Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুম এর বাংলা অর্থ হলো -

(p. 411) duma বি. অব্য. মৃদু দুড়ুম শব্দ।
[ধ্বন্যা.]।
দুম,দাম
বি. অব্য. ক্রমাগত দুম শব্দ।
দুমাদুম ক্রি-বিণ. ক্রমাগত দুম শব্দ করে (দুমাদুম কিল মারা)।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুরাক্রম, দুরাক্রম্য
(p. 413) durākrama, durākramya বিণ. আক্রমণ করা কঠিন এমন। [সং. দুর্ + আক্রম, আক্রম্য]। 21)
দীন2
দুর্ঘট
(p. 414) durghaṭa বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]। 19)
দীপপুঞ্জ, দীপবর্তিকা, দীপমালা, দীপশলাকা, দীপশিখা
(p. 408) dīpapuñja, dīpabartikā, dīpamālā, dīpaśalākā, dīpaśikhā দ্র দীপ। 58)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
দম-কল
দশকর্ম, দশকোশি, দশকোষী, দশচক্র
(p. 401) daśakarma, daśakōśi, daśakōṣī, daśacakra দ্র দশ। 8)
দাঁড়ি2
(p. 402) dān̐ḍ়i2 বি. যে দাঁড় টানে, মাঝি। [বাং. দাঁড় + ই (জীবিকার্থে)]। 35)
দুর্গ
(p. 414) durga বি. 1 দুর্গম স্হান; 2 যেখানে শত্রুর আগমন কষ্টসাধ্য এমন আশ্রয়; 3 গড়, কেল্লা। [সং. দুর্ + √ গম্ + অ]। 6)
দরুদ, (বর্জি.) দরূদ
দিন1
(p. 408) dina1 বি. ধর্ম (দিন-ই-ইলাহি)। [আ. দীন]। 21)
দিগ্বসন, দিগ্বাস
(p. 408) digbasana, digbāsa বিণ. 1 দিক যার বসন, দিগম্বর; 2 উলঙ্গ। বি. 1 দিক্রূপ বসন; 2 শিব। [সং. দিক্ + বসন, বাস]। দিগ্বসনা বিণ. (স্ত্রী.) বিবস্ত্রা। বি. কালী। 5)
দীক্ষা
দেয়ালা
দুলুনি
(p. 416) duluni বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]। 19)
দোষা, দোষাবহ, দোষারোপ, দোষাশ্রিত
(p. 425) dōṣā, dōṣābaha, dōṣārōpa, dōṣāśrita দ্র দোষ। 11)
দধ্যন্ন
(p. 396) dadhyanna বি. দই-মাখা ভাত। [সং. দধি + অন্ন]। 43)
দান্ত
(p. 402) dānta বিণ. 1 দমিত, সংযত; 2 জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে বশে আনতে পেরেছেন; 3 তপস্যার কষ্ট সহ্য করতে পারে এমন। [সং. √ দম্ + ত]। দান্তি বি. দমন, শাসন; সংযম; ইন্দ্রিয়দমন; তপস্যার কষ্ট সহ্য করা। 81)
দেয়াসি
দুফাল, দুফালি
(p. 411) duphāla, duphāli দ্র দু। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577776
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185503
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785563
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026505
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901092
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708591
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us