṇa বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়। 64)
তদ্বিধ
(p. 365) tadbidha বিণ. সেইপ্রকার, সেইরকম। [সং. তদ্ + বিধা (সমাসান্ত)]।
তদ্বত্
(p. 365) tadbat অব্য. সেইরকম, তত্তুল্য। [সং. তদ্ + বত্]। 45)
তদ্বিষয়ক
(p. 367) tadbiṣaẏaka বিণ. সেই বিষয় সম্বন্ধীয়; তার বিষয় সম্বন্ধীয়। [সং. তদ্ + বিষয়ক]। 2)
তেরিয়া
তফাত, (বর্জি.) তফাত্
(p. 367) taphāta, (barji.) taphāt বি. 1 দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); 2 দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); 3 পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। বিণ. 1 দূরগত (তফাত হও); 2 পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]। 48)
তো1
(p. 375) tō1 বি. বস্ত্রাদির পাট বা ভাঁজ (কাপড় তো করে রাখা)। [ফা. তহ্]। 338)
তন্দ্রা
(p. 367) tandrā বি. নিদ্রার আবেশ, পাতলা বা হালকা ঘুম। [সং. √ তন্দ্র + অ + আ]। ̃ বেশ বি. ঘুমের ঝোঁক। ̃ লু, তন্দ্রিত বিণ. 1 ঘুমাতে চায় এমন; 2 ঘুমের আবেশযুক্ত, তন্দ্রাবিষ্ট; 3 আলস্যযুক্ত। 21)
তাজ্জব
তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত
তাড়ানো
(p. 373) tāḍ়ānō ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্হা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। 49)
তেজীয়ান
(p. 375) tējīẏāna (-য়স্) বিণ. অতি তেজস্বী; মহা পরাক্রমশালী। [সং. তেজস্বিন্ + ঈয়সু]। 281)
ত্বাচ
(p. 387) tbāca বিণ. 1 ত্বকসম্বন্ধীয়; 2 ত্বকের স্পর্শ দিয়ে বোঝা যায় এমন। [সং. ত্বচ্ + অ]। 67)
তড়িত্বান, (বর্ত. অপ্র.) তড়িত্বান্
(p. 364) taḍ়itbāna, (barta. apra.) taḍ়itbān (-ত্বত্) বি. মেঘ। [সং. তড়িত্ + বত্]। তড়িদ্-গতি বি. 1 বিদ্যুতের মতো গতি বা অবিরাম প্রবাহ; 2 (গৌণ অর্থে) অতি দ্রুত গতি। তড়িদ্-গর্ভ বি. মেঘ। তড়িদ্দাম বি. বিদ্যুতের রেখা। 31)
তাথ্যিক
(p. 375) tāthyika বিণ. 1 তথ্যমূলক, তথ্যসম্বন্ধীয়; 2 তথ্যপ্রধান। [সং. তথ্য + ইক]। 13)
তহি, তহিঁ
(p. 372) tahi, tahi অব্য. (ব্রজ. ও প্রা. বাং.) 1 সেখানে; 2 আরও, অধিকন্তু; 3 সেইজন্য, অতএব; 4 তার মধ্যে; 5 তখন। [সং. তস্মিন্]। 19)
তজ্জন্য
(p. 364) tajjanya অব্য. সেই কারণে, সেই হেতু। [সং. তত্ + জন্য]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534746
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140272
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730432
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942611
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us