Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দমসানো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দমসানো এর বাংলা অর্থ হলো -

(p. 398) damasānō বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া।
[দেশি-ধ্বন্যা.]।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দারিত
(p. 406) dārita বিণ. বিদারণ করা হয়েছে এমন, বিদারিত, দীর্ণ। [সং. √ দৃ + ণিচ্ + ত]। 19)
দ্ব্যহ
(p. 426) dbyaha বি. দুই দিন। [সং. দ্বি + অহন্]। 46)
দুর্মো
(p. 416) durmō দ্র দুরমো। 3)
দশন
(p. 401) daśana বি. 1 দাঁত; 2 দংশন (দশনদন্ত)।[সং.দন্শ্ + অন]। 9)
দ্বৈপায়ন
দমদম
(p. 398) damadama দ্র দম1। 15)
দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য
(p. 416) durlaṅgha, durlaṅghya বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. ̃ তা। 9)
দুর্বুদ্ধি
দানেশ-মন্দ
দুস্হ
(p. 416) dusha দ্র দুঃস্হ। 53)
দংশক
(p. 395) daṃśaka বিণ. দংশনকারী, যে কামড়ায়। বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অক]। 8)
দ্বাত্রিংশ
(p. 426) dbātriṃśa বিণ. 32 সংখ্যক। [সং. দ্বি (দ্বা) ত্রিংশত্ + অ]। ̃ ত্ বি. বিণ. 32 সংখ্যা বা সংখ্যক, বত্রিশ। ̃ ত্তম বিণ. 32 সংখ্যক। ̃ ত্তমী বিণ. (স্ত্রী.) 32 সংখ্যক। 12)
দাপ
(p. 402) dāpa বি. 1 অহংকার, গর্ব; 2 দাপট (গ্রীষ্মের দাপ); 3 দবদবা, প্রভাব (পায়ের দাপে মাটি কাঁপে)। [ সং. দর্প]।
দুর্জয়
(p. 414) durjaẏa বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]। 22)
দুর্বচন
(p. 414) durbacana বি. 1 কটু কথা, অশিষ্ট বা উদ্ধত কথা; 2 গালি। বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী, উদ্ধত বা অশিষ্ট কথা বলে এমন। [সং. দুর্ + বচন]। 37)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিকআর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিকআর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দুর্ভাগ্য
(p. 414) durbhāgya বি. দুরদৃষ্ট, মন্দ ভাগ্য, মন্দ বরাত। বিণ. দুর্ভাগা, হতভাগ্য। [সং. দুর্ + ভাগ্য]। 64)
দীপ্ত
দুরাশা
(p. 413) durāśā বি. অন্যায় বা অবাস্তব আশা; যা অলভ্য তা লাভের আশা। [সং. দুর্ + আশা]। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578339
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186115
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786397
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848261
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620533

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us