Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

-নিষ্ঠ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  -নিষ্ঠ এর বাংলা অর্থ হলো -

(p. 475) -niṣṭha বিণ. সমাসে উত্তরপদে নিষ্ঠা -র রূপ (সময়নিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ, নিয়মনিষ্ঠ)।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিরালা
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
নির্লোম
(p. 473) nirlōma বিণ. লোমহীন (নির্লোম দেহ)। [সং. নির্ + লোমন্]। 15)
নুলিয়া
নাটক
নীরজ1
(p. 475) nīraja1 দ্র নীর। 87)
নিরুপাধি, নিরুপাধিক
নির্বাণ
নৈবদ্য, (কথ্য) নৈবিদ্যি
(p. 480) naibadya, (kathya) naibidyi বি. দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়। [সং. নিবেদ + য]। 29)
নৈদান, নৈদানিক
নটকান
(p. 444) naṭakāna বি. ছোট গাছবিশেষ বা তার বসন্তি রঙের বীজ। [দেশি]। 30)
নাঙ, নাঙ্গ
(p. 452) nāṅa, nāṅga বি. উপপতি। [সং. নগ্ন নঙ্গ]। 37)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিরাকৃতি2
(p. 467) nirākṛti2 বিণ. আকারহীন। [সং. নির্ + আকৃতি]। 19)
নিবাপ
(p. 461) nibāpa বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডাদি দান ('পতিকুলে দিতে বাপ নিবাপ-অঞ্জলি': য.চ.)। [সং. নি + √ বপ্ + অ]। 70)
নিষিদ্ধ
(p. 473) niṣiddha বিণ. 1 নিষেধ বা বারণ করা হয়েছে এমন (এ পথে চলাচল করা নিষিদ্ধ); 2 নিবারিত; 3 অন্যায়, বেআইনি। [সং. নি + √ সিধ্ + ত]। 51)
ন্যস্ত
নির্ভর
(p. 468) nirbhara বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। ̃ তা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। ̃ যোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। ̃ শীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. ̃ শীলতা। 124)
নির্গন্ধ
(p. 468) nirgandha বিণ. গন্ধহীন, গন্ধ নেই এমন। [সং. নির্ + গন্ধ]। 38)
নির্জন
(p. 468) nirjana বিণ. জনহীন, নিভৃত (নির্জন প্রান্তর)। বি. নিরালা জায়গা, জনহীন স্হান (এই নির্জনে তারা কী করছে?)। [সং. নির্ + জন]। ̃ তা বি. জনহীনতা (সকলে নির্জনতা পছন্দ করে না)। 49)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2628659
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2242327
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1859095
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1128358
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922403
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860139
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 723838
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 660699

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us