Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিতি, নিতুই এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিতি, নিতুই এর বাংলা অর্থ হলো -

(p. 461) niti, nitui যথাক্রমে নিত্যনিত্যই -এর কোমল রূপ ('মম চিত্তে নিতি নৃত্যে': রবীন্দ্র; 'নিতুই নব': রবীন্দ্র)।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ন্যালা-খ্যাপা
নির্নিমেষ
নিযোক্তা
(p. 461) niyōktā (-ক্তৃ) বিণ. নিয়োগকারী; বহালকারী। [সং. নি + √ যুজ্ + তৃ]। 109)
নির্মল
নিষ্কাম
(p. 475) niṣkāma বিণ. 1 কামশূন্য; 2 কামনা বা ভোগের আকাঙ্ক্ষা নেই এমন (নিষ্কাম কর্ম)। [সং. নির্ + কাম]। 6)
নবী-করণ
(p. 447) nabī-karaṇa বি. 1 পুনরায় নতুন অবস্হায় ফিরিয়ে আনা বা পরিণত করা; renewal; 2 মেরামতের কাজ, মেরামতি; 3 জীর্ণসংস্কার। [সং. নব + ঈ + √ কৃ + অন]। নবী-কৃত বিণ. নতুন করা হয়েছে বা নতুন অবস্হায় ফিরিয়ে আনা হয়েছে এমন; সংস্কার করা হয়েছে এমন। 18)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
নেয়ে
(p. 480) nēẏē বি. নাবিক; মাঝি ('ওগো খেয়ার নেয়ে': রবীন্দ্র)। [সং. নাবিক বাং. নাইয়া নেয়ে]। 8)
নিবাপ
(p. 461) nibāpa বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডাদি দান ('পতিকুলে দিতে বাপ নিবাপ-অঞ্জলি': য.চ.)। [সং. নি + √ বপ্ + অ]। 70)
ন্যাল-নেলে
(p. 481) nyāla-nēlē বিণ. 1 লালার মতো, 2 লালাযুক্ত; 3 জিহ্বা থেকে লালা পড়ে এমন। [ধ্বন্যা.]। 39)
নম, নমঃ (-মস্), (কথ্য আঞ্চ.)
(p. 447) nama, namḥ (-mas), (kathya āñca.) বি. প্রণাম, নমস্কার। [সং. √ নম্ + অস্]। নমা ক্রি. (কাব্যে) প্রণাম বা প্রণতি করা ('নমি তব পদাম্বুজে': মধু.)। নম নম (নমো নমো) করে সারা ক্রি. বি. সংক্ষেপে, দায়সারাভাবে বা তাড়াতাড়ি কোনোরকমে শেষ করা। 35)
নির্ঘাত
নলি, (বর্জি.) নলী
(p. 447) nali, (barji.) nalī বি. 1 ছোট নল (সুতোর নলি); 2 কণ্ঠনালি (গলার নলি ছিঁড়ে হত্যা করেছে); 3 ছোট নলের মতো সরু হাড় বা অঙ্গ (হাতের নলি, পাঁঠার নলি); 4 ছোট নলির মতো সরু ও লম্বা পশুপাখির নখ। [সং. নল + বাং. ই]। 85)
নিরালোক
নই তালিম
(p. 443) ni tālima বি. নতুন শিক্ষা। [হি. নঈ + আ. তালীম]। 9)
নিরাশ্বাস
(p. 467) nirāśbāsa বিণ. আশ্বাসহীন; হতাশাগ্রস্ত। [সং. নির্ + আশ্বাস]। 38)
নড়া2
(p. 444) naḍ়ā2 ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া ('জল পড়ে পাতা নড়ে'); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নড়্ + বাং. আ]। ̃ চড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)। ̃ নো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। 41)
নিট2
(p. 461) niṭa2 বিণ. 1 আনুষঙ্গিক খরচখরচা বাদে যা থাকে এমন (নিট আয়, নিট লাভ); 2 মোটমাট যা দাঁড়ায় এমন (এত পরিশ্রমের ফলে নিট লাভ কী হল?)। [ইং. net]। 3)
নাতি2
(p. 454) nāti2 বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)। [সং. ন + অতি]। ̃ দীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)। ̃ দূর বি. বিণ. বেশি দূর নয় এমন ('নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা': সু. দ)। ̃ শীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন। ̃ শীতোষ্ণ-মণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডলগ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone. 11)
নিষ্ঠুর
(p. 475) niṣṭhura বিণ. 1 নির্দয়, নির্মম; 2 কঠোর (নিষ্ঠুর বাস্তব)। [সং. নি + √ স্হা + উর]। বি. ̃ তা। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us