Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুলুনি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুলুনি এর বাংলা অর্থ হলো -

(p. 416) duluni বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)।
[দুলা দ্র]।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দিগ্-ভোলা
(p. 407) dig-bhōlā বিণ. বাহ্য বিষয়ে নিরাসক্ত বা উদাসীন; আত্মভোলা। [সং. দিক্ + বাং. ভোলা]। 27)
দেবানুগ্রহ
(p. 421) dēbānugraha বি. দেবতার দয়া। [সং. দেব + অনুগ্রহ]। 10)
দেহারা
(p. 421) dēhārā বি. (প্রা. বাং.) মন্দির। [ সং. দেবগৃহ প্রাকৃ. দেহরয়-তু. হি. দেহরা]। 53)
দুফাল, দুফালি
(p. 411) duphāla, duphāli দ্র দু। 32)
দড়াম
(p. 396) daḍ়āma অব্য. বি. 1 কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; 2 হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; 3 বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]। 21)
দাদন
(p. 402) dādana বি. অগ্রিম প্রদত্ত মূল্য বা মূল্যের অংশ, আগাম দেওয়া টাকা, বায়না (নীলের দাদন)। [ফা. দাদন]। ̃. দার বি. দাদনদাতা। দাদনি বি. দাদন। বিণ. দাদন দেওয়া হয়েছে এমন (দাদনি চাষ)। 64)
দুষ্মন্ত, দুষ্যন্ত
(p. 416) duṣmanta, duṣyanta বি. পৌরাণিক রাজাবিশেষ। [সং.]। 50)
দীর্ঘিকা
(p. 408) dīrghikā বি. দিঘি, বড় পুকুর। [সং. দীর্ঘ + ক + আ]। 73)
দক্ষিণা2
দ্বৈপ
দাশরথি, দাশরথ
(p. 407) dāśarathi, dāśaratha বি. দশরথের পুত্র অর্থাত্ রামচন্দ্র ও তাঁর ভ্রাতারা। [সং. দশরথ + (অপত্য অর্থে) ই, অ]। 4)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
দুরস্ত, দোরস্ত
দধি
(p. 396) dadhi বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। ̃ কর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। ̃ মঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। ̃ মন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। ̃ সার বি. মাখন, ননি। 40)
দারিদ্র, দারিদ্র্য
দক্ষ2
দরদি, (কাব্যে) দরদিয়া
(p. 399) daradi, (kābyē) daradiẏā বিণ. বি. সমব্যথী; মরমি। [বাং. দরদ2 + ই]। 20)
দৌড়
(p. 425) dauḍ় বি. 1 ছুট, ধাবন, বেগে যাওয়া (দৌড় প্রতিযোগিতা, দৌড় দাও, নইলে গাড়ি পাবে না); 2 বেগে পলায়ন (পুলিশ দেখেই দৌড় দিল); 3 (ব্যঙ্গে) ক্ষমতা (দেখব তোমার দৌড় কতদূর)। [ সং. √ দ্রু + বাং. অ-তু. হি. মৈ. দৌড়]। ̃ ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2 দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)। দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2 বেগে পলায়ন করা। দৌড়া-দৌড়ি বি. ক্রমাগত দৌড়, ছোটাছুটি। দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা। বিণ. উক্ত অর্থে। 26)
দহ
(p. 402) daha বি. 1 নদী বা জলাশয়ের অতলস্পর্শঘূর্ণিময় অংশ; 2 ঘূর্ণিজল; 3 হ্রদ (কালীদহ); 4 গভীর গর্ত; 5 (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ হদ (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র দ2]। 12)
দমাস
(p. 398) damāsa বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577862
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785731
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026856
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901135
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620276

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us