Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাল2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পাল2 এর বাংলা অর্থ হলো -

(p. 513) pāla2 বি. গবাদি পশুর সংগম বা প্রজনন (পাল দেওয়া, পাল ধরানো)।
[দেশি]।
154)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
পোতা2
পুনরুদ্ধার
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
পৃথিবী
পরি-কর্ষ
(p. 496) pari-karṣa বি. 1 আকর্ষণ; 2 উন্নতি। [সং. পরি+ √ কৃষ্ + অ]। 23)
পূর্ণিমা
প্রকৃষ্ট
(p. 537) prakṛṣṭa বিণ. শ্রেষ্ঠ; উত্কৃষ্ট, প্রশস্ত (প্রকৃষ্ট উপায়, প্রকৃষ্ট পথ)। [সং. প্র + √ কৃষ্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। স্ত্রী. প্রকৃষ্টা। 12)
পচাই
(p. 484) pacāi বি. ধেনো মদ, ধান্যেশ্বরী, যে-মদ চাল পচিয়ে তৈরি হয়। [বাং. পচা + আই]। 17)
পরি-পক্ব
প্রাপ্তি
(p. 554) prāpti বি. 1 পাওয়া; 2 লাভ, আয়, উপার্জন (এতে পরিশ্রম যেমন আছে, প্রাপ্তিও তেমনই আছে); 3 অষ্টসিদ্ধির অন্যতম, সর্বত্র যাবার ক্ষমতা। [সং. প্র + √ আপ্ + তি]। ̃ যোগ বি. পাওয়ার ভাগ্য; অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া। ̃ সংবাদ বি. চিঠিপত্রাদি বা অন্য কিছু পাওয়া গেছে এই খবর। ̃ স্হান বি. যেখানে কোনোকিছু পাওয়া যায় সেই স্হান। ̃ স্বীকার বি. পাওয়া গেছে এই কথা স্বীকার। 55)
পোড়া
(p. 534) pōḍ়ā বি. ক্রি. পুড়া র চলিত রূপ। বিণ. 1 দগ্ধ (পোড়া মাটি); 2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ); 3 কলঙ্কিত (পোড়া মুখ)। [পুড়া দ্র]। ̃ কপালে বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার। 9)
পিলু
পদাঘাত
(p. 488) padāghāta বি. পা দিয়ে আঘাত, লাথি ('এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে': দ্বি. রা.)। [সং. পদ + আঘাত]। 36)
পুণ্ড-রীক
প্রভাতি, (বর্জি.) প্রভাতী
(p. 548) prabhāti, (barji.) prabhātī বিণ. প্রভাতকালীন (প্রভাতি গান)। বি. প্রভাতে গেয় সংগীত বা পাঠ্যস্তব ('এসেছিলে শুধু গাহিতে প্রভাতী': বড়াল)। [সং. প্রভাত + বাং. ই]। 30)
পালকি
পনির,
(p. 488) panira, (বর্জি.) পনীর বি. জমাট ছানা দিয়ে তৈরি লবণাক্ত খাবারবিশেষ, cheese. [ফা. পনীর]। 68)
পতত্র
(p. 488) patatra বি. পাখির ডানা। [সং. √ পত্ + অত্র]। পতত্রি, পতত্রী বি. পাখি। 10)
প্রচয়
(p. 538) pracaẏa বি. 1 চয়ন; 2 সঞ্চয়; 3 রাশি; 4 বৃদ্ধি। [সং. প্র + √ চি + অ]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535108
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730922
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us