Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিন্দা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিন্দা এর বাংলা অর্থ হলো -

(p. 461) nindā বি. কুত্সা, অপবাদ, অখ্যাতি, কলঙ্ক, বদনাম।
ক্রি. (কাব্যে) 1 নিন্দা করা; 2 দোষ দেওয়া; 3 ভর্ত্সনা করা ('কেন নিন্দ মোরে')।
[সং. √ নিন্দ্ + অ + আ]।
জনক বিণ. কলঙ্কজনক।
বাদ বি. কুত্সা।
নিন্দার্হ বিণ. নিন্দার যোগ্য, নিন্দনীয়।
সূচক
বিণ. নিন্দা বুঝায় এমন।
41)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ন্যাকা
(p. 481) nyākā বিণ. 1 কিছুই জানে না বা বোঝে না এইরকম ভানকারী (ন্যাকা সাজা); 2 সারল্য বা সাধুতার ভানকারী। [ফা. নেক]। স্ত্রী. নেকি। ̃ পনা, ̃ মি, ̃ মো বি. ন্যাকার ভাব। 31)
নিরন্তর
নিকৃন্তন
(p. 459) nikṛntana বি. ছেদন; কর্তন, কাটা। [সং. নি + √ কৃত্ (কৃন্ত্) + অন]। 17)
নজর
(p. 444) najara বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। ̃ দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)। ̃ বন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। বি. অন্তরিত ব্যক্তি। নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া। নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা। নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা। 21)
নিপট1
(p. 461) nipaṭa1 বিণ. বিণ-বিণ. অত্যন্ত, নিতান্ত, নিশ্চিত ('নিপট কপট তুয়া শ্যাম')। [হি. নিপট]। 44)
নিদারুণ
(p. 461) nidāruṇa বিণ. 1 অতিশয় দারুণ, অতি কঠোর বা ভীষণ (নিদারুণ শোক); 2 একান্ত অসহ্য (নিদারুণ অবজ্ঞা, নিদারুণ অপমান)। [সং. নি + দারুণ]। 22)
নবী-করণ
(p. 447) nabī-karaṇa বি. 1 পুনরায় নতুন অবস্হায় ফিরিয়ে আনা বা পরিণত করা; renewal; 2 মেরামতের কাজ, মেরামতি; 3 জীর্ণসংস্কার। [সং. নব + ঈ + √ কৃ + অন]। নবী-কৃত বিণ. নতুন করা হয়েছে বা নতুন অবস্হায় ফিরিয়ে আনা হয়েছে এমন; সংস্কার করা হয়েছে এমন। 18)
নিষ্কণ্টক
নাকানি-চুবানি, নাকানি-চোবানি
ননন্দা, ননান্দা
(p. 444) nanandā, nanāndā বি. ননদ। [সং. ননন্দৃ]। 59)
নাতজামাই, নাতনি, নাতবউ
(p. 454) nātajāmāi, nātani, nātabu দ্র নাতি1। 9)
নেও
(p. 479) nēō ক্রি. (বর্ত. অপ্র.) লও, গ্রহণ করো, নাও। অব্য. বন্ধ করা, থামা, বাদ দেওয়া প্রভৃতির অনুরোধসূচক (নেও, এখন থামো); বিস্ময় বা অবিশ্বাসসূচক (নেও ঠেলা)। [নেওয়া দ্র]। 4)
নও-জোয়ান
(p. 443) nō-jōẏāna বি. বিণ. 1 তরুণ সৈনিক; 2 যুবকবীর; 3 নবযুবক ('চলবে নওজোয়ান': নজরুল)। [হি. নও ফা. নও + ফা. জওয়ান্]। 12)
নিস্তুষ
(p. 475) nistuṣa বিণ. তুষহীন, যাতে তুষ নেই এমন; খোসা ছাড়ানো হয়েছে এমন। [সং. নির্ + √ তুষ্ + অ]। 57)
নিধেয়
(p. 461) nidhēẏa বিণ. গচ্ছিত রাখার যোগ্য (নিধেয় ধন)। [সং. নি + √ ধা + য]। 35)
নমনীয়
(p. 447) namanīẏa বিণ. 1 নোয়ানো বা বাঁকানো যায় এমন (সোনা নমনীয় ধাতু); 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন (নমনীয় স্বভাব)। [সং. √ নম্ + অনীয়]। বি. ̃ তা। নম্য বিণ. 1 বাঁকানো বা নোয়ানো যায় এমন; 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন, নমনশীল; কোমল। নম্যতা বি. নমনীয়তা। 37)
নিষ্কারণ
নিম্নাংশ
(p. 461) nimnāṃśa বি. নীচের অংশ। [সং. নিম্ন + অংশ]। 102)
নৈ
(p. 480) nai বিণ. নবজাত (নৈ বাছুর)। [সং. নব-তু. হি. নঈ]। 16)
নলিন
(p. 447) nalina বি. পদ্ম। [সং. √ নল্ (গন্ধে) + ইন]। নলিনী বি. স্ত্রী. 1 পদ্ম, পদ্মিনী; 2 পদ্মের ঝাড়; 3 যেখানে প্রচুর পদ্ম জন্মে। 88)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577626
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185308
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901034
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848094
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619985

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us