Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিষ্কোষণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিষ্কোষণ এর বাংলা অর্থ হলো -

(p. 475) niṣkōṣaṇa বি. কোষ বা খাপ থেকে বহিষ্করণ, খাপ থেকে বার করা বা উন্মুক্ত করা (তরবারি নিষ্কোষণ)।
[সং. নির্ + √ কুষ্ +অন]।
নিষ্কোষিত বিণ. কোষমুক্ত (নিষ্কোষিত আসি)।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নক্ত
(p. 443) nakta বি. 1 রাত্রি; 2 ছেঁড়া ন্যাকড়া, কানি। [সং. √ নজ্ + ত]। ̃ চর, ̃ চারী (-রিন্), ̃ ঞ্চর বিণ. নিশাচর। বি. 1 রাক্ষস; 2 প্যাঁচা; 3 চোর। নক্তান্ধ বিণ. রাতকানা। নক্তান্ধতা বি. রাতে চোখে দেখতে না পাওয়া।
নগ্ন
নিত্যানন্দ
নিধন1
নিহত
(p. 475) nihata বিণ. হত, বধ করা হয়েছে এমন; বিনষ্ট। [সং. নি + √ হন্ + ত]। নিহন্তা (-ন্তৃ) বিণ. হত্যাকারী, বধকারী। 67)
নাকো
(p. 452) nākō অব্য. না, নয়, নহে ('সে পথ দিয়ে ফিরল নাকো তারা': রবীন্দ্র; 'হিংস্র স্রোত বয় নাকো': বিষ্ণু)। [বাং. না3 + ক (স্বার্থে)]। 12)
নিশীথিনী
(p. 473) niśīthinī বি. গভীর রাত্রি। ̃ নাথ বি. চাঁদ। [সং. নিশীথ + ইন্ + ঈ]। 33)
নিউ-মোনিয়া
(p. 458) niu-mōniẏā বি. ফুসফুসের প্রদাহ বা উক্ত প্রদাহজনিত জ্বর। [ইং. pneumonia]। 14)
নিরেস
(p. 468) nirēsa বিণ. নিকৃষ্ট, খারাপ, বাজে (নিরেস মাল)। [তু. সং. নীরস; তু. বিপ. সরেস]। 34)
নিস্তেজ
(p. 475) nistēja বিণ. 1 তেজ নেই এমন, দুর্বল (নিস্তেজ পশু); 2 দীপ্তিহীন, অনুজ্জ্বল, ক্ষীণ (নিস্তেজ আলোক); 3 শক্তি বা প্রভা হ্রাস পেয়েছে এমন। [সং নির্ + তেজস্]। 58)
নিরপত্য
(p. 461) nirapatya বিণ. নিঃসন্তান। [সং. নির্ + অপত্য]। 137)
নাতি1
নিয়ন্তা
নিরমা, নিরমান
(p. 461) niramā, niramāna যথাক্রমে নির্মানির্মাণ -এর কোমল রূপ।
নামাঙ্কিত
(p. 454) nāmāṅkita বিণ. 1 নাম আঁকা লেখা বা খোদাই করা আছে এমন (তাঁর নামাঙ্কিত খাম আমি কেন নেব?); 2 নামযুক্ত; 3 স্বাক্ষরিত (নামাঙ্কিত সিলমোহর)। [সং. নাম + অঙ্কিত]। 51)
নিগার
(p. 460) nigāra বি. (সচ. অবজ্ঞায়) নিগ্রোজাতির মানুষ, কাফ্রি। [ইং. nigger]। 11)
নিকেতন, নিকেত
(p. 459) nikētana, nikēta বি. আলয়, আবাস, গৃহ ('মন চল নিজ নিকেতনে')। [সং. নি + √ কিত্ + অন, অ]। 19)
নামোচ্চারণ
নোলা
(p. 481) nōlā বি. 1 জিহ্বা; 2 আহারের লোভ (এই বয়সে নোলা বাড়া ভালো নয়)। [সং. লোলা]। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578351
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186129
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786412
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027585
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901306
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848269
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620536

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us