Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধাউড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধাউড় এর বাংলা অর্থ হলো -

(p. 433) dhāuḍ় বিণ. 1 কপট, শঠ; 2 প্রবঞ্চক।
[তু. প্রাকৃ. ধাডী]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধেয়
(p. 439) dhēẏa বিণ. 1 জ্ঞে য়; 2 ধারণীয়, ধারণযোগ্য (পরিধেয়, অভিধেয়)। [সং. √ ধা + য]। 54)
ধূর্জটি
(p. 439) dhūrjaṭi বি. শিব। [সং. ধূর্ (বিশ্বের ভার বা গঙ্গা) + জটা + ইন্ (সমাসান্ত)]। 37)
ধারণ
ধাওয়া
(p. 433) dhāōẏā ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ̃ নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। বি. উক্ত উভয় অর্থে। 19)
ধারা1
(p. 433) dhārā1 ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]। 74)
ধূম
(p. 439) dhūma বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]। ̃ কেতু, ̃ কেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ। ̃ জাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা। ̃ পান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান। ̃ পায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী। ̃ যোনি বি. 1 মেঘ; 2 অগ্নি। ̃ ল বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং। বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)। ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম। ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল। ধূমায়-মান বিণ. 1 ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)। ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)। ধূমোদগার বি. ধোঁয়া বার করা। 35)
ধীর
(p. 433) dhīra বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। 102)
ধোপা, (আঞ্চ.) ধোবা
(p. 441) dhōpā, (āñca.) dhōbā বি. জামাকাপড় কাচা বা ধোলাই করা যার পেশা, রজক। [বাং. ধোপ + আ]। ধোপা নাপিত বন্ধ করা ক্রি. বি. সমাজচ্যুত বা একঘরে করা। ̃ নি বি. (স্ত্রী.) ধোপার স্ত্রী। 7)
ধার্য
(p. 433) dhārya বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন। 88)
-ধর
(p. 432) -dhara বিণ. ধারী, ধারণকারী (ভূধর, জলধর, নবজলধর, হলধর)। [সং. √ ধৃ + অ]। 2)
ধম্মিল্ল
(p. 430) dhammilla বি. 1 খোঁপা, অলংকারে বা ফুলে শোভিত খোঁপা; 2 ঝুঁটি; 3 চূড়া। [সং. ধম + √ মিল্ + অ]।
ধ্রুব
(p. 442) dhruba বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ ক বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদারোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।
ধম্ম
(p. 430) dhamma বি. ধর্ম -র অমা. কথ্য রূপ। [প্রাকৃ. ধম্ম]। 37)
ধাঁধা
ধরণ2
(p. 432) dharaṇa2 বি. ধারণ (ধরণিধরণ)। [সং. √ ধৃ + অন]। 3)
ধমনি, ধমনী
(p. 430) dhamani, dhamanī বি. রক্তবাহী নাড়ি, শরীরের ভিতরের রক্তসঞ্চারক নাড়ি, artery ('বেগে বহে শিরা-ধমনী': রবীন্দ্র)। [সং. √ ধ্মা + অনি, কিংবা √ ধম্ + অনি]। 36)
ধেনো
(p. 439) dhēnō বিণ. 1 ধান থেকে প্রস্তুত (ধেনো মদ); 2 ধানসম্পর্কিত (ধেনো গন্ধ); 3 ধান্যপ্রসূ, ধান উত্পন্ন হয় বা চাষ হয় এমন (ধেনো জমি); 4 (মন্দ অর্থে) ধান উত্পাদনকারী চাষির মতো মূর্খ (ধেনো বুদ্ধি)। [বাং. ধান + উয়া ও]। 51)
ধার্মিক
(p. 433) dhārmika বিণ. ধর্মপরায়ণ, ধর্মে অনুরাগী। [সং. ধর্ম + ইক]। বিণ. (স্ত্রী.) ধার্মিকী। বি. ̃ তা। 87)
ধনু, ধনুঃ
(p. 430) dhanu, dhanuḥ (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা। ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ। ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus. 22)
ধ্বজা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534892
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140430
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730655
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942845
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838482
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696656
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us