Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তয়-খানা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তয়-খানা এর বাংলা অর্থ হলো -

(p. 367) taẏa-khānā বি. (গ্রীষ্মকালে বাসের জন্য) ভূগর্ভস্হ কক্ষ, মাটির নীচের ঘর।
[ফা. তহ্খানা]।
82)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তেলে-ভাজা
(p. 375) tēlē-bhājā বি. বেগুন পটোল প্রভৃতিতে বেসনের প্রলেপ মাখিয়ে ও তেলে ভেজে তৈরি খাবার অর্থাত্ বেগুনি ফুলুরি আলুর চপ ইত্যাদি। বিণ. (আল.) রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ ধারণ করেছে এমন (তেলেভাজা চেহারা)। [বাং. তেল + এ বিভক্তি + ভাজা]। 319)
তিলি
তিথি
(p. 375) tithi বি. 1 চান্দ্র দিন, চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নিরূপিতসীমাবদ্ধ কাল-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; 2 সময়, মাহাত্ম্যপূর্ণ বা শুভ সময় (শুভ তিথি দেখে যাত্রা করব)। [সং. তত্ + ইথি]। ̃ কৃত্য বি. তিথিবিশেষে বিহিত কার্য। ̃ ক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা। ̃ পালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা। 125)
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
তাত্-কালিক
তন্তু
(p. 367) tantu বি. 1 সুতো; 2 আঁশ; 3 তাঁত। [সং. √ তন্ + তু]। ̃ কীট বি. গুটিপোকা, silkworm. ̃ জ বিণ. তন্তু বা তাঁত থেকে উত্পন্ন (তন্তুজ শাড়ি)। ̃ জীবী বি. তাঁতি। ̃ নাথ বি. মাকড়সা। ̃ বায় (অপ্র.) ̃ বাপ বি. তাঁতি। [সং. তন্তু + √ বে + অ, তন্তু + √ বপ্ + অ]। 16)
তেতারা
(p. 375) tētārā বি. 1 তিনটি তার বা তন্ত্রীবিশিষ্ট বাদ্যযন্ত্র; 2 সেতার; 3 বীণাবিশেষ। বিণ. তিনটি তারযুক্ত। [বাং. তে ( সং. ত্রি) + সং. তার5]। 289)
তাপী
ত্র্যাস্র
(p. 391) tryāsra বিণ. তেকোনা, তিন কোণবিশিষ্ট। [সং. ত্রি + অস্রি (কোণ) সমাসান্ত]। 14)
ত্রেতা
তদ্ভাব
(p. 367) tadbhāba বি. সেই ভাব, তার বিশেষ ভাব, তার ধর্ম, প্রকৃতি বা অবস্হা; সেইবিষয়ক ভাবনা বা চিন্তা। [সং. তদ্ + ভাব]। তদ্ভাব-ভাবিত, তদ্ভাবাপন্ন বিণ. সেই ভাবপ্রাপ্ত; তদবস্হ। 5)
তুড়া1
(p. 375) tuḍ়ā1 ক্রি. 1 মুখের উপর অপমানজনক কথা বলা বা ধমকানো (তাকে একচোট তুড়ে দিয়েছি); 2 (প্রধানত কথা দিয়ে) তেজ বা ক্রোধ প্রকাশ করা। [প্রাকৃ.তুড়্ + বাং. আ]। তুড়ে অস-ক্রি মুখের উপর অপমানজনক কথা বলে; কড়াভাবে ধমক দিয়ে (তুড়ে ধমকে দেওয়া); চুটিয়ে বা জোরে তেজ প্রকাশ করে (তুড়ে ঝগড়া করা)। 184)
তলি
তার2
(p. 375) tāra2 বিণ. (কণ্ঠস্বর বা শব্দ সম্পর্কে) অতি উঁচু ও তীব্র (তারস্বরে চিত্কার)। [সং. √ তৃ + ণিচ্ (=অন্য শব্দকে অতিক্রম করা) + অ]। বি. (সংগীতে) চড়া সুরের সপ্তক (তারসপ্তকে তাঁর গলা বেশ খোলে)। ̃ স্বর বি. চড়া স্বর। 58)
তসিল, তসিল-দার
(p. 372) tasila, tasila-dāra যথাক্রমে তহসিলতহসিলদার -এর চলিত রূপ। 12)
তিরা-নব্বই, (কথ্য) তিরা-নব্বুই
(p. 375) tirā-nabbi, (kathya) tirā-nabbui বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিনবতি]। 141)
তরা
(p. 367) tarā ক্রি. 1 পার হওয়া; 2 উদ্ধার পাওয়া (তাঁর দয়ায় কতজন তরে গেল); 3 তরানো। বি. উক্ত সব অর্থে। [বাং. √ তরা সং. √ তৃ]। ̃ নো ক্রি. বি. পার করা; উদ্ধার করা (কোনো রকমে আমাকে তরিয়ে দাও)। 118)
ত্যাজ্য
তাত্-পর্য
(p. 375) tāt-parya বি. 1 মর্ম, আসল অর্থ (কথাটির তাত্পর্য বুঝেছ?); 2 গুরুত্ব; 3 অভিপ্রায়, উদ্দেশ্য; 4 মনোগত ভাব; 5 (বিরল) তত্পরতা। [সং. তত্পর + য]। 5)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785704
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026756
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901126
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620246

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us