Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পটীয়ান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পটীয়ান এর বাংলা অর্থ হলো -

(p. 486) paṭīẏāna (-য়স্) বিণ. 1 দুইয়ের মধ্যে অধিকতর পটু; 2 অত্যন্ত পটু।
[সং. পটু + ঈয়ম্]।
বিণ. (স্ত্রী.) পটীয়সী (নৃত্যগীতপটীয়সী মহিলা)।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রমাতা-মহ
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
পরি-ভব2
(p. 499) pari-bhaba2 বি. 1 তিরস্কার, কটূক্তি; 2 অনাদর; অবজ্ঞা। [সং. পরি + √ ভূ + অ]। 39)
প্রতি-শ্রুতি
পোঁচ
(p. 533) pōn̐ca বি. 1 প্রলেপ (কালির পোঁচ); 2 কালি রং ইত্যাদির স্তর বা মাত্রা, কোট (ছবিতে আর এক পোঁচ রং চড়াতে হবে)। [দেশি]। ̃ ড়া, ̃ লা বি. 1 প্রলেপ; 2 চুনকাম করার জন্য পাটের আঁশ দিয়ে তৈরি বড়ো তুলিবিশেষ। 28)
পরস্ত্রী
(p. 488) parastrī বি. পরের স্ত্রী, পরদার। [সং. পর3 + স্ত্রী]। 191)
পরি-হিত
প্রভাত-ফেরি
পুরন্ত
(p. 526) puranta বিণ. 1 পরিপুষ্ট, নিটোল (পুরন্ত শরীর); 2 সম্পূর্ণ বা পূর্ণ, ভরতি হয়েছে এমন। [পুরা2 দ্র]। 20)
পরি-সাজ
(p. 499) pari-sāja বি. বইয়ের বাঁধাই ছাপা প্রভৃতির শোভা। [সং. পরি + বাং. সাজ]। তু. ইং. get-up. 85)
প্রতি-জিহ্বা
(p. 538) prati-jihbā বি. আলজিভ। [সং. প্রতি + জিহ্বা]। 85)
পেয়ালা
(p. 532) pēẏālā বি. চা ইত্যাদি পান করার হাতলযুক্ত ছোটো কাপ; পানপাত্র।[ফা. পিয়ালা]। 40)
পয়ান
(p. 488) paẏāna বি. (পদ্যে) প্রয়াণ -এর কোমল রূপ। 95)
প্রাতি-পাদিক
পর-হিত
প্রপতন
(p. 546) prapatana বি. 1 পতন; 2 সম্যক পতন ও মৃত্যু; 3 বিনাশ, ধ্বংস। [সং. প্র + √ পত্ + অন]। 38)
প্রতীয়-মান
পোষ2
(p. 534) pōṣa2 বি. যে পালন করে তার প্রতি বশ্যতা, পালকের বশবর্তিতা (পোষ মানা)। [সং. √ পুষ্ + বাং. অ]। 31)
পরমানন্দ
(p. 488) paramānanda বি. গভীর আনন্দ ('সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ': রবীন্দ্র)। [সং. পরম + আনন্দ]। 171)
পীত1
(p. 523) pīta1 বি. হলুদ রং (শ্বেতপীত)। বিণ. হলুদ রং-বিশিষ্ট, হলুদ রঙের (পীতধড়া, পীতবাস)। [সং. √ পা + ত]। ̃ জ্বর বি. পাণ্ডুরতারক্তস্রাবযুক্ত জ্বরবিশেষ, yellow fever. ̃ ধড়া বি. 1 হলুদ রঙে রঞ্জিত কটিবাস; 2 শ্রীকৃষ্ণের পরিধেয় বস্ত্র। ̃ বাস, পীতাম্বর বি. 1 হলুদ রঙের বস্ত্র; 2 (পীতবস্ত্রধারী) শ্রীকৃষ্ণ। বিণ. পীতবস্ত্রধারী। পীতাভ বিণ. পীত বা হলুদ রঙের আভাযুক্ত, হালকা হলুদ রঙের। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839842
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856851
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719469
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us