Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রভিডেণ্ট ফাণ্ড এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রভিডেণ্ট ফাণ্ড এর বাংলা অর্থ হলো -

(p. 548) prabhiḍēṇṭa phāṇḍa বি. কোনো সংস্হায় চাকুরিরত কর্মচারীদের ভবিষ্যতের জন্য সংস্হান তহবিল, ভবিষ্যনিধি (স.প.)।
[ইং. provident fund]।
33)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পিলপে
(p. 522) pilapē দ্র পিল2। 24)
পক্ষিরাজ
(p. 483) pakṣirāja দ্র পক্ষী। 23)
পরাধি-কার
(p. 495) parādhi-kāra বি. 1 অপরের অধিকার, যেখানে নিজের অধিকার নেই (পরাধিকার চর্চা); 2 আনুগত্য, পরাধীনতা, অন্যের বাধ্যতা (এ দেশ আর কতকাল পরাধিকারে থাকবে)। [সং. পর3 + অধিকার]। 25)
পেটুক
(p. 532) pēṭuka বিণ. ঔদরিক, খেতে পারে এবং খেতে ভালোবাসে এমন, ভোজনবিলাসী। [বাং. পেট + উক]। 9)
পূজারি, পূজারিনি, পুজার্হ, পূজিত
(p. 529) pūjāri, pūjārini, pujārha, pūjita দ্র পূজা। 4)
পব-মান
(p. 488) paba-māna বি. 1 গার্হপত্যনামক যজ্ঞাগ্নি 2 বায়ু। বিণ. পবিত্রকারী। [সং. √পূ + মান (শানচ্)]। 77)
পচা
(p. 484) pacā ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)। বি. পচন। বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)। [সং. √ পচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। বিণ. উক্ত সব অর্থে। পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন। 16)
পড়ো2, পোড়ো
(p. 486) paḍ়ō2, pōḍ়ō বিণ. 1 পতিত, পড়ে আছে এমন, অকর্ষিত (পড়ো জমি); 2 অব্যবহৃত, বাসিন্দাশূন্য (পোড়ো বাড়ি)। [বাং. পড়া1 + উয়া ও]। 49)
পরি-সাজ
(p. 499) pari-sāja বি. বইয়ের বাঁধাই ছাপা প্রভৃতির শোভা। [সং. পরি + বাং. সাজ]। তু. ইং. get-up. 85)
পরিচ্ছন্ন
(p. 497) paricchanna বিণ. 1 পরিষ্কার, অমলিন (পরিচ্ছন্ন জামাকাপড়); 2 গোছানো, ফিটফাট (সবসময় ঘরদোর পরিচ্ছন্ন রাখে); 3 দুর্নীতিমুক্ত (পরিচ্ছন্ন প্রশাসন)। [সং. পরি + √ ছদ্ + ত]। বি. ̃ তা। 24)
পাহারা
(p. 519) pāhārā বি. প্রহরার কাজ, চৌকি। [সং. প্রহর]। ̃ ওয়ালা, ̃ ওলা বি. পাহারা দেবার কাজে নিযুক্ত ব্যক্তি; চৌকিদার। 8)
পরাস্ত
(p. 496) parāsta বিণ. পরাজিত, পরাভূত, হেরে গেছে এমন (তাঁকে অস্ত্রযুদ্ধে পরাস্ত করা সম্ভব নয়)। [সং. পরা2 + √ অস্ + ত]। 14)
পৃথগন্ন
(p. 530) pṛthaganna বিণ. এক পরিবারের বা বংশের অন্তর্ভুক্ত হয়েও একান্নবর্তী নয় এমন, হাঁড়ি ভিন্ন হয়েছে এমন। [সং. + পৃথক্ + অন্ন]। 8)
প্রতী-হার, প্রতী-হারী
(p. 544) pratī-hāra, pratī-hārī যথাক্রমে প্রতিহার ও প্রতিহারী -র বানানভেদ। 14)
পইঠা
(p. 483) piṭhā বি. 1 সোপান, সিঁড়ি; 2 ধাপ। [সং. প্রতিষ্ঠা]। 4)
পরা-হত
(p. 496) parā-hata বিণ. 1 পরাজিত; 2 আক্রান্ত; 3 বাধাপ্রাপ্ত, ব্যাহত (জীবনযাত্রায় পরাহত, সুদূরপরাহত)। [সং. পরা2 + √ হন্ + ত]। 16)
প্রত্যানয়ন
(p. 544) pratyānaẏana বি. ফিরিয়ে আনা, পুনরায় আনয়ন। [সং. প্রতি + আনয়ন]। প্রত্যানীত বিণ. ফিরিয়ে আনা হয়েছে বা আবার আনা হয়েছে এমন। 43)
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
প্রতিরব
(p. 543) pratiraba বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + রব]। 3)
প্রশ্ন
(p. 551) praśna বি. 1 জিজ্ঞাসা, জানতে চাওয়া (প্রশ্ন করা); 2 জিজ্ঞাসিত বিষয় (দুরূহ প্রশ্ন); 3 সমস্যা (কী করব সেটাই প্রশ্ন)। [সং. √ প্রচ্ছ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ পত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ। ̃ মালা বি. প্রশ্নসমূহ। প্রশ্নাতীত বিণ. প্রশ্নের বা সন্দেহের অতীত (তাঁর সততা প্রশ্নাতীত)। প্রশ্নোত্তর বি. প্রশ্ন ও তার জবাব। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 869280
Kalpana Bangla Font
Kalpana
Download
View Count : 611016
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 406304
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 405784
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 387868
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 362964
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 348831
Charukola Round Head Bangla Font
Charukola Round Head
Download
View Count : 341946

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন