Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পঞ্জর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পঞ্জর এর বাংলা অর্থ হলো -

(p. 484) pañjara বি. 1 পাঁজর, বুকের খাঁচা বা কঙ্কাল; 2 খাঁচা, পিঞ্জর।
[সং. √ পঞ্জ্ + অর]।
পঞ্জরাস্হি বি. পাঁজরের হাড়।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পতগ
(p. 488) pataga বি. 1 পাখি; 2 পতঙ্গ। [সং. পত (পক্ষ বা ডানা) + √ গম্ + অ]। 7)
পরি-প্লব
(p. 499) pari-plaba বি. 1 প্লাবন; 2 উপদ্রব। [সং. পরি + √ প্লু + অ]। 10)
পরব
(p. 488) paraba বি. উত্সব (স্নানযাত্রার পরব)। পরবি বি. উত্সব বা পর্ব উপলক্ষ্যে দেওয়া পারিতোষিক। [বাং. পর্ব সং. পর্বন্]। 150)
পরা৩
(p. 495) parā3 বিণ. পরমা, শ্রেষ্ঠা, প্রধানা (পরা প্রকৃতি, পরা বিদ্যা) [সং. √ পৃ + অ + আ]। 9)
প্লুরিসি
(p. 559) plurisi বি. ফুসফুসের আবরক ঝিল্লির প্রদাহজনিত রোগবিশেষ। [ইং. pleurisy]। 15)
পয়োদ
(p. 488) paẏōda বি. (পয়ঃ বা জল দেয় বলে) মেঘ। [সং. পয়স্ + √দা + অ]। 97)
পুনর্বসতি
(p. 523) punarbasati বি. এক স্হায়ী বাসস্হান ত্যাগ করে আবার নতুন জায়গায় বসতি স্হাপন; নতুন বসতি, rehabilitation. [সং. পুনঃ + বসতি]। 73)
পেয়ারা2
(p. 532) pēẏārā2 বি. প্রচুর ছোটো বীজযুক্ত সুপরিচিত ক্রান্তীয় ফল বা তার গাছ। [পো. pera]। 39)
পেনাল-কোড
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
পরা-হত
পাশা1
প্রবহণ
(p. 548) prabahaṇa বি. 1 ডুলি, পালকি ইত্যাদি মানুষ-বাহিত যান; 2 প্রবাহ, স্রোত। [সং. প্র + √ বহ্ + অন]। 3)
পিল2
(p. 522) pila2 বি. 1 হাতি (পিলখানা); 2 দাবার ঘুঁটিবিশেষ. গজ। [ফা. পীল্]। ̃ খানা বি. হাতিশাল, হাতির আস্তাবল। ̃ পা, ̃ পে বি. 1 (হাতির পায়ের মতো স্হূল বলে) থাম, স্তম্ভ; 2 জমির সীমানাজ্ঞাপক স্তম্ভ, pillar. 22)
প্ল্যাস্টিক
(p. 559) plyāsṭika বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ। [ইং. plastic]।
পিচ্ছিল, (বিরল) পিচ্ছল
(p. 519) picchila, (birala) picchala বিণ. 1 পিছল; 2 পা হড়কে যায় এমন মসৃণ; 3 হড়হড়ে, লালাময়। [সং. √ পিচ্ছ্ + ইল]।
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
পুরঃ-সর
পেটক, পেটি, পেটিকা
(p. 531) pēṭaka, pēṭi, pēṭikā বি. প্যাঁটরা, ঝাঁপি; বেত বাঁশ প্রভৃতি দিয়ে তৈরি আধার (চায়ের পেটি)। [সং. পেট + অক + বাং. ই, + কা (ক্ষুদ্রার্থে)]।
পরিবাহিত
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578155
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185968
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786211
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027437
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848224
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708683
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620477

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us