Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিত-কনে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিত-কনে এর বাংলা অর্থ হলো -

(p. 461) nita-kanē বি. বিবাহকালে যে সখী বা ছোট মেয়ে কনের সঙ্গে থাকে, মিতকনে।
[সং. মিত্রকন্যা]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্বাসন
নব্য
(p. 447) nabya বিণ. 1 নতুন, আধুনিক, নবীন (নব্য যুগ, নব্য পন্হা); 2 তরুণ (নব্য যুবক)। [সং. নব + য]। বি. ̃ তা। স্ত্রী. নব্যা। 26)
নেহাত
নাচা
(p. 452) nācā ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উত্ফুল্ল হওয়া ('হৃদয় আমার নাচে রে আজিকে': রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। ̃ কোঁদা বি. (ব্যঙ্গে) 1 হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। ̃ নো ক্রি. 1 নাচ করানো; 2 স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা কপট লজ্জা, বৃথা লজ্জা। 40)
নর্তন
(p. 447) nartana বি. নাচন, নাচ, নৃত্য ('অতি সনাতন ছন্দে, করতেছে নর্তন': রবীন্দ্র)। [সং. √ নৃত্ + অন]। নর্তিত বিণ. 1 নাচছে বা নাচানো হচ্ছে এমন; 2 আন্দোলিত। 78)
নিরহংকার
(p. 467) nirahaṅkāra বিণ. অহংকারশূন্য, গর্বিত নয় এমন। [সং. নির্ + অহংকার]। নিরহং-কারী (-রিন্) (বাং. প্র.) বিণ. অহংকারশূন্য। 12)
নিহত
(p. 475) nihata বিণ. হত, বধ করা হয়েছে এমন; বিনষ্ট। [সং. নি + √ হন্ + ত]। নিহন্তা (-ন্তৃ) বিণ. হত্যাকারী, বধকারী। 67)
নিখাদ2
(p. 459) nikhāda2 বিণ. খাদহীন, ভেজালহীন, বিশুদ্ধ (নিখাদ সোনা)। [বাং. নি + খাদ]।
নিরাবরণ
(p. 467) nirābaraṇa বিণ. আবরণশূন্য, উন্মুক্ত; অনাবৃত (নিরাবরণ দেহ)। [সং. নির্ + আবরণ]। 28)
নেড়ে
ন্যূন
(p. 481) nyūna বিণ. অপেক্ষাকৃত কম বা অল্প (কোনো অংশে ন্যূন নয়)। [সং. নি + √ ঊন্ + অ]। ̃ কল্পে, ̃ পক্ষে ক্রি-বিণ. নিদেনপক্ষে, কম করে ধরলেও। ̃ তা বি. কমতি, কমসম, অভাব, ঘাটতি। ন্যূনাধিক বিণ. কমবেশি, কম বা বেশি (এ কাহিনি ন্যূনাধিক অতিরঞ্জিত)। ন্যূনাধিক্য বি. কমবেশির ভাব, তারতম্য।
ন্যায়
(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ̃ নিষ্ঠ, ̃ পর, ̃ পরায়ণ, ̃ বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ̃ নিষ্ঠা, ̃ পরতা, ̃ পরায়ণতা, ̃ বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ̃ পথ, ̃ মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ̃ বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)। 37)
নাজানি
(p. 452) nājāni অব্য. জানি না, কী জানি, কে জানে, বোধ হয় (নাজানি সেখানে কী হচ্ছে)। [বাং. না3 + জানি]। 49)
নোক্তা
নিসূদন
(p. 475) nisūdana বি. বিনাশকরণ, হনন। বিণ. বিনাশকারী (দৈত্যনিসূদন শ্রীহরি)। [সং. নি + √ সূদ্ + অন]। 47)
নিপীড়ন
নাছ
(p. 452) nācha বিণ. পিছন দিকের, খিড়কির (নাছদুয়ার)। [হি. নহ্জ্]। 46)
ন্যাটা
(p. 481) nyāṭā বিণ. ডান হাতের বদলে বাঁ-হাত অধিকাংশ কাজ করে এমন। [তু. হি. লওটা (=উলটা)]। 32)
নিসাড়
(p. 475) nisāḍ় বিণ. 1 অসাড়; 2 সাড়াশব্দহীন; 3 নিস্পন্দ। [বাং. নি + সাড়া]। 43)
নীর
(p. 475) nīra বি. জল, বারি (অশ্রুনীর, নয়ননীর)। [সং. √ নী + র]। ̃ জ বিণ. জলে উত্পন্ন। বি. পদ্ম। স্ত্রী. ̃ জা। ̃ দ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ। বিণ. জলদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ দ-বরণ বিণ. মেঘবর্ণ, ধূমল। ̃ দ-বাহন বি. বায়ু। 85)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578351
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186129
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786412
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027585
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901306
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848269
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620536

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us