Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরি-চালন, পরি-চালনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পরি-চালন, পরি-চালনা এর বাংলা অর্থ হলো -

(p. 497) pari-cālana, pari-cālanā বি. 1 কার্যনির্বাহ; 2 শাসনকার্য, শাসন, administration (স.প.); 3 নিয়ন্ত্রণ; 4 অধ্যক্ষতা; 5 চলচ্চিত্র, নাটকাভিনয় ইত্যাদির নির্দেশনা; 6 সঞ্চালন।
[সং. পরি + √ চল্ + ণিচ্ + অন, আ]।
পরি-চালিত বিণ. পরিচালনা করা হয়েছে বা হচ্ছে এমন।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পোতাধ্যক্ষ, পোতাশ্রয়
(p. 534) pōtādhyakṣa, pōtāśraẏa দ্র পোত1। 14)
প্রত্যুত্থান
প্রবাহ
পরি-বেশন, পরি-বেষণ
(p. 499) pari-bēśana, pari-bēṣaṇa বি. 1 বিতরণ (তথ্য পরিবেশন); 2 ভোজনকালে খাদ্যবস্তু ভাগ করে বিতরণ। [সং. পরি + √ বিশ্, √ বিষ্ + অন]। পরি-বেশক, পরি-বেষক বি. পরিবেশণকারী। 31)
পরি-হিত
প্রেরণ
প্রদৃপ্ত
(p. 546) pradṛpta বিণ. 1 অতিশয় দৃপ্ত বা গর্বিত; 2 সতেজ। [সং. প্র + দৃপ্ত]। 28)
পিচ-কারি, (কথ্য) পিচকিরি
(p. 519) pica-kāri, (kathya) picakiri বি. তীব্র বেগে জল ছিটানোর যন্ত্রবিশেষ, সিরিঞ্জ। [হি. পিচকারী]। 32)
প্রতিবোধ, প্রতিবোধন
পঞ্জুড়ি, পঞ্জুরি
(p. 484) pañjuḍ়i, pañjuri বি. পাশাখোলায় পাঁচের দান অর্থাত্ দুই জুড়িপোয়া। [সং. পঞ্চ + জুড়ি-তু. মরা. পংজডী]।
পরি-ভাবী
(p. 499) pari-bhābī (-বিন্) বিণ. 1 তিরস্কারকারী; 2 অবজ্ঞাকারী। [সং. পরি + √ ভূ + ইন্]। 41)
পিরিত, পিরিতি
(p. 522) pirita, piriti বি. 1 প্রেম, প্রণয়; 2 গোপন বা অবৈধ প্রেম। [সং. প্রীতি]। 20)
পম-ফ্রেট
পরুষ
(p. 502) paruṣa বিণ. 1 কর্কশ (পরুষ কণ্ঠস্বর); 2 কঠোর, নিষ্ঠুর (পরুষ বচন); 3 উদ্ধত। [সং. √ পৃ + উষ]। বি.̃ তা, ̃ ত্ব, পারুষ্য। 14)
প্রিয়
(p. 554) priẏa বি. 1 ভালোবাসার বা প্রণয়ের পাত্র; 2 বন্ধু; সুহৃদ ('শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়': রবীন্দ্র); 3 স্বামী। বিণ. 1 প্রেমাস্পদ; 2 প্রীতিভাজন, স্নেহভাজন; 3 প্রীতিকর, ভালো লাগে এমন (প্রিয় সামগ্রী, প্রিয় খেলা)। স্ত্রী. প্রিয়া। ̃ ংকর, ̃ কারক, ̃ কারী (-রিন্) বিণ. প্রিয় কাজ করে এমন; হিতকারী। ̃ ংবদ বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ ংবদা। ̃ ঙ্গু বি. শ্যামলতা। ̃ চিকীর্ষু বিণ. প্রিয় কাজ করতে ইচ্ছুক। ̃ জন বি. প্রিয় ব্যক্তি, প্রিয়পাত্র; বন্ধু; আত্মীয়স্বজন। ̃ তম বিণ. সবচেয়ে প্রিয় বা প্রণয়ভাজন। স্ত্রী. ̃ তমা। ̃ দর্শন বিণ. সুদৃশ্য; সুন্দর (প্রিয়দর্শন যুবক)। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 প্রিয়দর্শন, সুন্দর; 2 যে সকলকে প্রীতির চোখে দেখে। বি. সম্রাট অশোক। বিণ. স্ত্রী. ̃ দর্শিনী। ̃ পাত্র বিণ. প্রীতিভাজন; স্নেহাস্পদ; প্রণয়ভাজন। স্ত্রী. ̃ পাত্রী। ̃ বচন ̃ বাক্য বি. মধুর বাক্য, মনোরম বা প্রীতিকর কথা। ̃ বাদী (-দিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বিয়োগ বি. প্রিয়ভাজনের মৃত্যু। ̃ ভাষী (-ষিন্) বিণ. মিষ্টভাষী। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ সখ, (বাং. প্রয়োগ) ̃ সখা বি. প্রীতিভাজন বা অন্তরঙ্গ বন্ধু। স্ত্রী. ̃ সখী। ̃ সমাগম বি. 1 প্রিয়জনের সঙ্গে মিলন; 2 প্রিয়জনের আগমন। 94)
পরি-ঘাত, পরি-ঘাতন
(p. 497) pari-ghāta, pari-ghātana বি. 1 পরিঘ; 2 হনন, হত্যা; 3 মারাত্মক আঘাত। [সং. পরি + √ হন্ + ণিচ্ + অ, অন]। 10)
পিল1
(p. 522) pila1 বি. (ওষুধের) ছোটো বটিকা, ওষুধের বড়ি (দুটো পিল খেয়ে নাও)। [ইং. pill]। 21)
প্রাতর্গেয়
(p. 554) prātargēẏa বিণ. সকালে গীতযোগ্য, সকালে গাওয়া বা ভজনা করা উচিত এমন। [সং. প্রাতঃ + গেয়]। 33)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
পতি-বাসী
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070040
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767285
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364466
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720464
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697206
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594030
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543516
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541956

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন