Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধাতব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধাতব এর বাংলা অর্থ হলো -

(p. 433) dhātaba বিণ. 1 ধাতুসম্বন্ধীয় (ধাতব আওয়াজ); 2 ধাতুঘটিত (ধাতব পদার্থ)।
[সং. ধাতু + অ]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধরা1
(p. 432) dharā1 বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ̃ তল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ̃ ধর বি. পর্বত। ̃ ধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ̃ শায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত। 12)
ধরনা2
(p. 432) dharanā2 বি. 1 কামনা বা দাবি পূরণ বা আদায়ের জন্য পড়ে থাকা, হত্যা দেওয়া (দেবতার কাছে ধরনা, মালিকের দরজায় ধরনা)। [বাং. তু. হি. ধরানা (=to stay, অবস্হান করা)]। 8)
ধনি2
ধাগা
(p. 433) dhāgā বি. 1 কাঁথা, তোশক প্রভৃতি সেলাইয়ের উপযোগী মোটা সুতো; 2 মোটা সুতোর সেলাই। [হি. তাগা, ধাগা (=সুতো)]। 24)
ধুরা
ধামসা
(p. 433) dhāmasā ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ̃ নি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ̃ নো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। বি. বিণ. উক্ত অর্থে। 59)
ধসা
(p. 433) dhasā ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 12)
ধাড়া
ধাত্রেয়ী
(p. 433) dhātrēẏī বি. ধাই। [সং. ধাত্রী + এয় + ঈ]। 35)
ধৃতি
ধনু, ধনুঃ
(p. 430) dhanu, dhanuḥ (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা। ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ। ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus. 22)
ধার৩
(p. 433) dhāra3 বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া। 67)
ধরাধরি, ধরাবাঁধা
(p. 433) dharādhari, dharābān̐dhā দ্র ধরা2। 2)
ধীরাধীরা
(p. 433) dhīrādhīrā বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ কিছুটা ব্যক্তকিছুটা অব্যক্ত থাকে। [সং. ধীরা + অধীরা]। 104)
ধপ
(p. 430) dhapa অব্য. বি. 1 ভারী বস্তু পতনের শব্দ (বস্তাটা ধপ করে ফেলল); 2 হঠাত্ বসার শব্দ (ধপ করে মেঝেতে বসে পড়ল)। [ধ্বন্যা.]। 31)
ধুনচি, ধুনুচি
(p. 433) dhunaci, dhunuci বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা1 + তুর. চি]। 123)
ধা2
ধ্বনন
(p. 442) dhbanana বি. 1 অব্যক্ত শব্দ করা; 2 গূঢ় অর্থের ইঙ্গিত দান; 3 কোনো ধ্বনির অনুকরণ; 4 (অল.) ব্যঞ্জিত হওয়ার ক্রিয়া, ব্যঞ্জনা। [সং. √ ধ্বন্ + অন]। 2)
ধসকা
(p. 433) dhasakā বিণ. 1 ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); 2 কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ̃ নো ক্রি. 1 ধসকা হওয়া; 2 ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); 3 ধসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
ধামালি
(p. 433) dhāmāli বি. 1 রঙ্গ; 2 রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; 3 কৃত্রিম বা কপট ঝগড়া; 4 চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]। 63)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073688
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768569
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365946
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721007
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697993
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594585
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545047
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542277

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন