Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দায়িক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দায়িক এর বাংলা অর্থ হলো -

(p. 406) dāẏika বিণ. 1 দায়ী (তার দুর্ভাগ্যের জন্য আমি দায়িক নই); 2 ঋণগ্রস্ত, খাতক; 3 জিম্মাদার।
[বাং. দায়ী1 + ক (স্বার্থে)]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দল-মাদল
দানেচ্ছা
(p. 402) dānēcchā বি. দান করার বা স্বত্ব ত্যাগ করে দেওয়ার ইচ্ছা। [সং. দান + ইচ্ছা]। 78)
দুর-দুর
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দেরাজ
দম্ভোক্তি
(p. 399) dambhōkti বি. বড়াই, অহংকারসূচক উক্তি। [সং. দম্ভ + উক্তি]। 2)
দুষ্প্রবৃত্তি
(p. 416) duṣprabṛtti বি. অসত্ বিষয়ে রুচি বা প্রবৃত্তি। [সং. দুর্ + প্রবৃত্তি]। 46)
দীপোত্সব
দিগ্বসন, দিগ্বাস
(p. 408) digbasana, digbāsa বিণ. 1 দিক যার বসন, দিগম্বর; 2 উলঙ্গ। বি. 1 দিক্রূপ বসন; 2 শিব। [সং. দিক্ + বসন, বাস]। দিগ্বসনা বিণ. (স্ত্রী.) বিবস্ত্রা। বি. কালী। 5)
দেখতা
দুরাধর্ষ
(p. 413) durādharṣa বিণ. দুর্ধর্ষ, দুর্দান্ত, দুর্দমনীয়; যাকে দমন বা পরাভূত করা যায় না। [সং. দুর্ + আ √ ধৃষ্ + ণিচ্ + অ]। 26)
দেমাক
(p. 421) dēmāka বি. গর্ব, অহংকার, দম্ভ (দেমাকে মাটিতে পা পড়ে না)। [আ. দিমাগ্]। 21)
দর্ভ
(p. 400) darbha বি. কুশ, কাশ, দূর্বা প্রভৃতি তৃণ। [সং. √ দৃন্ভ্ (গ্রন্হন করা) + অ; অথবা √ দৃ (বিদারণ করা) + ভ]। ̃ ময় বিণ. কুশাদি তৃণের দ্বারা নির্মিত, কুশনির্মিত। দর্ভাসন বি. কুশাসন, তৃণাসন। 9)
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
দ্ব্যাত্মবাদী
(p. 426) dbyātmabādī (-দিন্) বিণ. দ্বৈতবাদী, জীবাত্মাপরমাত্মার পৃথক অস্তিত্ব মানে এমন। [সং. দ্বি + আত্মন্ + √ বদ্ + ইন্]। 48)
দুলা, দোলা
(p. 416) dulā, dōlā ক্রি. 1 দোল খাওয়া (দোলনায় দুলছে); 2 আন্দোলিত হওয়া ('দোদুল দুলিছে': রবীন্দ্র); 3 ঝোলা। বি. উক্ত সব অর্থে। [সং. √ দুল্ + বাং. + আ]। ̃ নো ক্রি. দোল দেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। 15)
দুর্বাক
(p. 414) durbāka (-বাক্) বিণ. কটুভাষী বা অপ্রিয়ভাষী, কটু কথা বলে এমন। [সং. দুর্ + বাচ্]। 42)
দানো
(p. 402) dānō বি. 1 দানব -এর কথ্য রূপ (দত্যিদানো); 2 অপদেবতা। [সং. দানব দানও]। দানোয় পাওয়া ক্রি. বি. (কুসংস্কারে) অপদেবতার প্রভাবে পড়া। 80)
দুলুনি
(p. 416) duluni বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]। 19)
দন্ত
(p. 396) danta বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। ̃ কাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। ̃ ধাবন বি. 1 দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। ̃ পঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। ̃ বিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। ̃ মঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। ̃ মাংস, ̃ বেষ্ট বি. দাঁতের মাঢ়ী। ̃ মূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। ̃ রুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। ̃ শূল বি. দাঁতের যন্ত্রণা। ̃ স্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098883
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us